কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন স্পষ্ট জানিয়েছিল—আফগানিস্তানের বিপক্ষে তিনটি আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলতে যাচ্ছে তারা। যার অর্থ দাঁড়ায়, টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে কাতারের প্রথম আন্তর্জাতিক সিরিজ এটি। কিন্তু খেলার সময় ঘনিয়ে আসতেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড বলে দিল, আন্তর্জাতিক টি–টোয়েন্টি নয়, এটি প্রস্তুতি ম্যাচের সিরিজ।

আন্তর্জাতিক টি–টোয়েন্টি না প্রস্তুতি ম্যাচ, এই বিভ্রান্তির মধ্যেই পেরিয়ে যায় খেলা শুরুর নির্ধারিত সময়। আড়াই ঘণ্টা পর আফগানিস্তান ও কাতারের খেলোয়াড়েরা মাঠে নামলে ধারাভাষ্যকাররা বলেন, এটি ‘প্রীতি ম্যাচ’। অন্যদিকে আফগান বোর্ডের মতে, এটি এখনো ‘প্রস্তুতি ম্যাচ’ই। ম্যাচের মর্যাদা ঘিরে এই বিভ্রান্তিকর ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।

কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরুর কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায়। খেলা শুরুর আগপর্যন্ত কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের এক্সে ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করে এটিকে ‘পুরুষদের আন্তর্জাতিক টি–টোয়েন্টির দ্বিপক্ষীয় সিরিজ’ হিসেবে প্রচার করে আসছিল। সিরিজের সূচিতে ৮, ৯ ও ১১ নভেম্বর তিনটি ম্যাচের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

ম্যাচ শুরু হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগে ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে দুই দলের খেলোয়াড়দের স্টেডিয়ামে অনুশীলনের ছবি ও ভিডিও পোস্ট করেও ‘আন্তর্জাতিক টি–টোয়েন্টি’র কথা উল্লেখ করা হয়।

তবে এরপর আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) টুইট করে জানায়, সিরিজটিতে খেলবে তাদের ‘এ’ দল, অর্থাৎ আফগান আবদালিয়ান। খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে পোস্ট করা ওই টুইটে বলা হয় ‘আফগান আবদালিয়ান দোহায় কাতারের বিপক্ষে তিনটি টি–টোয়েন্টি অনুশীলন ম্যাচ খেলতে প্রস্তুত, যা রাইজিং স্টারস এশিয়া কাপ ২০২৫–এর প্রস্তুতির অংশ। এই অনুশীলন ম্যাচ সিরিজ আজ রাতে দোহায় শুরু হবে, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।’

এই বিবৃতির পর ম্যাচগুলো আসলেই টি–টোয়েন্টি আন্তর্জাতিক মর্যাদা বহন করবে কি না, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। বলে রাখা ভালো, কাতার–আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচের তিন দিন পর কাতারেই রাইজিং স্টারস এশিয়া কাপ শুরু হওয়ার কথা, যেখানে খেলবে আফগানিস্তানের ‘এ’ দল।

বিলম্বিত সম্প্রচারে বিভ্রান্ত দর্শকেরা

ম্যাচটি আইসিসি ওয়েবসাইটে ‘টি–টোয়েন্টি ইন্টারন্যাশনাল’ হিসেবেই সূচি তালিকায় ছিল। তবে খেলা শুরুর আগে সূচি থেকে সেটি সরিয়ে ফেলা হয়। যদিও ম্যাচের পেজটি তখনো সক্রিয় ছিল। সেই পেজে ম্যাচের স্ট্যাটাসে লেখা ছিল ‘বাতিল’।

ইউটিউবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায় লাইভ শুরু হওয়ার কথা থাকলেও দুই ঘণ্টার বেশি সময় সম্প্রচার শুরু হয়নি। গুগলের মোবাইল অ্যালার্টে ম্যাচটিকে ‘বাতিল’ বলা হয়, যা সম্ভবত আইসিসি ওয়েবসাইটের তথ্যের সঙ্গে মিল রেখেই করা হয়।
শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত আটটায় খেলা শুরু হয়। কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইউটিউব চ্যানেলে তখনো লেখা ছিল—‘পুরুষদের আন্তর্জাতিক টি–টোয়েন্টি দ্বিপক্ষীয় সিরিজ’। তবে ধারাভাষ্যকার শুরুতেই বলেন, ‘কাতার–আফগানিস্তান প্রীতি ম্যাচে স্বাগত।’

এ বিষয়ে উইজডেন ডটকম আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, ম্যাচগুলো আসলে দুটি দলের মধ্যে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচ, যেগুলোর কোনো আন্তর্জাতিক টি–টোয়েন্টির মর্যাদা নেই। খেলা শুরুর সময় আড়াই ঘণ্টা পিছিয়ে দেওয়ার পেছনে ‘প্রযুক্তিগত সমস্যার’ কথা জানায় আফগান বোর্ড।

পরে দারউইশ রাসুলীর নেতৃত্বে আফগানিস্তান ‘এ’ প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭৩ রান তোলে, জবাবে কাতার অলআউট হয় ১০৮ রানে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র আফগ ন স ত ন প রস ত ত

এছাড়াও পড়ুন:

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে আহ্বায়ক হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৮-১৮ বর্ষের শিক্ষার্থী এসএম সুইট এবং সদস্য সচিব হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী  ইয়াশিরুল কবির সৌরভ মনোনীত হয়েছেন।

আরো পড়ুন:

ববি শিক্ষকের বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ সংবাদ প্রচারের অভিযোগ শিক্ষার্থীদের

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কুবিতে ছাত্রদলের কর্মসূচি, শিক্ষার্থীদের ক্ষোভ

এছাড়া সংগঠনের মুখপাত্র হিসেবে বায়োটেকনোলজি বিভাগের ২০২০-২১ বর্ষের সাদিয়া মাহমুদ মীম এবং মুখ্য সংগঠক হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ বর্ষের গোলাম রব্বানী মনোনীত হয়েছেন। 

শনিবার (৮ নভেম্বর) কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাদ রশিদ, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম এবং মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যরা হলেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পংকজ রায়, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মুবাশ্বির আমিন, যুগ্ম-আহ্বায়ক সজীব ইসলাম, জাফর ইকবাল, আদিল মাহমুদ আসিফ, মিশনু আল আসনাইন, তারেক জাহান জয়, আবু সাঈদ, শিহাব উদ্দীন, মিনহাজুর রহমান মাহিম, যুগ্ম-সদস্য সচিব বাঁধন বিশ্বাস স্পর্শ, মোস্তাকিম, সোহান, আব্দুল্লাহ, রাজু, আবু সাঈদ, শিহাব উদ্দীন, সংগঠক ইমরান হোসেন, মোহন রায়, আশিদুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, শাকিল শেখ, আশিকুর রহমান, ফয়সাল মিয়া, শুভ আহমেদ রাজিব, পার্থ প্রতীম চক্রবর্তী ও সোহান।

সদস্যদের মধ্যে রয়েছেন, ফাইয়াজ লুবাত, ফাইন কাজী, মুতাসিম বিল্লাহ রায়হান, সৈয়দ রশীদ-নূর প্রদীপ, আরমান হক, নিরব আলী, রিফাত হোসেন, রুহুল আমিন, ইমরান শেখ, কেএম রিফাত তানজিম প্রিতম, চয়ন কুন্ডু, রিপন ইসলাম রতন, স্বাধীন, জিম, জোবায়ের বিন লতিফ, হিমেল মোল্লা, মেহেদী হাসান ও প্রণব শর্মা।

আহ্বায়ক এসএম সুইট বলেন, “আমাকে মনোনীত করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের সহযোগিতা কামনা করছি। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই।”

ঢাকা/তানিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ