মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাঁর পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড বানিয়ে পোস্ট করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে লাভলুর বাসার সামনে জড়ো হন প্রক্টরিয়াল টিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী। পরে শাহবাগ থানার পুলিশ গিয়ে তাঁকে আটক করে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর আজ মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে প্রথম আলোকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আগের একটি মামলায় লাভলুকে গ্রেপ্তার দেখানো হবে। এ জন্য আজ তাঁকে আদালত নেওয়া হবে।

গতকাল রাতে আটক হওয়ার আগে বাসায় রেকর্ড করা একটি ভিডিও বার্তা প্রচার করেন লাভলু। এতে লাভলু বলেন, তিনি কোনো অন্যায় করেননি। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, লাভলু ছাত্রজীবনে ঢাবির মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

ঘটনার বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন–বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘লাভলুরে পুলিশের হাতে সোপর্দ কইরা এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে। এই জায়গায় কেউ তোষামোদি বা ক্ষমতার লোভে আসি নাই আমরা, ২০০০ শহিদের রক্তের উপর দাঁড়াইয়া তাদের জন্য ইনসাফ আনার শপথ নিয়ে আসছি। এইখানে গাদ্দার ও গাদ্দারির কোনো স্থান নাই।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইউআইইউ শিক্ষকদের দিনব্যাপী ‘আউটকাম-বেসড এডুকেশন’ প্রশিক্ষণ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসওএসই) অনুষদ শিক্ষকদের জন্য আউটকাম-বেসড এডুকেশন (ওবিই) এর ওপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এতে আউটকামভিত্তিক শিক্ষার বাস্তবায়ন, পাঠ্যক্রমকে শিক্ষার্থীবান্ধব করা ও শিক্ষার ফলাফলকে আন্তর্জাতিক মানের সঙ্গে মিলিয়ে নেওয়ার বিষয় তুলে ধরা হয়।

সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. তারেক উদ্দিন।

তিনি বর্তমান শিক্ষা কাঠামোতে ওবিই এর অন্তর্নিহিত নীতি ও গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। 

প্রশিক্ষণ পরিচালনা করেন ইউআইইউ স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. খালেদ মাসুকুর রহমান, সিএসই বিভাগের প্রফেসর ড. এ কে এম মুজাহিদুল ইসলাম এবং ইইই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সাদিদ মুনির।

প্রশিক্ষকরা তাদের আলোচনায় ওবিই এর দর্শন, কোর্স ও প্রোগ্রামের আউটকাম, জটিল প্রকৌশল সমস্যা, ওবিইর উপর ভিত্তি করে শিক্ষণ ও শিক্ষার মূল্যায়ন পদ্ধতি এবং ইউআইইউর ইউক্যাম একাডেমিক ডিজিটাল ব্যবস্থাপনায় ওবিইর ব্যবহারের বিষয়গুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে ইউআইইউ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক মফিজুল হক মাসুম বলেন, “প্রশিক্ষণটি ইউআইইউ শিক্ষকদের মানোন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষার্থী-কেন্দ্রিক উচ্চশিক্ষার উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করবে।”

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ