লন্ডনের মাদাম তুসো জাদুঘরে নিজের নতুন মোমের মূর্তি দেখে বিস্মিত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। উচ্ছ্বসিত হয়ে এই ফরাসি ফুটবল তারকা বলেছেন, ‘‘এটা তো আমি! অবিশ্বাস্য, চমৎকার!’’

আগামী ৪ এপ্রিল থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে এই মূর্তিটি। মূর্তিটি তৈরি করা হয়েছে এমবাপ্পের জাতীয় দলের জার্সিতে তার চিরচেনা ‘বাহু ক্রস করে বুকের ওপর রাখা’ ভঙ্গিতে।

মূর্তিটি দেখে অভিভূত এমবাপ্পে বললেন, ‘‘শিল্পীরা অসাধারণ কাজ করেছেন। চুল, ভঙ্গি—সবকিছু এত নিখুঁত যে মনে হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। এটা যেন অবিশ্বাস্য বাস্তবতা!’’ মূর্তির পোশাক থেকে শুরু করে জুতার ডিজাইন পর্যন্ত প্রতিটি সূক্ষ্ম কাজের প্রশংসা করেন তিনি।  

আরো পড়ুন:

এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ

“ইনশাআল্লাহ জুনে ফিরে আসব”

প্যারিসের ‘মিউজে গ্র্যাঁভাঁ’ এবং বার্লিনের ‘মাদাম তুসো’ জাদুঘরে ইতোমধ্যেই এমবাপ্পের দুটি মোমের মূর্তি রয়েছে। এবার লন্ডনের এই নতুন সংযোজন নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি, ‘‘এটা সত্যিই দারুণ সম্মানের বিষয়। আমি খুব খুশি। আমার জন্য এটি একটি বিশেষ দিন।’’

এই মূর্তি তৈরিতে কয়েক মাস ধরে এমবাপ্পে এবং জাদুঘরের শিল্পীরা একসঙ্গে কাজ করেছেন। নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তার শত শত মাপ নেওয়া হয় এবং অনেকবার সংশোধন করা হয় যাতে তার শক্তি ও ব্যক্তিত্ব ফুটে ওঠে।

এই সফরে এমবাপ্পে লন্ডন শহরের প্রতি নিজের ভালোবাসার কথাও জানান। তিনি বলেন, ‘‘আমি লন্ডনে আসতে খুব পছন্দ করি। এখানকার খাবার, সংস্কৃতি—সবকিছু দারুণ। এটি সত্যিই বিশ্বের অন্যতম সেরা শহর।’’

বার্লিনের মাদাম তুসো জাদুঘরে নিজের আগের মূর্তি দেখার সময় এমবাপ্পে মজা করে বলেছিলেন, ‘‘এটা এমবাপ্পের চেয়েও বেশি এমবাপ্পে!’’ তার এই হাস্যরসাত্মক মন্তব্য ভক্তদের বেশ আনন্দ দিয়েছিল।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ক ল য় ন এমব প প এমব প প জ দ ঘর

এছাড়াও পড়ুন:

ইইউ অংশীদারদের অগ্রাহ্য করে আবারও মস্কোয় পুতিনের সঙ্গে বসলেন অরবান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে বৈঠক আয়োজনের কয়েক দিন আগে শুক্রবার বৈঠকটি অনুষ্ঠিত হলো।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোভুক্ত দেশগুলোর নেতাদের মধ্যে একমাত্র অরবানকে পুতিনের ঘনিষ্ঠ মনে করা হয়। ইইউ ও ন্যাটোর অবস্থানের বিরুদ্ধে গিয়ে তিনি নিয়মিত রাশিয়ার পক্ষে কথা বলে আসছেন। তাঁর অবস্থান এই দুই জোটের অংশীদারদের অস্বস্তিতে ফেলেছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে পুতিনকে বলতে শোনা যায়, ‘ইউক্রেন পরিস্থিতি নিয়ে আপনার (অরবান) ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা আমরা জানি।’

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সম্ভাব্য বৈঠকের আয়োজনের প্রস্তাব দিয়েছেন অরবান। এ জন্য অরবানকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্পের সঙ্গে নিজের সাম্প্রতিক আলাপের প্রসঙ্গে টেনে পুতিন বলেন, ‘ট্রাম্প তাৎক্ষণিক বলেছিলেন, হাঙ্গেরির সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আপনার সঙ্গে ভিক্টরের সুসম্পর্ক রয়েছে, আমার সঙ্গেও তাই। তাই আমিও এই প্রস্তাব করছি। হ্যাঁ, আমরা আনন্দের সঙ্গে সম্মত হয়েছি।’

বুদাপেস্ট ‘শান্তি সম্মেলনের’ প্রস্তাবটি করা হয়েছিল গত মাসে। কিন্তু একপর্যায়ে তা স্থগিত হয়ে যায়। জানা গেছে, পুতিন নিজেদের দাবি নিয়ে কোনো আপস করতে রাজি না হওয়ায় শীর্ষ সম্মেলনটি স্থগিত করা হয়েছিল।

ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্প প্রশাসনের ২৮ দফা প্রস্তাবকে শক্তভাবে সমর্থন করছেন অরবান। অরবানের সরকার ও অরবানপন্থী সংবাদমাধ্যমের অভিযোগ, যুদ্ধবাজ ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চাইছেন না।

প্রায় চার বছর আগে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে রাশিয়া। শুরু থেকে অরবান বলে আসছেন, তিনি যুদ্ধ চান না, তিনি শান্তির পক্ষে।

সম্পর্কিত নিবন্ধ