বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত মহিলা পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের রোববার (২০ এপ্রিল) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (১৯ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

ধৃতরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাড়ী এলাকার সিরাজ খানের স্ত্রী ঢাকা যাত্রাবাড়ী থানার ৪(১০)২২ নং মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী স্বপ্না খান (৪৫) একই উপজেলার মুছাপুর এলাকার মৃত কালা চাঁন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শফিউল্ল্যাহ (৫৫) ও সোনাকান্দা কেএনসেন রোড এলাকার সোহরাব মিয়ার ছেলে অপর  সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সোহেল রানা (৩৫)। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ডেপুটি রেজিস্ট্রার ৩ দিনের রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আজ সোমবার এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী জি এম কাউসার উল ইসলাম বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা আজ সাত দিনের রিমান্ড চান। আমরা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করি। শুনানিতে আমরা বলেছি, এ মামলার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। এটা মিথ্যা মামলা। আমরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করছি। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক তিন দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেন।’

১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাঁর পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড বানিয়ে পোস্ট করেন লাভলু মোল্লাহ।

আরও পড়ুনহাসিনার পক্ষে ফেসবুকে পোস্ট: ৫ মাস আগের মামলায় ঢাবির ডেপুটি রেজিস্ট্রার কারাগারে১৮ নভেম্বর ২০২৫

এ ঘটনার পর লাভলু মোল্লার বাসার সামনে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। পরে তাঁকে আটক করে শাহবাগ থানায় দেন শিক্ষার্থীরা।

পরদিন ১৮ নভেম্বর সাড়ে পাঁচ মাস আগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিল করার ঘটনায় করা একটি মামলায় লাভলু মোল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এ ঘটনায় ৯ জনকে এজাহারনামীয় ৪০ থেকে ৫০ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করে শাহবাগ থানার উপপরিদর্শক কামাল উদ্দিন মিয়া সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

আরও পড়ুনহাসিনার পক্ষে ফেসবুকে পোস্ট, ঢাবির কর্মকর্তা আটক১৮ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ