ছবি: সংগৃহীত

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চকরিয়ায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই আসামি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া আসামি সাজ্জাদ হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোরে কক্সবাজারের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। সাজ্জাদ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড় এলাকার কামাল হোসেনের ছেলে।

চকরিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মালুমঘাট বাজার এলাকা থেকে একটি মামলায় সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেন উপপরিদর্শক (এসআই) সঞ্জীব পাল। গ্রেপ্তারের পর সাজ্জাদকে সিএনজিচালিত অটোরিকশায় তোলার সময় তাঁর স্বজনেরা অতর্কিতে পুলিশের ওপর হামলা চালান। এ সময় তাঁরা সাজ্জাদকে ছিনিয়ে নেন। এ ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে সাজ্জাদসহ ছয়জনের নাম উল্লেখ ও আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে একটি মামলা করেন। পরে সোমবার দুপুরে এসআই সঞ্জীব পালকে প্রত্যাহার করে কক্সবাজার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। জানতে চাইলে তিনি বলেন, ‘কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাঁকে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁকে গ্রহণ করতে চকরিয়া থানা থেকে কক্সবাজার গিয়েছেন। তাঁকে চকরিয়ায় আনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।

সম্পর্কিত নিবন্ধ