বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) তত্ত্বাবধানে কর্মসংস্থানমুখী নারীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে তিন মাস মেয়াদি বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ দেবে সরকার। এর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) সহায়তায় এ প্রোগ্রামটি বাস্তবায়ন করা হবে।

# আবেদনের শেষ তারিখ: ১৭ নভেম্বর ২০২৫।

প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নাম

১.

পারসোনা একাডেমি বিউটি অ্যান্ড লাইফস্টাইল। নিশি প্লাজা, চতুর্থ ফ্লোর, প্লট–১, অ্যাভিনিউ–৪, ব্লক–সি, সেকশন–৬, মিরপুর–১১ (পুরাতন), ঢাকা।

যে কোর্স করানো হবে

–বিউটিফিকেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট।

২. পাথফাইন্ডার কম্পিটিউটর ট্রেনিং ইনস্টিটিউট। বাড়ি নম্বর: ৫২০/১, শহীদ মুক্তিযোদ্ধা আলো, ফিরোজ রোড, চক পায়লানপুর, পাবনা সদর, পাবনা।

যে কোর্স করানো হবে

–ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট।

–ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট।

–গ্রাফিক ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট।

৩. দিনাজপুর ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট বালুয়াডাঙ্গা (অন্ধ হাফেজ মোড়), সদর, দিনাজপুর।

যে কোর্স করানো হবে

–বিউটিফিকেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট।

–গ্রাফিক ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট।

৪. হোস টেকনিক্যাল ইনস্টিটিউট–সিএসএস। ৪৭ এম এ বাড়ি রোড, গোলামারি, খুলনা।

যে কোর্স করানো হবে

–ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট।

–ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট।

–ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট।

–গ্রাফিক ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট।

৫. বাংলাদেশ স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই), হাউস–২/বি, রোড–১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা।

আবেদনের সুযোগ ১৭ নভেম্বর পর্যন্ত

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক র স কর ন ড জ ইন

এছাড়াও পড়ুন:

‘সরকার প্রধান থেকে বিচার প্রধান দুর্নীতিতে রসগোল্লার মতো ডুবে ছিল

দেশের সরকার প্রধান থেকে শুরু করে বিচার প্রধান দুর্নীতিতে রসগোল্লার মতো ডুবে ছিল বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী। 

রবিবার (৯ নভেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে দিনভর গণশুনানি আয়োজনে তিনি এ কথা বলেন। 

আরো পড়ুন:

৫২৫ কোটি টাকা আত্মসাৎ, মামলা হচ্ছে ৬ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে

রোগী সেজে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান দুদকের 

দুদক কমিশনার বলেন, ‘‘আপনাদের যুবক সন্তানেরা জীবন বাজি রেখে পথে নেমেছিল এবং অন্যায়ের প্রতিকার করেছে। এত দুর্নীতির অভিযোগ এসেছে যে এখন আমরা সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারি না।’’ 

মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী বলেন, ‘‘একটা দুর্ঘটনা ঘটে গেছে, এটাকে সারানোর চাইতে দুর্নীতি যেন আর কেউ না করে, কোনো কর্মচারী যেন দুর্নীতি করার দুঃসাহস না দেখায়; সেই ব্যবস্থা নেওয়া দরকার। সেবা গ্রহিতারা একটু পেছন থেকে আর্থিক সুবিধা দেওয়ার প্রলোভন যেন না দেন।’’  

তিনি আরো বলেন, ‘‘যারা সেবা গ্রহণ করবার জন্য গিয়েছিন, তাদের অন্তত ওই নীতিবোধ থাকতে হবে; আমি অন্যের অধিকার ক্ষুণ্ন করছি বাড়তি কিছু দিয়ে। তাতে দুটি অপকার হচ্ছে। যার প্রাপ্যতা ছিল তাকে বঞ্চিত করলাম। আর যে মানুষটি এই সেবা দেওয়ার জন্য নিয়োজিত, তার ঈমানটা নিলামে তুলে দিলাম।’’ 

দুদকের এই কমিশনার আরো বলেন, ‘‘আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদেরও লোভ সংবরণ করতে হবে। সেবা গ্রহিতাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। আমরা এটি ভুলে যাই। কখনো কখনো মাথায় কারো হাত থাকলে আমরা লাইনচ্যুত হই। হতে পারেন তিনি বড় ভাই, রাজনীতিবিদ বা আর কেউ। কিন্তু আমাদের ভুলে যাওয়া উচিত না, ওই বড় ভাই একদিন হাত সরিয়ে নিবেন বা তিনি একদিন থাকবেন না।’’ দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

গণশুনানিতে অন্যদের মধ্যে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. খালেদ তৌহিদ পুলকসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে সরকারি বেসরকারি ৪২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৮১টি অভিযোগ জমা হয়। তার মধ্য ১১৮টির শুনানি হয়। যার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অভিযোগ নিষ্পত্তিও করা হয়। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গণশুনানির আয়োজন করে।

ঢাকা/নাঈম/বকুল

সম্পর্কিত নিবন্ধ