তামিল সিনেমার অভিনেত্রী শ্রুতি নারায়ণের ১৪ মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও ফাঁস হয়েছে। জানা যায়, এটি প্রাইভেট অডিশনের সময়ে ধারণ করা। কাস্টিং কাউচের ভিডিওটি ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনা চলছে।

ভিডিওটি ফাঁস হওয়ার পর নীরব ছিলেন শ্রুতি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রেী। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে শ্রুতি জানান, খুবই কঠিন সময় পার করছেন তিনি।   

শ্রুতি বলেন, “এই ধরনের কনটেন্ট ছড়িয়ে দেওয়া কেবল রসিকতা-মজার বিষয়। কিন্তু আমার এবং আমার ঘনিষ্ঠজনদের জন্য এটি খুব কঠিন পরিস্থিতি। বিশেষ করে আমার জন্য এটি খুব কঠিন সময়। এই কঠিন পরিস্থিতি সামাল দেওয়া ভীষণ জটিল। আমিও একজন নারী, আমারও অনুভূতি আছে, আমার ঘনিষ্ঠজনদেরও অনুভূতি আছে। আপনারা সবাই এটিকে খারাপ থেকে আরো খারাপ করে তুলছেন।”

আরো পড়ুন:

আটচল্লিশে থেমে গেল নায়কের জীবন

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে সোনু সুদের স্ত্রী

অনুরোধ জানানোর পাশাপাশি ক্ষোভ উগড়ে শ্রুতি বলেন, “আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, সবকিছু দাবানলের মতো ছড়িয়ে দেবেন না। তারপরও যদি একই কাজ করেন, তবে আপনি আপনার মা-বোন বা বান্ধবীর ভিডিও দেখুন। কারণ তারাও মেয়ে, তাদেরও আমার মতো শরীর আছে। সুতরাং তাদের ভিডিও উপভোগ করুন।”

তামিল টিভি সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রুতি। ‘সিরাগাড়িকা আসাই’-এর মতো অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি লাভ করেন তিনি। এটি স্টার বিজয় এবং জিওহটস্টারে প্রচার হয়।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বগুড়ায় চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা, আহত ব্যবসায়ীর মৃত্যু

মামলা তুলে না নেওয়ায় এবং দাবিকৃত চাঁদা না পেয়ে বগুড়ার শাজাহানপুরে আল-আমিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে হাতুড়িপেটা করা হলে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা গেছেন। শনিবার (২ আগস্ট) রাত ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত ২৮ জুলাই তার উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। 

নিহত আল-আমিন শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের আফসার আলীর ছেলে। তিনি বগুড়া সদরে নিউ মার্কেটে প্রসাধনীর ব্যবসা করতেন।

নিহতের স্বজনেরা জানান, দেড় বছর ধরে প্রতিবেশী নূরুল ইসলাম, আবু হোসেন ও ফজলুল হক আল-আমিনের এক একর কৃষিজমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এর মধ্যে দুই দফা হামলার শিকার হন তিনি এবং তার পরিবার। প্রতিবারই থানায় মামলা করেন আল-আমিন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা সম্প্রতি মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয় এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় আল-আমিনের ওপর হামলা চালানো হয়। হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় তাকে। এ সময় তার বাবা আফসার আলীও আহত হন। এবং তার কাছ থেকে সোয়া এক লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। ঘটনার পর নিহতের পরিবার ৩০ জুলাই শাজাহানপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। 

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ  শফিকুল ইসলাম বলেন, ‘‘অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্ত শেষে আজ দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’
 

ঢাকা/এনাম//

সম্পর্কিত নিবন্ধ