ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে মাদারীপুরের ডাসারে গাছ ফেলে মহাসড়ক অবরোধ করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রবিবার (১৬ নভেম্বর) ভোর থেকে উপজেলার গোপালপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে তারা। ফলে দীর্ঘ সময় এই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

আরো পড়ুন:

কাশিয়ানীতে গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা

নতুন পোশাকে পুলিশ

স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বড় বড় গাছ ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে হাইওয়ে পুলিশ, কালকিনি থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বিএনপি–জামায়াতের নেতাকর্মীরা গিয়ে একযোগে গাছ সরানোর কাজ শুরু করেন। এরপর সড়কে আংশিক যান চলাচল স্বাভাবিক হয়।

এলাকাবাসীর মতে, রাজনৈতিক কর্মসূচির নামে মহাসড়ক বন্ধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই সভ্য রাজনীতি নয়। তারা দ্রুত এ বিষয়টির স্থায়ী সমাধান দাবি করেছেন।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ বলেন, “কিছু লোক গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছিল। পুলিশ গিয়ে তা তুলে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

ঢাকা/বেলাল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবর ধ সড়ক অবর ধ

এছাড়াও পড়ুন:

গোবিপ্রবির রবি ও সোমবারের পরীক্ষা স্থগিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) রবিবার (১৬ নভেম্বর) এবং সোমবারের (১৭ নভেম্বর) সব ধরনের পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাতে অনলাইন আলোচনায় সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আব্দুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

গোবিপ্রবির ৬ কর্মকর্তা বরখাস্ত

গোবিপ্রবি কর্মকর্তাদের নিয়ে ই-কমিউনিকেশন বিষয়ে প্রশিক্ষণ শুরু

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ক্লাসের বিষয়ে সংশ্লিষ্ট ডিন ও সভাপতি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে, শিক্ষকরা প্রয়োজনে অনলাইনে ক্লাস নিতে পারবেন। আজ রবিবার সকল পরিবহন সেবা বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার ও সোমবারের স্থগিত পরীক্ষাসমূহ আগামী শুক্রবার ও শনিবার নেওয়া যেতে পারে।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ