কাবাডি টেস্ট সিরিজে হারে শুরু বাংলাদেশ নারী দলের। আজ রোববার নেপালের ললিতপুলের সাতদোবাতোয়া তায়কোয়ানদো হলে অনুষ্ঠিত প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের কাছে ৪১-১৮ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি আজ একই ভেন্যুতে হবে।
শক্তিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে নেপাল নারী দল। এসএ গেমস ও এশিয়ান গেমসে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল। এ ছাড়া শারীরিক গড়নেও এগিয়ে নেপাল দল। ম্যাচে এই সুবিধা বেশ ভালোভাবে কাজ লাগিয়েছে তারা। শুরু থেকেই পয়েন্ট বাড়িয়ে নিতে থাকে স্বাগতিক দল। বোনাস পয়েন্টে এগিয়ে যায় তারা। পাশাপাশি প্রথমার্ধে একটি লোনা পায় নেপাল। ১৮-৬ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে নেপাল। দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। একই ছন্দে খেলে ম্যাচ নিজেদের আয়ত্তে রাখে নেপাল। এই অর্ধে আরও দুটি লোনা পায় নেপাল। হারের জন্য ভ্রমণ ক্লান্তি ও ইনজুরিকে দায়ী করেছেন বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভিন মালেকা, ‘আমরা গতকালই (শনিবার) ঢাকা থেকে এখানে এসেছি। তাই সেভাবে বিশ্রামের সময় পাইনি। এ ছাড়া আমাদের দুই থেকে তিনজন খেলোয়াড় ইনজুরিতে আছে। এই ম্যাচ থেকে যে সমস্যাগুলো আমরা বুঝতে পেরেছি; আশা করছি, সেগুলো কাটিয়ে পরের ম্যাচগুলোতে আমরা ভালো কিছু করব। নেপাল নিয়মিত অনুশীলনে ছিল। কিন্তু আমরা ঈদের কারণে ছুটিতে গিয়েছিলাম। তাই আমাদের অনুশীলনের কিছুটা ঘাটতি ছিল। তবে আশা করছি, আগামীকালের (সোমবার) ম্যাচে আজকের তুলনায় অনেক ভালো খেলবে বাংলাদেশ।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ভর্তি, জেনে নিন বিস্তারিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে স্কুল শাখায় ২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সনে ভর্তি করা হবে। আবেদনের শেষ সময়: ৫ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।
কোন শ্রেণিতে আবেদন করা যাবে—# বাংলা মাধ্যম:
১. তৃতীয় শ্রেণি (ছাত্রছাত্রী): প্রভাতি শাখায়।
২. ষষ্ঠ শ্রেণি (ছাত্রছাত্রী): প্রভাতি শাখায় ছাত্রী, দিবা শাখায় ছাত্র।
৩. নবম শ্রেণি (ছাত্রছাত্রী): বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক: প্রভাতি শাখায় ছাত্রী, দিবা শাখায় ছাত্র।
আরও পড়ুনবিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রি অনলাইন কোর্স: ২০টির বেশি ভাষা শেখার সুযোগ৬ ঘণ্টা আগে# ইংলিশ ভার্সন:
১. তৃতীয় শ্রেণি (ছাত্রছাত্রী): প্রভাতি শাখায় ছাত্রছাত্রী।
২. ষষ্ঠ শ্রেণি (ছাত্রছাত্রী): প্রভাতি শাখায় ছাত্রী, দিবা শাখায় ছাত্র।
৩. সপ্তম শ্রেণি (ছাত্রছাত্রী): প্রভাতি শাখায় ছাত্রী, দিবা শাখায় ছাত্র।
৪. নবম শ্রেণি (ছাত্রছাত্রী): বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা: প্রভাতি শাখায় ছাত্রী, দিবা শাখায় ছাত্র।
আরও পড়ুনমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, পছন্দক্রম–সংরক্ষিত আসন-আবেদন ফিসহ সব তথ্য২১ নভেম্বর ২০২৫আবেদন পাওয়া যাবে—১. সরকারি (মাউশি) ব্যবস্থাপনায় লটারির মাধ্যমে ছাত্রছাত্রী নির্বাচন করা হবে।
২. ভর্তির আবেদন শুধু অনলাইনে এই ঠিকানায় পাওয়া যাবে। অনলাইনে ভর্তির আবেদন গ্রহণের সময় মাউশির তারিখ অনুযায়ী হবে।
৩. থানা হিসেবে ‘লালবাগ’ নির্বাচন করতে হবে।
দরকারি তথ্য—# বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট
আরও পড়ুনভিকারুননিসা স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি, আসন ২০২০টি২২ ঘণ্টা আগে