বৈশ্বিক উদ্যোক্তা সপ্তাহের যে সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ
Published: 23rd, November 2025 GMT
প্রতিবছর দুই শতাধিক দেশে অনুষ্ঠিত হয় বৈশ্বিক উদ্যোক্তা সপ্তাহ বা জিইডব্লিউ। এ আয়োজন করা হয় উদ্যোক্তা সংস্থা গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইএন)–এর কর্মসূচির অংশ হিসেবে। এসব আয়োজনে নতুন ভাবনা ও উদ্ভাবনকে উৎসাহ দেওয়া হয়। বাংলাদেশে এই সপ্তাহ শুধু আয়োজন নয়; বরং একটি জাতীয় আন্দোলন হিসেবে দেখা যেতে পারে। এ পটভূমিতে দুটি বিষয় বিশ্লেষণ করে দেখা যাক। প্রথমত, বাংলাদেশের স্টার্টআপ ও উদ্যোক্তা সংস্কৃতি। দ্বিতীয়ত, বৈশ্বিক উদ্যোক্তা সপ্তাহে আমাদের অংশগ্রহণ ও গুরুত্ব।
বাংলাদেশের স্টার্টআপ ও উদ্যোক্তা সংস্কৃতিবাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম গত কয়েক বছরে উল্লেখযোগ্য গতি দেখিয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশে ১ হাজার ২ শতাধিক স্টার্টআপ সক্রিয় রয়েছে, যা সৃষ্টি করেছে ১৫ লাখের বেশি কর্মসংস্থান। এ স্টার্টআপের ফলে ২০২১-২২ সালে বাংলাদেশে প্রায় ৫০৪ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ এসেছে। গত বছরই উন্নয়নশীল স্টার্টআপ ইকোসিস্টেম সূচকে ৭৯তম অবস্থানে উঠে এসেছে দেশ। এর পেছনে রয়েছে কয়েকটি উল্লেখযোগ্য চালিকা শক্তি। প্রথমত, দেশের যুব জনসংখ্যা ও ডিজিটাল সংস্কৃতি। দ্বিতীয়ত, চালিকা শক্তি হচ্ছে সরকারি ও বেসরকারি সহায়তা। তৃতীয়ত, ফিনটেক, লজিস্টিকস, ই-কমার্স, এডটেকসহ বিভিন্ন সেক্টরে উদ্ভাবন।
উদ্ভাবন ও নেটওয়ার্কিংয়ের আন্তর্জাতিক প্ল্যাটফর্মপ্রতিবছরের নভেম্বরে অনুষ্ঠিত বৈশ্বিক উদ্যোক্তা সপ্তাহ এখন একটি আন্তর্জাতিক উদ্যোক্তা আন্দোলন। ওই সপ্তাহে উদ্যোক্তাদের উৎসাহিত করতে হাজার হাজার ওয়ার্কশপ, প্রতিযোগিতা, মেন্টরিং, স্টার্টআপ শোকেস পরিচালনা করা হয়। বাংলাদেশেও নানা শিক্ষাপ্রতিষ্ঠান, যুব সংগঠন, চেম্বার ও উন্নয়ন সংস্থা ব্যাপক কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশের জন্য বৈশ্বিক উদ্যোক্তা সপ্তাহর গুরুত্ব অনেক বেশি। এ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে উদ্যোক্তা মনোভাব গড়ে উঠছে। বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা শিক্ষা জনপ্রিয় হচ্ছে। একদিকে স্থানীয় উদ্যোগ আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে, বিনিয়োগ ও মেন্টরিংয়ের সুযোগ বাড়ছে। অন্যদিকে ‘বাংলাদেশ অনুপ্রেরণার দেশ’ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করছে।
প্রাসঙ্গিক বিশ্লেষণবাংলাদেশে উদ্যোক্তা আন্দোলনের যে নতুন জাগরণ, সেটি আরও শক্তিশালী হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কনসোর্টিয়াম, ইনোভেশন হাব ও টেকভিত্তিক শিক্ষার প্রসারের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইনকিউবেশন, আইটি স্কিল ট্রেনিং, বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ও মেন্টরিং প্রোগ্রাম দেশের স্টার্টআপ যাত্রাকে আরও শক্তিশালী করেছে।
এ ছাড়া দেশের তরুণদের মধ্যে এখন ‘নিজে কিছু করার’ মানসিকতা অনেক বেশি, যা ফ্রিল্যান্সিং, ডিজিটাল ট্রেড, ই-কমার্স, এডটেক, হেলথটেক ও অ্যাগ্রিটেক খাতে স্পষ্টভাবে দেখা যায়। গ্রামীণ পর্যায়ে নারীদের অংশগ্রহণেও নতুন ইতিহাস তৈরি হচ্ছে। অনেক নারী ক্ষুদ্র উদ্যোগ থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের ব্যবসাকে বড় করে তুলছেন।
বৈশ্বিক উদ্যোক্তা সপ্তাহ বাংলাদেশের জন্য শুধু একটি আয়োজন নয়, এটি নীতি, প্রস্তুতি ও সম্ভাবনার মানচিত্র। বৈশ্বিক উদ্যোক্তা সপ্তাহ কেন্দ্র করে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করেছেন। একই সঙ্গে সরকারি নীতিনির্ধারকেরা ‘স্টার্টআপ সহায়ক ইকোসিস্টেম’ তৈরি করতে নতুন নতুন পরিকল্পনা হাতে নিচ্ছেন। যার মধ্যে রয়েছে সিঙ্গেল উইন্ডো পলিসি, স্টার্টআপ ভিসা, উদ্যোক্তা করছাড় ইত্যাদি।
বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়নের মূল চালিকা শক্তি এখন আর শুধু শহরভিত্তিক নয়; বরং প্রান্তিক পর্যায়ের তরুণদের মধ্যেও উদ্ভাবনী মনোভাব দ্রুত ছড়িয়ে পড়ছে। সম্প্রতি দেখা গেছে, কৃষিপ্রযুক্তি, স্মার্ট সাপ্লাই চেইন, নবায়নযোগ্য শক্তি, গ্রামীণ হস্তশিল্পের ডিজিটাল রূপান্তরসহ বহু স্থানীয় উদ্ভাবন আন্তর্জাতিক বাজারে নজর কাড়ছে। জিইএন বাংলাদেশ এ পরিবর্তনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে আঞ্চলিক কমিউনিটি চ্যাপটার, স্কুল-কলেজ উদ্যোক্তা ক্লাব এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা প্ল্যাটফর্ম গড়ে তুলছে।
এসব উদ্যোগ শুধু স্টার্টআপ তৈরির সংখ্যা নয়; বরং একটি জ্ঞানভিত্তিক, আধুনিক ও আত্মনির্ভর অর্থনৈতিক কাঠামো তৈরিতে সহায়ক। এদিকে বিদেশফেরত তরুণদের অভিজ্ঞতাও এআই, ব্লকচেইন, রোবোটিকস ও ক্লাউড স্কিল স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও গতিশীল করে তুলছে। এ সমন্বিত অগ্রযাত্রাই বাংলাদেশের উদ্যোক্তা খাতকে আগামী দশকে একটি ট্রিলিয়ন ডলার সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে।
আমাদের করণীয়উদ্যোক্তা সংস্কৃতি ও বৈশ্বিক উদ্যোক্তা সপ্তাহর এ সুযোগ কাজে লাগাতে আমরা কয়েকটি সুপারিশ নিয়ে ভাবতে পারি। যেমন শিক্ষাপ্রতিষ্ঠানে তরুণদের উদ্যোক্তা শিক্ষা দেওয়া। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোক্তা নেটওয়ার্কের সঙ্গে সংযোগ বাড়ানো। বৈশ্বিক উদ্যোক্তা সপ্তাহর মতো আন্দোলনকে শুধু ধামাকা আয়োজন নয়; বরং সিস্টেম হিসেবে গড়ে তোলা, যা মেন্টরিং প্ল্যাটফর্ম, ইনকিউবেশন সেন্টার, স্টার্টআপ ক্যাম্পাসগুলোকে নিয়মিতভাবে সহযোগিতা করবে।
বাংলাদেশে উদ্যোক্তা ও স্টার্টআপ সংস্কৃতি ইতিমধ্যে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আর বৈশ্বিক উদ্যোক্তা সপ্তাহর মতো আন্তর্জাতিক আয়োজন তরুণদের জন্য মূলত ভাগ্য বদলের সুযোগ এনে দেয়। ‘টুগেদার উই বিল্ড’ স্লোগান শুধুই শব্দ নয়, এটি একটি প্রয়াস, এটি একটি সংকল্প। আসুন, আমরা মিলেমিশে কাজ করি, নতুন উদ্ভাবন গড়ি, জাতিকে গড়ি। যেখানে স্টার্টআপ শুধু ব্যবসা নয়, সামাজিক পরিবর্তনের এক শক্তি।
ড.
মো. সবুর খান চেয়ারম্যান, গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশ
*মতামত লেখকের নিজস্ব
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ ব ক উদ য ক ত প ল য টফর ম ন টওয় র ক স ট র টআপ র জন য
এছাড়াও পড়ুন:
রাউজানে এবার গোয়াল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১
চট্টগ্রামের রাউজানে গোয়ালঘর থেকে দেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার পৌর এলাকার সুলতানপুর সরকারপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার হয়। আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আবু সাইদ (৩৭)। তাঁর বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। পুলিশ জানায়, সাইদ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। রাউজান থানায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাউজান-রাঙ্গুনিয়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়াত হোসেন।
পুলিশ জানায়, রাউজান থানার উপপরিদর্শক মো. কাউছার হামিদ এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে প্রথমে আবু সাইদের থেকে ৫টি পিস্তলের গুলি এবং ২০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে গোয়ালঘর থেকে একটি দেশি বন্দুক ও চারটি শটগানের গুলি উদ্ধার করা হয়। এর আগেও তাঁর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল।
জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গ্রেপ্তার আবু সাইদ দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসাসহ নানা অপরাধে জড়িত ছিলেন। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ৭ নভেম্বর একই উপজেলার চৌধুরীহাট বাজারসংলগ্ন আইয়ুব আলী সওদাগরের বাড়ির পেছনের পুকুর সেচে একটি চায়নিজ রাইফেল, একটি শটগান ও সাতটি গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার হওয়া এসব অস্ত্র-গুলি গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুট হয়েছিল।
এরপর ১৭ নভেম্বর একই উপজেলা থেকে বিদেশি পিস্তল, ৪টি এলজি, ১টি রাইফেল, ১১টি গুলিসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে বিদেশি পিস্তল, রাইফেল এবং আটটি গুলি উদ্ধার করা হয়েছে পুকুর সেচে।