Risingbd:
2025-10-18@04:15:38 GMT

দেশীয় শক্তিতে দুর্বার রাজশাহী

Published: 26th, January 2025 GMT

দেশীয় শক্তিতে দুর্বার রাজশাহী

মাঠের বাইরে নানা অপ্রীতিকর ঘটনায় দুর্বার রাজশাহী টক অব বিপিএল। মাঠের ভেতরে সেসবকে পাশ কাটিয়ে রাজশাহী তাদের ‘দুর্বার’ নামের প্রতি সুবিচার করলো। টেবিল টপার রংপুরকে তারা চট্টগ্রামে হারিয়ে অঘটন ঘটিয়েছিল। আট ম্যাচ পর প্রথম হারের তিক্ত স্বাদ পায় তারা। মুখোমুখি দ্বিতীয় দেখায় ঢাকায় ফিরেও রংপুরের বিপক্ষে জয় ছিনিয়ে নিলো পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি।

রোমাঞ্চ ছড়ানো ম্যাচে রংপুরকে ২ রানে হারিয়ে এগার ম্যাচে পঞ্চম জয় তুলে প্লে’অফের লড়াইয়ে রাজশাহী। দশ ম্যাচে আট জয়ে রংপুর এখনো টেবিলের শীর্ষে।

লো স্কোরিং ম্যাচে বেশ উত্তেজনা ছড়িয়েছিল। আগে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৯ উইকেটে ১১৯ রান করে। জবাবে ইনিংসের শেষ বলের আগের বল পর্যন্ত লড়াইয়ে ছিল রংপুর। শেষ পর্যন্ত ২ রানের আক্ষেপে পুড়ে কাজী নুরুল হাসান সোহানের দল।

আরো পড়ুন:

টাকা নিয়ে বাইক দিয়ে রাজশাহীর বিদেশিদের আনার চেষ্টা, ‘দরজা খোলেননি’ কেউই

বিপিএল: খেলার চেয়ে ‘ধুলা’ বেশি

জয়ের জন্য শেষ ওভারে ২৫ রান লাগত রংপুরের। বোলার ছিলেন জিসান আলম। ব্যাটিংয়ে সাইফউদ্দিন। প্রথম দুই বল মিড অন ও মিড অফ দিয়ে উড়িয়ে ছক্কা হাঁকান বাঁহাতি ব্যাটসম্যান। সমীকরণ তখন নেমে আসে ৪ বলে ১৩ রান।

জোড়া ছক্কা হজম করা জিসান স্নায়ু স্থির রেখে পরের দুই বল ডট করেন। এবার পাশার দান পাল্টে সাইফউদ্দিনের ওপর চাপ। শেষ দুই বলে দুই ছক্কা ছাড়া গতি নেই। পঞ্চম বলটি জিসান ওয়াইড ইয়ার্কার করেন। সাইফউদ্দিন ব্যাট পেতে তা পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠান। কিন্তু ৪ রানের বেশি পাননি। ম্যাচের ভাগ্য তাতেই লিখা হয়ে যায়। শেষ বলে আবার ছক্কা হাঁকালেও প্রবল আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

এই ম্যাচটি কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই খেলেছে রাজশাহী। পারিশ্রমিক জটিলতায় তাদের বিদেশি ক্রিকেটার মাঠে আসেননি। ফলে এগার স্থানীয় ক্রিকেটার নিয়ে মাঠে নামতে হয় বিপিএলের নবাগত দলটিকে। মাঠের বাইরের ইস্যুকে পাশ কাটিয়ে দেশীয় শক্তির প্রদর্শনে ম্যাচটা শেষ পর্যন্ত জিতে নিয়েছে তারা।

বিস্তারিত আসছে…

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল

এছাড়াও পড়ুন:

নিকাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস

পর্তুগালে অধিকাংশ উন্মুক্ত স্থান বা জনসমক্ষে ‘লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে’ নিকাব পরা নিষিদ্ধ করতে পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। অতি দক্ষিণপন্থী চেগা পার্টি এ বিল উত্থাপন করেছিল। মূলত মুসলিম নারীদের বোরকা ও নিকাবের ব্যবহার লক্ষ্য করে বিলটি পার্লামেন্টে তোলা হয়েছিল।

গতকাল শুক্রবার পাস হওয়া বিলটিতে জনসমক্ষে নিকাব পরার জন্য ২০০ থেকে ৪ হাজার ইউরো জরিমানা করার প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে কাউকে তা পরতে বাধ্য করলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে উড়োজাহাজ, কূটনৈতিক প্রাঙ্গণ ও উপাসনালয়ে নিকাব পরা যাবে।

পর্তুগালের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সাংবিধানিক বিষয়–সম্পর্কিত আইন পর্যালোচনার দায়িত্বে থাকা সংসদীয় কমিটিতে এখন বিলটি নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুনমিসরে বৈষম্যের শিকার হিজাব পরা নারীরা২৭ আগস্ট ২০২২

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা বিলটিতে ভোটো দিতে পারেন কিংবা আরও যাচাই-বাছাইয়ের জন্য সাংবিধানিক আদালতে পাঠাতে পারেন।

তবে বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হলে পর্তুগালও ইউরোপের সেসব দেশের তালিকায় নাম লেখাবে, যারা জনসমক্ষে নিকাব পরার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে উন্মুক্ত স্থানে নিকাব পরা আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হলে পর্তুগালও ইউরোপের সেসব দেশের তালিকায় নাম লেখাবে, যারা জনসমক্ষে নিকাব পরার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে উন্মুক্ত স্থানে নিকাব পরা আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ।

গতকাল পার্লামেন্টের অধিবেশনে চেগা পার্টির নেতা আন্দ্রে ভেনচুরা যখন এ বিল উত্থাপন করেন, তখন বামপন্থী দলগুলোর কয়েকজন নারী আইনপ্রণেতা এর বিরোধিতা করেন। কিন্তু শেষ পর্যন্ত মধ্যদক্ষিণপন্থী জোটের সমর্থনে বিলটি পাস হয়।

‘আজ আমরা পার্লামেন্টের নারী সদস্যদের, আপনাদের মেয়েদের, আমাদের মেয়েদের এই দেশে একদিন বোরকা পরার হাত থেকে রক্ষা করছি’, বলেন আন্দ্রে ভেনচুরা। এক্স পোস্টে তিনি লেখেন, ‘আমাদের গণতন্ত্রের জন্য এবং আমাদের মূল্যবোধ, পরিচয় ও নারীর অধিকার রক্ষার জন্য আজ ঐতিহাসিক একটি দিন।’

আরও পড়ুনকর্ণাটকের স্কুল থেকে হিজাব নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে২২ ডিসেম্বর ২০২৩

ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা আন্দ্রেয়া নেটো পার্লামেন্টে ভোটাভুটির আগে বলেন, এটা নারী ও পুরুষের সমতা নিয়ে বিতর্ক। কোনো নারীকে তাঁর মুখ ঢেকে রাখতে বাধ্য করা উচিত নয়।

পার্লামেন্টে ১০টি রাজনৈতিক দলের মধ্যে ২টি ভোট দেওয়া থেকে বিরত ছিল। এরা হলো পিপল-অ্যানিমেলস-নেচার পার্টি ও টুগেদার ফর দ্য পিপল পার্টি। দলগুলোর মতে, এ প্রস্তাব বৈষম্য উসকে দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পার্লামেন্টে ১০টি রাজনৈতিক দলের মধ্যে ২টি ভোট দেওয়া থেকে বিরত ছিল। এরা হলো পিপল-অ্যানিমেলস-নেচার পার্টি ও টুগেদার ফর দ্য পিপল পার্টি। দলগুলোর মতে, এ প্রস্তাব বৈষম্য উসকে দিয়েছে।

আরও পড়ুনত্রিপুরায় হিজাব পরা ছাত্রীদের স্কুলে ঢুকতে বাধা, প্রতিবাদ করায় ছাত্রকে মারধর০৫ আগস্ট ২০২৩আরও পড়ুনবোরকা বাধ্যতামূলক নয়, হিজাব পরতে হবে: তালেবান মুখপাত্র১৭ আগস্ট ২০২১

সম্পর্কিত নিবন্ধ