হেমন্তে খাগের কলমে লেখা কবিতা
Published: 23rd, November 2025 GMT
দুঃখের কুন্ত আগ্রাসনের সঙ্গে যখন আমি লড়ছিলাম একা
যখন চলছিলাম নানা রকম আগুন-জল সাঁতরে-উজিয়ে,
তুমি তখন আলগোছে পালিয়ে গিয়েছিলে প্রেম থেকে
হেমন্তের রম্য মাঠে অবশেষে খুঁজে পেলাম তোমাকে
যে তুমি হেমচোর, চুরি করে নিয়েছিলে সম্পর্কের সোনা
তোমার দু-হাত থেকে ছলকে পড়ে
সেই সোনা এখন
হেমন্তের শোভা দারুণ মাঠে মাঠে জ্বলছে
আমি কবি। খাগের কলম হাতে বাঞ্ছা করি—
আঁকব তোমার সব রকম মুখ ও চেহারা
লিখে রাখব তোমার-আমার স্পর্শ আর স্ফুলিঙ্গের কথা
দেখো, দেখো চোখা ডাল, ছোট্ট শাবল আর খুন্তি-হাতে
ধানকুড়ানির দল জড়ো হলো মাঠে
অথচ নিরভিমান আমার হাতে শুধু একটা খাগের কলম
ধানমাড়াই শেষে কৃত্তিকা ও আর্দ্রা নক্ষত্রের নিচে
যখন তুমি ঘুমিয়ে পড়বে, আমি তখন
তোমার শিয়রে বসে প্রেমের নৃমুণ্ডমালা আঁকব ধীরে ধীরে
খড়ের গাদার নিচে পড়ে থাকবে আমাদের সম্পর্কের সোনা
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টি-টোয়েন্টিতে তাসকিন-শামীম বাদ, সুযোগ পেলেন সাইফ উদ্দিন-মাহিদুল
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। টেস্ট ও ওয়ানডেতে এরই মধ্যে অভিষেক হয়েছে তার। এবার টি-টোয়েন্টির অপেক্ষা।
তার সঙ্গে টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে সাইফ উদ্দিন দলের সঙ্গে ছিলেন না। দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারী।
আরো পড়ুন:
এখন অনেকেই বলছে, আমিও ১০০ টেস্ট খেলবো: নাজমুল
আয়ারল্যান্ডের তীব্র ব্যাটিং লড়াইকে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য বলছেন নাজমুল
শামীম পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন নিশ্চিতভাবে। তাসকিন এখন আবুধাবিতে টি-টেন লিগ খেলছেন। তার সঙ্গে আছেন সাইফ হাসান। দুজনকে ২৩ নভেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। তবে ৩০ বছর বয়সী তাসকিন পরর্তীতে আইএল টি-টেয়েন্টি লিগও খেলবেন। তার সঙ্গী হবেন মোস্তাফিজুর রহমান। দুজনকে ৩ ডিসেম্বর থেকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।
টানা খেলার উপর থাকায় তাসকিনকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে রাখা হয়নি। মোস্তাফিজুর রহমান থাকবেন। বিপিএল শুরুর আগ পর্যন্ত দুজন আইএল টি-টোয়েন্টিতে খেলবেন।
চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে ২৭ নভেম্বর। পরের দুইটি ম্যাচ যথাক্রমে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস, সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, শরিফুল ইসলাম ও সাইফ উদ্দিন।
ঢাকা/ইয়াসিন/আমিনুল