দেশে ভূমিকম্পজনিত সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ৪৮ ঘণ্টা গ্যাসক্ষেত্রে কূপ খনন ও ভূতাত্ত্বিক জরিপ কার্যক্রম বন্ধ থাকবে। কূপ খনন ও জরিপ সংক্রান্ত যন্ত্রপাতি, সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তা এবং সর্বসাধারণ তথা জননিরাপত্তা নিশ্চিত করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা। এতে বলা হয়, আজ সকাল থেকে আগামী মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কূপ খনন ও ভূতাত্ত্বিক জরিপ কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী মঙ্গলবার সকাল ৮টার পর আবার কূপ খনন ও জরিপ কার্যক্রম শুরু করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে শ্রীকাইল-৫, হবিগঞ্জ-৫, কৈলাশটিলা-১, বিয়ানীবাজার-২, সিলেট-১১, সিলেট-১০ এক্স ও রশিদপুর-১১ নম্বর কূপে অনুসন্ধান ও ওয়ার্কওভার কার্যক্রম চলছে। এ ছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁও-এ জরিপ কার্যক্রমও চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক প খনন ও

এছাড়াও পড়ুন:

টি-টোয়েন্টিতে তাসকিন-শামীম বাদ, সুযোগ পেলেন সাইফ উদ্দিন-মাহিদুল

আয়ারল‌্যান্ডের বিপক্ষে তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। টেস্ট ও ওয়ানডেতে এরই মধ‌্যে অভিষেক হয়েছে তার। এবার টি-টোয়েন্টির অপেক্ষা। 

তার সঙ্গে টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে সাইফ উদ্দিন দলের সঙ্গে ছিলেন না। দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারী।

আরো পড়ুন:

এখন অনেকেই বলছে, আমিও ১০০ টেস্ট খেলবো: নাজমুল

আয়ারল্যান্ডের তীব্র ব্যাটিং লড়াইকে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য বলছেন নাজমুল

শামীম পারফরম‌্যান্সের কারণেই বাদ পড়েছেন নিশ্চিতভাবে। তাসকিন এখন আবুধাবিতে টি-টেন লিগ খেলছেন। তার সঙ্গে আছেন সাইফ হাসান। দুজনকে ২৩ নভেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। তবে ৩০ বছর বয়সী তাসকিন পরর্তীতে আইএল টি-টেয়েন্টি লিগও খেলবেন। তার সঙ্গী হবেন মোস্তাফিজুর রহমান। দুজনকে ৩ ডিসেম্বর থেকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। 

টানা খেলার উপর থাকায় তাসকিনকে আয়ারল‌্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে রাখা হয়নি। মোস্তাফিজুর রহমান থাকবেন। বিপিএল শুরুর আগ পর্যন্ত দুজন আইএল টি-টোয়েন্টিতে খেলবেন।

চট্টগ্রামে তিন ম‌্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে ২৭ নভেম্বর। পরের দুইটি ম‌্যাচ যথাক্রমে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। প্রতিটি ম‌্যাচ শুরু হবে সন্ধ‌্যা ৬টায়।     

বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস, সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, শরিফুল ইসলাম ও সাইফ উদ্দিন। 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ