বৃহস্পতিবার নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ৪৫মিনিটে মেরা পিকের চূড়ায় পৌঁছান ইমতিয়াজ ও শাহনাজ। এর আগে বুধবার রাত আড়াইটার দিকে মেরা হাইক্যাম্প থেকে তারা চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। অভিযানে নেতৃত্ব দেন তাশি গ্যালজেন শেরপা।

ইমতিয়াজ ইলাহি সাবেক সেনা কর্মকর্তা এবং ডা. শাহানাজ আক্তার পেশায় দন্ত চিকিৎসক। 

অভিযান নিয়ে শাহনাজ বলেন, ‘‘পর্বতে প্রথম সাফল্য পেলাম, খুবই আনন্দিত। এবারই ৬ হাজার মিটার উচ্চতার কোনো পর্বতের চূড়ায় পা রেখেছি। কিন্তু এখানে থামতে চাই না। লাল-সবুজের প্রতিনিধি হয়ে আরো রেকর্ডের সাক্ষী হতে চাই।

এর আগে গত ১৯ অক্টোবর নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সদস্য শামীম সাব্বির ও ডা.

শাহনাজ আক্তার। উদ্দেশ্য ছিল সলোখুম্বু অঞ্চলের ৬ হাজার ১১৯ মিটার উচ্চতার লবুচে পর্বত অভিযানের। কিন্তু বৈরি আবহাওয়ায় সামিট ছাড়াই ফিরে আসতে হয় তাদের। 

শামীম ঢাকা ফিরলেও নেপালেই অবস্থান করেন শাহনাজ। কয়েকদিন কাঠমান্ডুতে বিশ্রাম করে নতুন একটি অভিযানে অংশ নেন তিনি। যেখানে তার সঙ্গী হিসেবে ছিলেন ইমতিয়াজ ইলাহি ও হোমায়েদ ইশতিয়াক মুন। 
অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। এটি ক্লাবের ৪৪তম অভিযান।

ঢাকা/তারা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইমত য় জ শ হন জ

এছাড়াও পড়ুন:

ঘনিষ্ঠ দৃশ্যে নগ্ন মোহনলাল, শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মীরা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মীরা বাসুদেবন। কয়েক দিন আগে তৃতীয় সংসার ভাঙার ঘোষণা দিয়ে আলোচনায় রয়েছেন। ২০০৫ সালে মালায়ালাম ভাষার ‘থানমাথরা’ চলচ্চিত্রে মোহনলালের বিপরীতে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন মীরা।

‘থানমাথরা’ চলচ্চিত্রে রামেসান নাইয়ের ও লেখা চরিত্র রূপায়ন করেন মোহনলাল ও মীরা। সিনেমার গল্পে তারা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন। আর এ চরিত্র রূপায়ন করতে গিয়ে একটি দৃশ্যে মোহনলালকে নগ্ন হতে হয়েছিল। এ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন মীরা। 

আরো পড়ুন:

আলিয়া-কাজল-রাশমিকাকে টপকে শীর্ষে সামান্থা

৬ দিনে অজয়-রাকুলের সিনেমা কত টাকা আয় করেছে?

অমৃতা টিভির রেড কার্পেট চ্যাট শোয়ে মীরা বলেছিলেন, “আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম—‘এই দৃশ্যটা কেন দরকার? এর উদ্দেশ্য কী?’ তিনি বলেছিলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। সিনেমার একেবারে শুরু থেকেই এই দুই চরিত্রকে খুব ঘনিষ্ঠ হিসেবে দেখানো হয়েছে। অন্তরঙ্গ একটি পরিবারও বটে। স্বামী–স্ত্রী সবসময় খুব কাছাকাছি থাকে, খুব টাচি–ফিলি। আর এই দৃশ্যটিতে দেখা যায়, হঠাৎ মনোযোগ হারান তিনি। স্ত্রীকে ফেলে টিকটিকি খুঁজতে যান। এই ব্যাপারটি তাকে (স্ত্রীকে) ভেঙে দেয়। তখন সে বুঝতে পারে তার স্বামীর মাঝে কোনো একটা সমস্যা আছে।” 

দৃশ্যটির শট দেওয়া মোহনলাল ও মীরার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল। মোহনলাল এ নিয়ে মীরার কাছে ক্ষমাও চেয়েছিলেন। তা জানিয়ে মীরা বলেন, “মোহনলাল স্যারের জন্য এটা আরো বেশি কঠিন ছিল। কারণ তাকে দৃশ্যটিতে সম্পূর্ণ নগ্ন হতে হয়েছিল। তার জন্য এটা বেশি চ্যালেঞ্জিং ছিল। স্যারকে নিয়ে যেমন ভাবতে হয়েছিল, তেমনই নিজেকে নিয়েও ভাবতে হয়েছিল। তাছাড়া আমার সততা, আমার সম্মান নিয়ে ভাবতে হচ্ছিল। তিনি খুবই পেশাদার একজন মানুষ। শট নেওয়ার আগে মোহনলাল স্যার এসে আমার কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন, ‘আমি খুব দুঃখিত। আমি যদি কোনোভাবে আপনাকে লজ্জায় ফেলি, তার জন্য দুঃখিত।” 

পরের ঘটনা বর্ণনা করে মীরা বলেন, “শুটিংয়ের আগে তিনি একটি পেটিকোট পরে ছিলেন এবং দৃশ্যের ঠিক আগ মুহূর্তে তা খুলে ফেলেন। আমি ব্লেসি স্যারকে অনুরোধ করেছিলাম যেন, খুব ছোট একটা দল নিয়ে এই শুটটি করা হয়। তারাও সেই সম্মান করেছে। আমরা সবাই মিলে দৃশ্যটি খুব আন্তরিকতা আর সততা দিয়ে করেছি।” 

ব্লেসি পরিচালিত ‘থানমাথরা’ চলচ্চিত্র মুক্তির পর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। তাছাড়া একাধিক কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডও জিতে নেয়, যার মধ্যে ছিল সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালক। এই সিনেমার জন্য মোহনলাল পঞ্চমবারের মতো সেরা অভিনেতা বিভাগে রাজ্য পুরস্কারও অর্জন করেন। 

২০০৩ সালে তেলেগু ভাষার ‘গোলমাল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মীরা বাসুদেবন। একই বছর বলিউডে অভিষেক ঘটে তার। একই বছরে তামিল ভাষার ‘আন্নি সরনাদান্দেন’ সিনেমায় অভিনয় করেন মীরা। এ সিনেমার মাধ্যমে নজর কাড়েন এই অভিনেত্রী। কেবল তাই নয়, ‘তামিল নাড়ু স্টেট ফিল্ম স্পেশাল অ্যাওয়ার্ড’ লাভ করেন মীরা।  

তবে মীরা বাসুদেবন প্রথম বড় পরিসরে প্রশংসা কুড়ান মোহনলালের বিপরীতে মালায়ালাম ভাষার ‘থানমাথরা’ চলচ্চিত্রে অভিনয় করে। এরপর ‘ওরুভান’, ‘একান্তম’, ‘কাক্কি’, ‘পাচমারাথানালিল’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। পরবর্তীতে ‘দেবী’, ‘পেন’, ‘পানালপুভু’ প্রভৃতি টিভি ধারাবাহিক অভিনয় করেও ঘরে ঘরে পরিচিতি লাভ করেন মীরা। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ