টি-টোয়েন্টিতে তাসকিন-শামীম বাদ, সুযোগ পেলেন সাইফ উদ্দিন-মাহিদুল
Published: 23rd, November 2025 GMT
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। টেস্ট ও ওয়ানডেতে এরই মধ্যে অভিষেক হয়েছে তার। এবার টি-টোয়েন্টির অপেক্ষা।
তার সঙ্গে টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে সাইফ উদ্দিন দলের সঙ্গে ছিলেন না। দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারী।
আরো পড়ুন:
এখন অনেকেই বলছে, আমিও ১০০ টেস্ট খেলবো: নাজমুল
আয়ারল্যান্ডের তীব্র ব্যাটিং লড়াইকে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য বলছেন নাজমুল
শামীম পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন নিশ্চিতভাবে। তাসকিন এখন আবুধাবিতে টি-টেন লিগ খেলছেন। তার সঙ্গে আছেন সাইফ হাসান। দুজনকে ২৩ নভেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। তবে ৩০ বছর বয়সী তাসকিন পরর্তীতে আইএল টি-টেয়েন্টি লিগও খেলবেন। তার সঙ্গী হবেন মোস্তাফিজুর রহমান। দুজনকে ৩ ডিসেম্বর থেকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।
টানা খেলার উপর থাকায় তাসকিনকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে রাখা হয়নি। মোস্তাফিজুর রহমান থাকবেন। বিপিএল শুরুর আগ পর্যন্ত দুজন আইএল টি-টোয়েন্টিতে খেলবেন।
চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে ২৭ নভেম্বর। পরের দুইটি ম্যাচ যথাক্রমে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস, সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, শরিফুল ইসলাম ও সাইফ উদ্দিন।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আইএল টি–টোয়েন্টিতে দল পেলেন মোস্তাফিজ
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্ট আইএল টি–টোয়েন্টিতে দল পেলেন মোস্তাফিজুর রহমান। আজ তাঁকে বদলি খেলোয়াড় হিসেবে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে দুবাই ক্যাপিটালস।
মোস্তাফিজকে যুক্ত করায় এবারের আইএল টি–টোয়েন্টিতে বাংলাদেশের খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল তিনজন। আগেই নিলাম থেকে সাকিব আল হাসানকে নিয়েছে মুম্বাই এমিরেটস, আর তাসকিন আহমেদকে শারজা ওয়ারিয়র্স।
২০২৩ সালে শুরু হওয়া আইএল টি–টোয়েন্টির চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী ২ ডিসেম্বর। এই আসর সামনে রেখে গত আগস্টেই মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে নেওয়ার কথা জানিয়েছিল দুবাই। দলটির মালিক ভারতের জিএমআর গ্রুপ, যাদের আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে সর্বশেষ আসরে খেলেছিলেন মোস্তাফিজ।
তবে গত ১ অক্টোবর নিলামের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দুবাই জানিয়েছিল, মোস্তাফিজ তাঁদের দলে থাকছেন না। বদলি হিসেবে ঘোষণা দিয়েছিল হায়দার আলীর নাম।
এখন প্রায় দুই মাস পর দুবাই নতুন পোস্টে জানাল, আইএল টি–টোয়েন্টির চতুর্থ আসরে বদলি হিসেবে খেলবেন মোস্তাফিজ। জিএম রিতেশের বদলি হিসেবে তাঁকে দেখানো হয়েছে।
এবারের আসর চলবে ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। তবে মোস্তাফিজের অংশগ্রহণ নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্রের ওপর। কারণ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা বিপিএলের দ্বাদশ আসর। একই সময়ে বিগ ব্যাশে খেলার জন্য বিসিবির অনাপত্তি পেয়েছেন রিশাদ হোসেন।
আরও পড়ুননিলামে দল পেলেন সাকিব, দ্বিগুণ দাম তাসকিনের০১ অক্টোবর ২০২৫