ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে মধুর ক্যান্টিন পর্যন্ত সড়কটি গত কয়েকবছর থেকে বেহাল অবস্থায় পড়ে আছে। মঙ্গলবার দুপুরে রাস্তাটি অবিলম্বে মেরামতের দাবিতে কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে বলা হয়, পুরো রাস্তাটি খানাখন্দে ভরা। বর্ষা মৌসুমে এই রাস্তাটি ব্যবহার অযোগ্য এবং ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এ ছাড়া প্রতিনিয়ত এ সড়কে বিজয় একাত্তর হল, কবি জসীমউদ্দীন হল, শেখ মুজিবুর রহমান হল, মাস্টার দা সূর্যসেন হল, আইবিএ, ব্যবসায় শিক্ষা অনুষদ, কলা অনুষদের হাজারো শিক্ষার্থী চলাচলে ভোগান্তির শিকার হন।

তারা দাবি জানান, উল্লেখিত রাস্তা দ্রুত মেরামতের পদক্ষেপ নিতে হবে। বৃষ্টির মৌসুম শুরু হওয়ার আগেই কাজ শেষ করার যথাযথ পদক্ষেপ নিতে হবে। সড়ক মেরামতের কাজে টেকসই ও মানসম্মত উপকরণ ব্যবহার করতে হবে, যেন বারবার মেরামতের প্রয়োজন না হয়। এতে পানি নিষ্কাশনের যথার্থ ব্যবস্থা রাখতে হবে।

স্মারকলিপি প্রদানকারী শিক্ষার্থীদের মধ্যে আছেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র আব্দুল কাদের, অর্থনীতি বিভাগের নাহিয়ান ফারুক, আরবি বিভাগের আবু সাঈদ, সুলতানা, সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য ও লিমন হাসান প্রমুখ।

আব্দুল কাদের বলেন, রাস্তার বেহাল দশার দরুণ শিক্ষার্থীদের যাতায়াতে নানারকম ভোগান্তির শিকার হতে হয়। শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে রাস্তা মেরামতের জন্য আমরা কোষাধ্যক্ষ স্যারের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক স ম রকল প

এছাড়াও পড়ুন:

নেত্রকোনায় নৌকার ইঞ্জিনের সঙ্গে পরনের লুঙ্গি পেঁচিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় একটি মালবাহী নৌকার ইঞ্জিনে পরনের লুঙ্গি পেঁচিয়ে হানিফ মিয়া (৩৬) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

হানিফ মিয়া পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার পাঠানপাড়া গ্রামের আবদুর সোবহানের ছেলে।

নৌ পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, মাসখানেক আগে কিশোরগঞ্জের ইটনা এলাকার এক ব্যক্তির কাছ থেকে ইঞ্জিনচালিত নৌকাটি ছয় মাসের জন্য ভাড়া নেন হানিফ মিয়া। এরপর তিনি ওই নৌকা দিয়ে বিভিন্ন স্থানে মালামাল পরিবহন করতেন।

আজ সকালে রসুলপুর ফেরিঘাটে নৌকাটি নোঙর করে কিছুক্ষণ বিরতি নেন হানিফ ও তাঁর এক সহযোগী। তাঁরা সকাল সাতটার দিকে রসুলপুর ফেরিঘাট থেকে নৌকায় বাঁশবোঝাই করে ধনু নদ দিয়ে তাহিরপুরের দিকে রওনা হন। নৌকাটি চালু করা সময় হানিফ ইঞ্জিনের কাছাকাছি ছিলেন। একপর্যায়ে ইঞ্জিনের পাখার সঙ্গে তাঁর পরনের লুঙ্গিটি প্যাঁচ লেগে যায়। এতে আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে খালিয়াজুরির লেপসিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লেপসিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎজ্যোতি চৌধুরী বলেন, অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির মরদেহ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেছেন। পরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি গ্রহণের আবেদন করেছেন স্বজনেরা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ