তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মহানগর বিএনপির দোয়া মাহফিল
Published: 20th, November 2025 GMT
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জম্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল বাদ আছর শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন নগর ব এনপ র ন ব এনপ র স র সদস য আহম দ রহম ন
এছাড়াও পড়ুন:
মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে সিদ্ধিরগঞ্জে মশাল মিছিল
বিএনপি ও দলের নেতাকর্মীদের চাঁদাবাজ আখ্যা দেয়ার অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে এবার মশাল মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা।
বুধবার (১৯ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই মশাল মিছিল করেন।
তাদের অভিযোগ, মান্নানের এই বিতর্কিত মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুন্ন সহ সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সবাই দাবি করছেন দলের জন্য ক্ষতিকারক এই ব্যক্তির প্রার্থীতা বাতিল করে মনোনয়নপ্রত্যাশী অন্যান্য নেতৃবৃন্দের মধ্য থেকে সুশিক্ষিত ও যোগ্য ব্যক্তিকে যেনো মনোনয়ন দেয়া হয়।
তাই দলের ভাবমূর্তি রক্ষায় আজহারুল ইসলাম মান্নানের প্রার্থিতা বাতিল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান তারা।
এসময় মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক, থানা জাসাস সদস্য সচিব আকাশ প্রধান, থানা জাসাস যুগ্ম আহবায়ক নাইম হোসেন, থানা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক সজল,থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাজ্জাদ হোসেন, থানা ছাত্রদলের সাবেক সদস্য ফাহিম চৌধুরি,থানা কৃষকদল নেতা সুজন, সুহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৮ নভেম্বর দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির নেতা কর্মীদের চাঁদাবাজ হিসেবে আখ্যা দিয়ে বিদ্রুপ করেছেন।
পরে মান্নানের সেই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়।