পাবনায় দুই দলের সংঘর্ষ: গুলি ছোড়া যুবককে নিয়ে বিএনপি–জামায়াতের পাল্টাপাল্টি দাবি
Published: 28th, November 2025 GMT
পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় এক যুবক অস্ত্র হাতে গুলি ছুড়ছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বিএনপি নেতা–কর্মীরা দাবি করেন, অস্ত্রধারী ওই যুবক জামায়াত–শিবিরের কর্মী। অন্যদিকে জামায়াত নেতাদের দাবি, তিনি বিএনপির কর্মী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে জামায়াত ও বিএনপির এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। ফেসবুকে ছড়ানো ছবিতে দেখা যায়, রাস্তায় বেশ কিছু লোকজনের জটলা। এর মধ্যে সাদা টি–শার্ট ও জিনসের প্যান্ট পরা এক যুবক ডান হাতে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ছেন।
সাহাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধা দাবি করেন, গুলি চালানো ওই যুবকের নাম তুষার হোসেন। তাঁর বাড়ি ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়া মহল্লায়। তিনি জামায়াত–শিবিরের কর্মী। তাঁর গুলিতে বিএনপির কয়েকজন আহত হয়েছেন।
অন্যদিকে পাবনা–৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডল বলেন, ‘আমরা অস্ত্রের রাজনীতি করি না। আমাদের কোনো কর্মীর হাতে অস্ত্র ছিল না। আমরা গ্রামটিতে গণসংযোগে গিয়েছিলাম। আমাদের ওপর বিএনপির সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে অর্ধশতাধিক নেতা–কর্মীকে আহত করেছে। তাঁদের কয়েকজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেলে নেওয়া হয়েছে।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুর নূর বলেন, ‘ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুনঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২৫১৫ ঘণ্টা আগেউল্লেখ্য, পাবনা–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান। জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে আছেন জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডল। উপজেলার চরগড়গড়ি গ্রামে কয়েক দিন ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। দুই দিন আগে তাদের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে জামায়াত মনোনীত প্রার্থী এলাকায় গণসংযোগে যান। এ সময় দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকটি গুলি ছোড়া হয় এবং কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চ্যাটজিপিটি সব সময় সঠিক সময় বলতে পারে না কেন
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট চ্যাটজিপিটি এখন অনেকের নিত্যকার ডিজিটাল সহকারী। প্রশ্নের উত্তর দেওয়া, নথি তৈরি, বিশ্লেষণ—সব ক্ষেত্রেই এর ব্যবহার বাড়ছে। তবে বর্তমান সময় জানানোর ক্ষেত্রে এখনো দুর্বলতা রয়েছে চ্যাটজিপিটির। ব্যবহারকারীরা কয়েক মিনিট বা ঘণ্টার বিরতিতে একই চ্যাট উইন্ডোতে ‘এখন কয়টা বাজে?’ জানতে চাইলে অনেক সময় ভুল তথ্য জানায় চ্যাটজিপিটি। কখনো জানায়, তার কাছে বাস্তব সময়ের ঘড়ির তথ্য নেই। কখনো অঞ্চল জানার পরও ভুল সময় বলে। শুধু তা–ই নয়, একবার সঠিক সময় জানালেও কয়েক মিনিট পর ভিন্ন তথ্য দেয় চ্যাটজিপিটি।
চ্যাটজিপিটি সব সময় সঠিক সময় বলতে পারে না কেন, তা জানতে চান অনেক ব্যবহারকারী। প্রযুক্তিবিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন বা কম্পিউটার সময় দেখাতে পারে। কারণ, সেগুলোর অভ্যন্তরে থাকে বিল্ট ইন ক্লক চিপ। কিন্তু চ্যাটজিপিটি বা গুগল জেমিনির মতো জেনারেটিভ এআই চ্যাটবটগুলোর জ্ঞান তৈরি হয় অতীতের তথ্য কেন্দ্র করে। ফলে রিয়েল টাইম সময়ের তথ্য যুক্ত থাকে না। যদিও চ্যাটজিপিটিসহ বিভিন্ন এআই চ্যাটবট প্রয়োজনে ওয়েব সার্চ করে তথ্য সংগ্রহ করতে পারে। তবে সেটি স্বয়ংক্রিয় বা স্থায়ী সমাধান নয়। তাই সব সময় সঠিক সময় বলতে না পারার প্রবণতা দেখা যায় চ্যাটজিপিটির মধ্যে।
রোবোটিকস গবেষক ইয়ারভান্ত কুলবাশিয়ান জানিয়েছেন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আসলে ভাষার ভেতরেই সীমাবদ্ধ থাকে। ফলে যেসব তথ্য শব্দের মাধ্যমে সিস্টেমে প্রবেশ করেছে, কেবল সেগুলোই ব্যবহার করা সম্ভব। তবে এআই মডেলগুলোকে ঘড়ির তথ্য সংগ্রহের পূর্ণ অনুমতি দেওয়া হলে সঠিক সময় জানানো সম্ভব। এ বিষয়ে চ্যাটজিপিটির নির্মাতাপ্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি প্রয়োজনে সিস্টেম বা ওয়েব থেকে সঠিক সময় সংগ্রহ করতে পারে। কিন্তু ঘড়ির তথ্য অবিরত যুক্ত করলে ভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। মডেলের ‘কনটেক্সট উইন্ডো’তে একের পর এক সময় যোগ হতে থাকে, যা মূল কথোপকথনের ক্ষেত্রে তথ্য জট তৈরি করতে পারে। তাই তারিখ সিস্টেমে রাখা হলেও সময়ের তথ্য প্রতি মুহূর্তে হালনাগাদ করা হয় না।
গবেষণায় দেখা গেছে, অ্যানালগ ঘড়ির কাঁটা বিশ্লেষণ বা ক্যালেন্ডার বোঝাতেও বহুল ব্যবহৃত এআই মডেলগুলো এখনো পুরোপুরি নির্ভরযোগ্য নয়। এতে ভুল তথ্য দেওয়ার সম্ভাবনাও থাকে। ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির সময়–সংক্রান্ত সক্ষমতা উন্নত করার কাজ চলছে।
সূত্র: দা ভার্জ