বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে মহিলাসহ গ্রেপ্তার ৩
Published: 20th, April 2025 GMT
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত মহিলা পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের রোববার (২০ এপ্রিল) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (১৯ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাড়ী এলাকার সিরাজ খানের স্ত্রী ঢাকা যাত্রাবাড়ী থানার ৪(১০)২২ নং মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী স্বপ্না খান (৪৫) একই উপজেলার মুছাপুর এলাকার মৃত কালা চাঁন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শফিউল্ল্যাহ (৫৫) ও সোনাকান্দা কেএনসেন রোড এলাকার সোহরাব মিয়ার ছেলে অপর সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সোহেল রানা (৩৫)।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সিলেটে বাম জোটের মিছিলে পুলিশের বাধা, ব্যারিকেডের মধ্যেই সমাবেশ
চট্টগ্রাম বন্দরের পরিচালনা বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদের অংশ হিসেবে সিলেটে বাম জোটের মিছিল পুলিশি বাধার মুখে পড়ে। বাধা সত্ত্বেও ব্যারিকেডের ভেতরেই বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে নগরীর চৌহাট্টায় এ ঘটনা ঘটে।
বাম জোট সূত্রে জানা যায়, চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান, ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ঢাকায় বাম জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। এর প্রতিবাদে তাৎক্ষণিক সিলেটেও মিছিল বের করে বাম জোট।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হওয়ার পরই পুলিশ চৌহাট্টায় ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও শেষ পর্যন্ত ব্যারিকেডের মধ্যেই সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, দেশের ওপর ‘সাম্রাজ্যবাদের নগ্ন থাবা’ বিস্তারের সুযোগ করে দিচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তারা বলেন, সরকারের প্রধান কাজ হওয়া উচিত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তার পরিবর্তে এখতিয়ার বহির্ভূতভাবে গুরুত্বপূর্ণ বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
সমাবেশে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাম নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদসহ বাম জোটের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
ঢাকা/রাহাত//