লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার একটি কৃষি জমিতে মর্টার শেল সদৃশ বস্তুর সন্ধান মিলেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী আদর্শ গ্রামের একটি জমির মাটি খননের সময় বস্তুটির সন্ধান পান শ্রমিকরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানটি ঘিরে রেখেছে।

স্থানীয়রা জানান, মধ্য গড্ডিমারী আদর্শ গ্রামের বাসিন্দা মো.

আবুল হোসেন (৬৫) তার আবাদি জমিতে এক্সকেভেটর দিয়ে মাটি সমান করার কাজ করাচ্ছিলেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে খননের সময় মাটির প্রায় ২ ফুট নিচে চাপা পড়া লোহার বস্তুটি দেখতে পান শ্রমিকরা। বস্তুটি দেখতে মর্টার শেল বা কামানের গোলার মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আরো পড়ুন:

খুলনার আদালত পাড়ায় ককটেল সদৃশ বস্ত উদ্ধার

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোম নিক্ষেপের অভিযোগ

তারা জানান, বস্তুটির আনুমানিক ওজন সাড়ে তিন থেকে চার কেজি। দৈর্ঘ্যে ১৪ ইঞ্চি, পুরুত্ব ১০ ইঞ্চি এবং ব্যাসার্ধ ২.৫ ইঞ্চি। বস্তুর গায়ে এমকে ১৭ লেখা দেখা গেছে। পরে এলাকাবাসী স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেয়। তাদের ধারণা, মহান মুক্তিযুদ্ধের সময়কার এই বস্তুটি মাটি চাপা পড়েছিল। 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী জানান, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এলাকাটি ঘিরে রেখে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ঢাকা/সিপন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বস ত ট

এছাড়াও পড়ুন:

ফুটবলে ম্যাচে মারামারির ঘটনায় ১৭ লাল কার্ড

বলিভিয়ার বার্ষিক কাপ প্রতিযোগিতা কোপা বলিভিয়া। দেশটির শীর্ষ লিগের ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। গত পরশু কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগে জেসুস বারমুদেজ স্টেডিয়ামে স্বাগতিক হয়ে ব্লুমিংয়ের মুখোমুখি হয় রিয়াল অরুরো। প্রথম লেগ ২-১ গোলে জেতায় ফিরতি লেগ ২-২ গোলে ড্র করেও দুই লেগ মিলিয়ে শ্রেয়তর গোল ব্যবধানে সেমিফাইনালে ওঠে ব্লুমিং। কিন্তু এই ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মারামারির ঘটনা এবং ১৭টি লাল কার্ড!

বলিভিয়ার সংবাদমাধ্যম ‘এল পোতোসি’ জানিয়েছে, ফিরতি লেগের ম্যাচ শেষে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। স্বাগতিক দল রিয়াল অরুরোর খেলোয়াড় এবং স্টাফরা মারামারি শুরু করেন। পরিস্থিতি শান্ত করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে।

অফিশিয়াল সম্প্রচারকদের ফুটেজ থেকে সংবাদমাধ্যমটি আরও জানায়, রিয়াল অরুরোর খেলোয়াড় সেবাস্তিয়ান জেবায়োস, হুলিও ভিলা ও কোচ মার্সেলো রোবলেদো ম্যাচ শেষে পাশের অ্যাথলেটিক ট্র্যাকে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও স্টাফদের ওপর চড়াও হন। জেবায়োসকে ব্লুমিংয়ের খেলোয়াড়েরা শান্ত করার চেষ্টা করেন। কোচ রোবলেদো বলিভিয়া জাতীয় দলের এক অফিশিয়ালের সঙ্গে ঝামেলায় জড়ান। ভিলা ঘুষি মারেন ব্লুমিংয়ের খেলোয়াড়কে।

মারামারি লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। এল পোতোসির অনলাইন প্রতিবেদনে জানানো হয়, ফিরতি লেগের ফল মেনে নিতে পারেনি রিয়াল অরুরোর খেলোয়াড়েরা। মেজাজ হারিয়ে তারা এই কাণ্ড ঘটান।

আরও পড়ুনকাতারে ছোটদের বিশ্বকাপ জিতল পর্তুগাল, রোনালদোর অভিনন্দন২ ঘণ্টা আগে

দুই পক্ষকে শান্ত করতে ২০ জন পুলিশ মাঠে ঢুকে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মিরর’ জানিয়েছে, অফিশিয়াল ম্যাচ প্রতিবেদন অনুযায়ী ব্লুমিংয়ের ৭ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি। রিয়াল অরুরোর ৪ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। দুই দলের কোচিং স্টাফ থেকে আরও ৬ জনকে লাল কার্ড দেখান রেফারি। সব মিলিয়ে মোট ১৭ জন লাল কার্ড দেখেন।

মিরর আরও জানিয়েছে, ব্লুমিংয়ের অন্তত ছয়জন খেলোয়াড় লাল কার্ড দেখার নিষেধাজ্ঞার কারণে এবারের কাপ প্রতিযোগিতায় দলটির পরবর্তী ম্যাচগুলোয় খেলতে পারবেন না। তবে রেফারি রেনান কাস্তিয়ো ম্যাচের সম্পূরক প্রতিবেদন বলিভিয়ার স্পোর্টস ডিসিপ্লিনারি ট্রাইব্যুনালে পাঠানোর পর শাস্তি আরও বাড়তে পারে। বলিভিয়ান অনলাইন সংবাদমাধ্যম ‘ভিশন৩৬০’ জানিয়েছে, রিয়াল অরুরোর কোচ রোবলেদো কাঁধে আঘাত পেয়েছেন এবং তাঁকে হাসপাতালেও যেতে হয়।

আরও পড়ুনফিফার ‘সাপও মরল, লাঠিও ভাঙল না’ নীতি—রোনালদোর শাস্তি স্থগিতের আসল গল্প৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ