রাজশাহী-রংপুর: রহিমের ৬ উইকেট

রাজশাহীতে রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ১০ রানের লিড নেওয়া রাজশাহী দ্বিতীয় দিন শেষে ২২ রানে এগিয়ে গেছে। দ্বিতীয় দিনটা বিনা উইকেটে ১২ রান তুলে শেষ করেছে দলটি।

এর আগে বিনা উইকেটে ৩৭ রান নিয়ে দিন শুরু করা রংপুর প্রথম ইনিংসে ২৫৮ রানে অলআউট হয়। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্রই দ্বিতীয় ম্যাচ খেলা রাজশাহীর তরুণ পেসার আবদুর রহিম ৭২ রানে নিয়েছেন ৬ উইকেট। রংপুরের তিন ব্যাটসম্যানকে শূন্য রানে ফিরিয়েছেন রহিম। রংপুরের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেছেন ওপেনার আবদুল্লাহ আল মামুন।

চট্টগ্রাম-সিলেট: সাত বছর পর জায়েদের ৫ উইকেট

বগুড়ায় চট্টগ্রামের প্রথম ইনিংস ১১০ রানে গুটিয়ে দিয়ে ১৪৫ রানের লিড পায় সিলেট। দ্বিতীয় দিন শেষে সেটি বেড়ে হয়েছে ৩৩৮। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৯৩ রান তুলেছে সিলেট।

সাত বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ উইকেট পেয়েছেন আবু জায়েদ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ৬ উইক ট প রথম

এছাড়াও পড়ুন:

মরক্কো গেলেন আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ইন্টারপোলের ৯৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে মরক্কো রওনা হয়েছেন। 

রবিবার (২৩ নভেম্বর) সকালে তিনি মরক্কোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

ইন্টারপোলের সদস্যভুক্ত বিশ্বের ১৯৬ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে চার দিনব্যাপী এ সম্মেলন ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত হবে। 

আইজিপি সম্মেলনে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং ইনফরমেশন শেয়ারিং, যৌথ কার্যক্রম, সক্ষমতা উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণসহ ইত্যাদি বিষয়ে মত বিনিময় করবেন।

ইন্টারপোলের সাধারণ অধিবেশন বৈশ্বিক পরিসরে পুলিশি সহযোগিতার সর্ববৃহৎ আয়োজন। সম্মেলনে সন্ত্রাসবাদ প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, মানবপাচার, অর্গানাইজড ক্রাইম, সীমান্তপারের অপরাধ, পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সমন্বয়সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইন্টারপোলের বার্ষিক সম্মেলনে সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিগণ একত্রিত হয়ে সংস্থাটির নীতি, কার্যপদ্ধতি, বাজেট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে। এবারের সাধারণ অধিবেশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি, বহুপাক্ষিক সহযোগিতা এবং বৈশ্বিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

আইজিপির সম্মেলন শেষে আগামী ৩০ নভেম্বর দেশে ফেরার কথা জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।

ঢাকা/এমআর//

সম্পর্কিত নিবন্ধ