বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত মহিলা পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের রোববার (২০ এপ্রিল) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (১৯ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

ধৃতরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাড়ী এলাকার সিরাজ খানের স্ত্রী ঢাকা যাত্রাবাড়ী থানার ৪(১০)২২ নং মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী স্বপ্না খান (৪৫) একই উপজেলার মুছাপুর এলাকার মৃত কালা চাঁন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শফিউল্ল্যাহ (৫৫) ও সোনাকান্দা কেএনসেন রোড এলাকার সোহরাব মিয়ার ছেলে অপর  সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সোহেল রানা (৩৫)। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

আবারো সেঞ্চুরির ফুল ফোটালেন বিরাট

মার্কো জানসেনের বল লং পাঠিয়ে দৌড় বিরাট কোহলির। রায়পুর মাঠ। এই উন্মদনা কখনো আগে দেখিনি তারা। এই কিংবদন্তিতে কখনো দাপিয়ে বেড়াতে দেখানে তারা। বিরাট আশা পূরণ করলেন তাদের। তাও যেনতেন ভাবে নয়। সেঞ্চুরির ফুল ফুটিয়ে।

বল ফেরত আসার আগে বিরাট  ‍তুলে নেন ১ রান। পূরণ করে ফেলেন তার সেঞ্চুরির রান। ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি নাম্বার ফিফটি থ্রি। পাঠক ভুল পড়ছেন না, ওয়ানডে ক্রিকেটে বিরাট পেয়েছেন ৫৩তম সেঞ্চুরি। আগের ম‌্যাচে রাঁচিতে সেঞ্চুরি। মাহেন্দ্র সিং ধোনির শহরে। এবার রায়পুরে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা একেবারেই ছন্নছড়া। 

আরো পড়ুন:

স্বাধীনতা দিবসে শতক হাঁকানো একমাত্র ভারতীয় কোহলি

ভারত সফরে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি

৫ উইকেটে ভারতের রান ৩৫৮। কোহলির ৫৩তম সেঞ্চুরির মঞ্চে রিতুরাজ গাইগোয়াড পেয়েছন ওয়ানডেতে তার প্রথম সেঞ্চুরি। বিরাট ৯৩ বলে ১০২ রান করেছেন ৭ চার ও ২ ছক্কায়। 

দক্ষিণ আফ্রিকা নিশ্চিতভাবেই বিরাটের প্রিয় পতিপক্ষ। নয়তো টানা তিন সেঞ্চুরি তাদের বিপক্ষে কিভাবে করেন? ২০২৩ বিশ্বকাপে কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০১ রান করেছিলেন বিরাট। দুই বছর পর রাঁচিতে তার রান ১৩৫। আজ করলেন ১০২ রান। 

জোড়া সেঞ্চুরির আগের রেকর্ড বিরাট কোহলিরই ছিল। এর আগে ওয়ানডেতে তার জোড়া সেঞ্চুরির সংখ‌্যা ছিল ১০টি। আজ এগারতমবার জোড়া সেঞ্চুরির রেকর্ড নতুন করে লিখলেন। তার পরে জোড়া সেঞ্চুরির রেকর্ডে দুই আছেন এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়া কিংবদন্তির জোড়া সেঞ্চুরি ছয়টি। রায়পুরে বিরাট প্রথম সেঞ্চুরি করেছেন। 

আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪টি ভেনু‌্যতে সেঞ্চুরির রেকর্ডে শচীন টেন্ডুলকারের পাশে বসেছেন তিনি। টেন্ডুলকার তার ওয়নাডের ৪৯ সেঞ্চুরি পেয়েছেন ৩৪ ভেনু‌্যতে। বিরাট ৫৩তম সেঞ্চুরি পেলেন ৩৪ ভেনু‌্যতেই।  

এছাড়া নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সাত বা তার বেশি সেঞ্চুরির রেকর্ডে বিরাট সবার চেয়ে এগিয়ে। তার ১০টি সেঞ্চুরি শ্রীলঙ্কার বিপক্ষে। ৯টি ওয়েস্ট ইন্ডিজ, ৮টি অস্ট্রেলিয়া ও ৭টি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শচীন মাত্র দুইটি দেশের বিপক্ষে সাত তা ততোধিক সেঞ্চুরি পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার সেঞ্চুরি ৯টি। শ্রীলঙ্কার বিপক্ষে ৮টি।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ