কাবাডি টেস্ট সিরিজে হারে শুরু বাংলাদেশ নারী দলের। আজ রোববার নেপালের ললিতপুলের সাতদোবাতোয়া তায়কোয়ানদো হলে অনুষ্ঠিত প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের কাছে ৪১-১৮ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি আজ একই ভেন্যুতে হবে।
শক্তিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে নেপাল নারী দল। এসএ গেমস ও এশিয়ান গেমসে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল। এ ছাড়া শারীরিক গড়নেও এগিয়ে নেপাল দল। ম্যাচে এই সুবিধা বেশ ভালোভাবে কাজ লাগিয়েছে তারা। শুরু থেকেই পয়েন্ট বাড়িয়ে নিতে থাকে স্বাগতিক দল। বোনাস পয়েন্টে এগিয়ে যায় তারা। পাশাপাশি প্রথমার্ধে একটি লোনা পায় নেপাল। ১৮-৬ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে নেপাল। দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। একই ছন্দে খেলে ম্যাচ নিজেদের আয়ত্তে রাখে নেপাল। এই অর্ধে আরও দুটি লোনা পায় নেপাল। হারের জন্য ভ্রমণ ক্লান্তি ও ইনজুরিকে দায়ী করেছেন বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভিন মালেকা, ‘আমরা গতকালই (শনিবার) ঢাকা থেকে এখানে এসেছি। তাই সেভাবে বিশ্রামের সময় পাইনি। এ ছাড়া আমাদের দুই থেকে তিনজন খেলোয়াড় ইনজুরিতে আছে। এই ম্যাচ থেকে যে সমস্যাগুলো আমরা বুঝতে পেরেছি; আশা করছি, সেগুলো কাটিয়ে পরের ম্যাচগুলোতে আমরা ভালো কিছু করব। নেপাল নিয়মিত অনুশীলনে ছিল। কিন্তু আমরা ঈদের কারণে ছুটিতে গিয়েছিলাম। তাই আমাদের অনুশীলনের কিছুটা ঘাটতি ছিল। তবে আশা করছি, আগামীকালের (সোমবার) ম্যাচে আজকের তুলনায় অনেক ভালো খেলবে বাংলাদেশ।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের সময় আটক ৩
রূপগঞ্জ উপজেলায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বরাবো কবরস্থান রোড এলাকায় রূপগঞ্জ থানা পুলিশের টহল টিম অবৈধ গ্যাস লাইন সংযোগ নিতে থাকা অবস্থায় তাদের আটক করে। পুলিশ ঘটনাস্থল থেকে অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করেছে।
পুলিশ জানায়, তিনজন গ্রেপ্তার হলেও ২–৩ জন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।
পরে তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির সংশ্লিষ্ট জোনের ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তারা থানায় উপস্থিত হয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে সহায়তা করেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গ্যাস আইন ২০১০-এর ১২(১)/১৯ ধারায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, অবৈধ গ্যাস সংযোগ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।