আগামী মার্চে অস্ট্রেলিয়ায় উইমেন্স এশিয়ান কাপ। সেই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকায় ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। পৃষ্ঠপোষকের নাম ঘোষণা আর ‘মিশন অস্ট্রেলিয়া’ নিয়ে আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

সংবাদ সম্মেলনে নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তারের অনুপস্থিতির কারণ জানতে চাইলে তাবিথ বেশ সোজাসাপটাই বললেন, ‘বাফুফের ইন্টারনাল মিস কমিউনিকেশনের কারণে সবাইকে জানানো হয়নি। সে কারণে সময়মতো আমাদের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার পৌঁছাতে পারেননি। অবশ্যই নেক্সট যখন দল নিয়ে প্রেস কনফারেন্স হবে, ওখানে আপনারা ওনাকে দেখতে পারবেন।’

এর সঙ্গে ক্ষমাও চাইলেন তিনি, ‘আমি এই মিস কমিউনিকেশনের জন্য ক্ষমা চাচ্ছি। প্রেসিডেন্ট হিসেবে সব দোষ আমার ঘাড়ে নিচ্ছি।’

গত বছর সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাফুফে। সেই অর্থ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই মেয়েদের হাতে তুলে দেওয়া হবে—এ কথা আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন তাবিথ, ‘আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা এই প্রতিশ্রুতিটা পূরণ করে ফেলব।’

আরও পড়ুনজগাখিচুড়ি পাকিয়ে অনুশীলন শুরুর ছয় দিন পর দল ঘোষণা বাফুফের০৫ নভেম্বর ২০২৫

 এশিয়ান কাপকে সামনে রেখে বেশি বেশি ম্যাচ খেলায় জোর দিচ্ছে বাফুফে। পরিকল্পনা হলো মার্চের আগে পাঁচটি ফ্রেন্ডলি ম্যাচ খেলানো।

তাবিথ আউয়াল বললেন, ‘আমাদের জাতীয় দল যত বেশি ভালো মানের ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবে, তত বেশি এশিয়ান পর্যায়ে আমরা উপকৃত হব। তাই যাওয়ার আগে আমরা আরও কিছু ম্যাচ আয়োজন করার চেষ্টা করছি। ফিফা উইন্ডোর বাইরে অন্তত তিনটা ম্যাচ খেলতে চাইব।’

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টি-টোয়েন্টিতে তাসকিন-শামীম বাদ, সুযোগ পেলেন সাইফ উদ্দিন-মাহিদুল

আয়ারল‌্যান্ডের বিপক্ষে তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। টেস্ট ও ওয়ানডেতে এরই মধ‌্যে অভিষেক হয়েছে তার। এবার টি-টোয়েন্টির অপেক্ষা। 

তার সঙ্গে টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে সাইফ উদ্দিন দলের সঙ্গে ছিলেন না। দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারী।

আরো পড়ুন:

এখন অনেকেই বলছে, আমিও ১০০ টেস্ট খেলবো: নাজমুল

আয়ারল্যান্ডের তীব্র ব্যাটিং লড়াইকে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য বলছেন নাজমুল

শামীম পারফরম‌্যান্সের কারণেই বাদ পড়েছেন নিশ্চিতভাবে। তাসকিন এখন আবুধাবিতে টি-টেন লিগ খেলছেন। তার সঙ্গে আছেন সাইফ হাসান। দুজনকে ২৩ নভেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। তবে ৩০ বছর বয়সী তাসকিন পরর্তীতে আইএল টি-টেয়েন্টি লিগও খেলবেন। তার সঙ্গী হবেন মোস্তাফিজুর রহমান। দুজনকে ৩ ডিসেম্বর থেকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। 

টানা খেলার উপর থাকায় তাসকিনকে আয়ারল‌্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে রাখা হয়নি। মোস্তাফিজুর রহমান থাকবেন। বিপিএল শুরুর আগ পর্যন্ত দুজন আইএল টি-টোয়েন্টিতে খেলবেন।

চট্টগ্রামে তিন ম‌্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে ২৭ নভেম্বর। পরের দুইটি ম‌্যাচ যথাক্রমে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। প্রতিটি ম‌্যাচ শুরু হবে সন্ধ‌্যা ৬টায়।     

বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস, সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, শরিফুল ইসলাম ও সাইফ উদ্দিন। 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ