প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি: বাংলায় ভালো করতে ১৩ পরামর্শ
Published: 28th, October 2025 GMT
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীরাই এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তাই তোমরা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছ, তারা বৃত্তি পরীক্ষার সুযোগটা কাজে লাগাতে পারো। আজ বাংলা বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হলো।
বাংলা বিষয়ে কিছু টিপস১.
প্রতিটি গদ্য-পদ্যের যথাক্রমে লেখক পরিচিতি, কবি পরিচিতি পড়ে নিয়ে অনুশীলন করবে।
২.
এককথায় উত্তর দেওয়ার প্রশ্ন তৈরি করে সেগুলো অনুশীলনে রাখবে।
৩.
গদ্যের গুরুত্বপূর্ণ লাইনগুলো প্রথমে দাগিয়ে নেবে, তারপর পড়বে।
৪.
বাংলায় কঠিন ও দুর্বোধ্য শব্দগুলোর বানান, অর্থ, ব্যবহার সম্পর্কে যথাযথ জ্ঞান রাখবে।
আরও পড়ুনজুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত নীতিমালা প্রকাশ০৭ অক্টোবর ২০২৫৫.
গদ্য ও পদ্যের শিখনফল অনুযায়ী বিষয়বস্তুর ভাবকে উপলব্ধিতে এনে নিজের মতো করে প্রশ্নের উত্তর সাজানোর চেষ্টা করবে।
৬.
কবিতা মুখস্থ লেখার সময় কবিতার শিরোনাম, কবির নাম ও বিরাম চিহ্নের ব্যবহারে শতভাগ সতর্ক থাকতে হবে।
৭.
বাংলায় প্রশ্নোত্তর লিখতে চলিত ভাষায় লেখার চেষ্টা করবে।
৮.
প্রতিটি কবিতার মূলভাব ভালোভাবে আয়ত্ত করবে।
৯.
পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পর ভালোভাবে পড়ে সহজ ও খুব ভালোভাবে আয়ত্ত করা উত্তরগুলো ধারাবাহিকতা বজায় রেখে আগে লিখতে হবে।
বিভা ইন্দু, প্রধান শিক্ষক, সিলভার বেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাইস্কুল, চট্টগ্রামউৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র
এছাড়াও পড়ুন:
সব অর্থ ভারতের, তারা আইসিসিকে নিয়ন্ত্রণ করছে—সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রডের বিস্ফোরক দাবি
আইসিসির সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রড জানিয়েছেন, স্লো ওভার রেটের জরিমানা থেকে ভারতকে বাঁচাতে একসময় তাঁকে ‘সহানুভূতিশীল’ হতে বলা হয়েছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ব্রড সে ঘটনা তুলে ধরেছেন। যদিও ম্যাচটি কবে হয়েছে, তা তিনি জানাননি। তবে এক ম্যাচে ভারত ওভার রেটে নির্ধারিত সময়ের চেয়ে তিন-চার ওভার পিছিয়ে ছিল। সাক্ষাৎকারে ব্রড সে ঘটনা নিয়ে বলেন, ‘ম্যাচ শেষে ভারত তিন-চার ওভার পিছিয়ে ছিল, তাই তাদের জরিমানা হওয়ার কথা ছিল। আমাকে ফোন করে বলা হয়, “সহানুভূতিশীল হন, কিছু সময় বের করুন, কারণ এটা ভারত।” আমি ভাবলাম, ঠিক আছে। তারপর আমরা কোনোভাবে কিছু অতিরিক্ত সময় বের করলাম, যেন ওভার রেট জরিমানার সীমার নিচে নিয়ে আসা যায়।’
ব্রড আরও বলেন, ‘পরের ম্যাচেও একই ঘটনা ঘটে। সৌরভ গাঙ্গুলী তখন দ্রুত (ওভার শেষ করার) নির্দেশ শুনছিল না। আমি ফোন করে জিজ্ঞাসা করি, এখন কী করব? তখন আমাকে বলা হয়, “শুধু তাকে (জরিমানা) করো।”’
পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ পরিচালনা করছেন ক্রিস ব্রড