নাসা গ্রুপের কর্ণধার নজরুলের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
Published: 18th, November 2025 GMT
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের রাজধানীর পূর্বাচলের জলসিঁড়ি আবাসিক প্রকল্পের ১৬২ কাঠার প্লটসহ ৫৩ দলিলের জমি জব্দ ও তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ মঙ্গলবার এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো.
দুদকের পক্ষে তদন্তকারী কর্মকর্তা শাহজাহান মিরাজ সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ১ লাখ ২২ হাজার ৯৫৪ টাকা অর্জন করেছেন। এসব সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
তদন্তের সময় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, আসামি স্থাবর–অস্থাবর সম্পদ বিক্রি ও স্থানান্তর করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে আসামির অবৈধ সম্পত্তি হস্তান্তর, স্থানান্তর ও বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হবে। সে জন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২–এর ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭–এর বিধি ১৮–এর বিধান অনুযায়ী তাঁর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
গত বছরের ১ অক্টোবর নজরুল ইসলাম মজুমদারকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে জুলাই আন্দোলন ও দুদকের মামলায় তিনি কারাগারে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক হ স ব অবর দ ধ নজর ল
এছাড়াও পড়ুন:
ইউআইইউ শিক্ষকদের দিনব্যাপী ‘আউটকাম-বেসড এডুকেশন’ প্রশিক্ষণ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসওএসই) অনুষদ শিক্ষকদের জন্য আউটকাম-বেসড এডুকেশন (ওবিই) এর ওপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এতে আউটকামভিত্তিক শিক্ষার বাস্তবায়ন, পাঠ্যক্রমকে শিক্ষার্থীবান্ধব করা ও শিক্ষার ফলাফলকে আন্তর্জাতিক মানের সঙ্গে মিলিয়ে নেওয়ার বিষয় তুলে ধরা হয়।
সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. তারেক উদ্দিন।
তিনি বর্তমান শিক্ষা কাঠামোতে ওবিই এর অন্তর্নিহিত নীতি ও গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন ইউআইইউ স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. খালেদ মাসুকুর রহমান, সিএসই বিভাগের প্রফেসর ড. এ কে এম মুজাহিদুল ইসলাম এবং ইইই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সাদিদ মুনির।
প্রশিক্ষকরা তাদের আলোচনায় ওবিই এর দর্শন, কোর্স ও প্রোগ্রামের আউটকাম, জটিল প্রকৌশল সমস্যা, ওবিইর উপর ভিত্তি করে শিক্ষণ ও শিক্ষার মূল্যায়ন পদ্ধতি এবং ইউআইইউর ইউক্যাম একাডেমিক ডিজিটাল ব্যবস্থাপনায় ওবিইর ব্যবহারের বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে ইউআইইউ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক মফিজুল হক মাসুম বলেন, “প্রশিক্ষণটি ইউআইইউ শিক্ষকদের মানোন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষার্থী-কেন্দ্রিক উচ্চশিক্ষার উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করবে।”
ঢাকা/ইভা