ফেনী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা সমমূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ও বৃহস্পতিবার ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) আওতাধীন ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, চকলেট, মদ, গরুসহ মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা।

আরো পড়ুন:

ফেনীতে বন্যায় ঘরহারা ৯৫ শতাংশ পরিবার এখনো পুনর্বাসন বঞ্চিত

বৃষ্টি নেই, তবুও ফের পানিতে ডুবছে ফেনী

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‍“সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ পণ্য শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।”

ঢাকা/সাহাব/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জব দ

এছাড়াও পড়ুন:

‘তারেক রহমান যত দিন আছেন, দেশ পথ হারাবে না’

কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন, ‘‘তারেক রহমান যত দিন আছেন, দেশ পথ হারাবে না।’’

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ সব বলেন।

আরো পড়ুন:

টাঙ্গাইলে বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে মিছিল

নারীদের নিরাপত্তায় ৫ অগ্রাধিকারমূলক পদক্ষেপ নেবে বিএনপি: তারেক

মনিরুল হক বলেন, ‘‘আমাকে কুমিল্লা গড়ার জন্য একটিবার সুযোগ দিন, আমি আপনাদের হতাশ করব না। আপনাদের কাছ থেকে একটা ভোট ছাড়া আর কিছু চাই না।’’

তিনি বলেন, ‘‘এই কুমিল্লায় ১৫ বছরে ফ্যাসিস্ট আমলে কোনো উন্নয়ন হয়নি। সিটি করপোরেশন, জেলা পরিষদ কোথাও স্থানীয় নিয়োগ হয়নি, তাহলে উন্নতি হবে কীভাবে?’’

সভায় মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী প্রমুখ।
 

ঢাকা/রুবেল/বকুল 

সম্পর্কিত নিবন্ধ