‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন
Published: 20th, November 2025 GMT
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামের নতুন একটি উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়নের শতাধিক বাসিন্দা অংশ নেন। এ সময় তাঁরা ‘সবাই মিলে ঐক্য গড়ি, নতুন উপজেলার দাবি আদায় করি’ ও ‘ছয় ইউনিয়নের এক চাওয়া, যমুনা হবে নতুন উপজেলা’ প্রভৃতি স্লোগান দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১৫ কিলোমিটার নদী পাড়ি দিয়ে উপজেলা সদরে প্রশাসনিক কাজ করতে হয়। এতে অনেক সময় নষ্ট হয় ও হয়রানির শিকার হতে হয়। তাই নতুন উপজেলা গঠনের বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল কাদেরের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহসভাপতি নাজমুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহীনুর আলম, জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।
সাইদুর রহমান দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, যমুনা নদীর পূর্ব পারে বিচ্ছিন্ন চরাঞ্চলে প্রায় দুই লাখ মানুষের বসবাস। কিন্তু উপজেলা সদরের সঙ্গে যোগাযোগব্যবস্থার দুরবস্থার কারণে তাঁরা শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন-সুবিধা থেকে পিছিয়ে আছেন। বিচ্ছিন্ন এসব ইউনিয়ন নিয়ে নতুন করে যমুনা নামের উপজেলা গঠিত হলে এ বৈষম্য দূর হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা নদীর ওপারে থাকা এসব চরাঞ্চল চিরতরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে দুই লাখেরও বেশি মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। নতুন উপজেলা গঠনের মাধ্যমে এ বৈষম্য দূর হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গঠন র
এছাড়াও পড়ুন:
মানববন্ধনে অংশগ্রহকারীরা স্বেচ্ছাসেবক দলের নয়, গিয়াসের লোক : রিপন
বিএনপির দলীয় মনোনয়ন প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ডাচ্ বাংলা ব্যাংকের সামনে মানববন্ধন করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি গিয়াস উদ্দিনের অনুসারীরা।
মানববন্ধনে একাধিক ব্যাানার নিয়ে বিভিন্ন অংঙ্গ সংগঠনের পরিচয়ে নেতাকর্মীরা অংশগ্রহন করেন তবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেনি সেচ্ছাসেবকদল, ওই কর্মসূচিতে ব্যানার নিয়ে দাড়িয়ে থাকা লোকজন সেচ্ছাসেবক দলের কেউ না বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন সরকার জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাহেবের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত নেতার অনুসারীরা।
আজকে যারা থানা স্বেচ্ছাসেবক দলের নামে ব্যানার করে মানববন্ধন করেছেন তাদের সাথে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের কোন সম্পর্ক নেই। উক্ত মানববন্ধনে আমাদের থানা স্বেচ্ছাসেবক দলের কোন নেতা কর্মী উপস্থিত ছিলনা। তারা সাবেক এমপি গিয়াসউদ্দিনের লোক, স্বেচ্ছাসেবকদলের কেউ না।
আরো পড়ুন
সিদ্ধিরগঞ্জে মান্নানের মনোনয়ন বাতিলের কর্মসূচিতে জাসাসের অংশগ্রহণ
ফতুল্লায় নাশকতার চেষ্টায় সক্রিয় হচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা
বন্দরে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ
বন্দরে আওয়ামীলীগ নেতা কবির হোসেন গ্রেপ্তার
বন্দরে সড়ক দূর্ঘটনায় অটো চালক নিহত
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জিয়াউল গ্রেপ্তার
বন্দরে বখাটেদের হাতুড়ি পেটায় একই পরিবারের ৩জনসহ আহত ৪
বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে তালাকপ্রাপ্তা নারীকে ধর্ষণ
২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ
নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)
ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪
ইমেইল : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম