মাঠের বাইরে নানা অপ্রীতিকর ঘটনায় দুর্বার রাজশাহী টক অব বিপিএল। মাঠের ভেতরে সেসবকে পাশ কাটিয়ে রাজশাহী তাদের ‘দুর্বার’ নামের প্রতি সুবিচার করলো। টেবিল টপার রংপুরকে তারা চট্টগ্রামে হারিয়ে অঘটন ঘটিয়েছিল। আট ম্যাচ পর প্রথম হারের তিক্ত স্বাদ পায় তারা। মুখোমুখি দ্বিতীয় দেখায় ঢাকায় ফিরেও রংপুরের বিপক্ষে জয় ছিনিয়ে নিলো পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি।
রোমাঞ্চ ছড়ানো ম্যাচে রংপুরকে ২ রানে হারিয়ে এগার ম্যাচে পঞ্চম জয় তুলে প্লে’অফের লড়াইয়ে রাজশাহী। দশ ম্যাচে আট জয়ে রংপুর এখনো টেবিলের শীর্ষে।
লো স্কোরিং ম্যাচে বেশ উত্তেজনা ছড়িয়েছিল। আগে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৯ উইকেটে ১১৯ রান করে। জবাবে ইনিংসের শেষ বলের আগের বল পর্যন্ত লড়াইয়ে ছিল রংপুর। শেষ পর্যন্ত ২ রানের আক্ষেপে পুড়ে কাজী নুরুল হাসান সোহানের দল।
আরো পড়ুন:
টাকা নিয়ে বাইক দিয়ে রাজশাহীর বিদেশিদের আনার চেষ্টা, ‘দরজা খোলেননি’ কেউই
বিপিএল: খেলার চেয়ে ‘ধুলা’ বেশি
জয়ের জন্য শেষ ওভারে ২৫ রান লাগত রংপুরের। বোলার ছিলেন জিসান আলম। ব্যাটিংয়ে সাইফউদ্দিন। প্রথম দুই বল মিড অন ও মিড অফ দিয়ে উড়িয়ে ছক্কা হাঁকান বাঁহাতি ব্যাটসম্যান। সমীকরণ তখন নেমে আসে ৪ বলে ১৩ রান।
জোড়া ছক্কা হজম করা জিসান স্নায়ু স্থির রেখে পরের দুই বল ডট করেন। এবার পাশার দান পাল্টে সাইফউদ্দিনের ওপর চাপ। শেষ দুই বলে দুই ছক্কা ছাড়া গতি নেই। পঞ্চম বলটি জিসান ওয়াইড ইয়ার্কার করেন। সাইফউদ্দিন ব্যাট পেতে তা পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠান। কিন্তু ৪ রানের বেশি পাননি। ম্যাচের ভাগ্য তাতেই লিখা হয়ে যায়। শেষ বলে আবার ছক্কা হাঁকালেও প্রবল আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
এই ম্যাচটি কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই খেলেছে রাজশাহী। পারিশ্রমিক জটিলতায় তাদের বিদেশি ক্রিকেটার মাঠে আসেননি। ফলে এগার স্থানীয় ক্রিকেটার নিয়ে মাঠে নামতে হয় বিপিএলের নবাগত দলটিকে। মাঠের বাইরের ইস্যুকে পাশ কাটিয়ে দেশীয় শক্তির প্রদর্শনে ম্যাচটা শেষ পর্যন্ত জিতে নিয়েছে তারা।
বিস্তারিত আসছে…
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টি–টোয়েন্টি দলে নাঈমের সঙ্গে ডাক পেলেন সাইফউদ্দিন
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের স্কোয়াডে আছেন ওপেনার মোহাম্মদ নাঈম ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে শেষবার টি–টোয়েন্টিতে মাঠে নামা নাঈম আছেন ওয়ানডে সিরিজের দলেও। গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের শেষ টি–টোয়েন্টি খেলেছেন সাইফউদ্দিন।
বাংলাদেশের টি–টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
বিস্তারিত আসছে...