যারা সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সঙ্গে বা একান্তে সময় কাটাতে ভালোবাসেন, তাদের জন্য আজকের দিন হতে চলেছে দারুণ। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’, ‘প্রাইম ভিডিও’, ‘জি ফাইভ’ ও ‘টেন্টকোট্টায়’ এ সপ্তাহে মুক্তি পাচ্ছে সাতটি নতুন সিনেমা ও ওয়েব সিরিজ। যেগুলোতে রয়েছে অ্যাকশন, থ্রিলার, প্রেম, কমেডি এবং ড্রামার মিশ্রণ।

জুয়েল থিফ [নেটফ্লিক্স] 

ধরন: অ্যাকশন থ্রিলার। পরিচালনা: কুকি গুলাটি ও রবি গ্রেওয়াল
অভিনয়ে: সাইফ আলি খান, জয়দীপ আহলাওয়াত, নিকিতা দত্ত, কুনাল কাপুর
গল্প সংক্ষেপে: এ সিনেমায় রয়েছে এক উচ্চাভিলাষী চোরের গল্প; যাকে একটি কুখ্যাত অপরাধচক্র নিয়োগ করে বিশ্বের সবচেয়ে রহস্যময় ও মূল্যবান হীরা ‘আফ্রিকান রেড সান’ চুরির জন্য। প্রথমে সবকিছু নিখুঁত পরিকল্পনায় এগোলেও, একটি অপ্রত্যাশিত মোড় পুরো অপারেশনকেই বিপদের মুখে ফেলে দেয়। 

সুপারবয়েজ অব মালেগাঁও [প্রাইম ভিডিও] 
ধরন: কমেডি-ড্রামা
পরিচালনা: রীমা কাগতি
অভিনয়ে: আদর্শ গৌরব, বীনীত কুমার সিং, শশাঙ্ক অরোরা, অনুজ সিং দুহান
গল্প সংক্ষেপে: এ সিনেমাটির পটভূমি ছোট শহর মালেগাঁও। এক তরুণ চলচ্চিত্রপ্রেমী ও তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় যে তারা নিজের শহরের জন্য একটা সিনেমা বানাবে। নিজের মতো করে সিনেমা তৈরির লড়াই, স্বপ্নের সংঘর্ষ, আর তাদের জীবনঘনিষ্ঠ হাস্যরস–এ সব মিলিয়ে এটি একটি আবেগপ্রবণ, অনুপ্রেরণামূলক গল্প।

হ্যাভোক [নেটফ্লিক্স]
ধরন: অ্যাকশন-ক্রাইম থ্রিলার 
পরিচালনা: গ্যারেথ ইভান্স
অভিনয়ে: টম হার্ডি, ফরেস্ট হুইটেকার, টিমোথি অলিফ্যান্ট
গল্প সংক্ষেপে: একটি ব্যর্থ ড্রাগ ডিলের পর একজন ক্লান্ত ও অভিজ্ঞ গোয়েন্দা জড়িয়ে পড়ে শহরের অপরাধজগতের গভীরে। একজন প্রভাবশালী রাজনীতিবিদের ছেলেকে উদ্ধার করতে গিয়ে সে এক ভয়ংকর রাজনৈতিক ও সামাজিক ষড়যন্ত্রের মুখোমুখি হয়। দুর্নীতির বিরুদ্ধে একক যুদ্ধ, প্রচণ্ড অ্যাকশন ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের দুর্দান্ত মিশেল।

উইক হিরো ক্লাস ২ [নেটফ্লিক্স] 
ধরন: স্কুলড্রামা, কোরিয়ান সিরিজ 
প্রযোজনা: প্লেলিস্ট স্টুডিও
অভিনয়ে: পার্ক জি হুন, রিয়ো উন, চোই মিন ইয়ং
গল্প সংক্ষেপ: ইয়ন সি-ইউন নামের এক ছাত্র, যে আগের কিছু ট্রমা থেকে মুক্তি পেতে নতুন স্কুলে ভর্তি হয়। সেখানেও সহপাঠীদের হাতে হয়রানির শিকার হয় সে। এরপর সে নিজেই নিজের মতো করে বন্ধু তৈরি করে এবং প্রতিবাদে নেমে পড়ে। সিরিজটিতে দেখানো হয়েছে বন্ধুত্ব, মানসিক শক্তি এবং সহিংসতার বিরুদ্ধে সাহসী প্রতিবাদের এক হৃদয়স্পর্শী গল্প।

তারুণম [টেন্টকোট্টা] 
ধরন: রোমান্টিক থ্রিলার 
প্রযোজনা: জেন স্টুডিও
অভিনয়ে: কিশেন দাস, স্মৃতি ভেঙ্কট
গল্প সংক্ষেপ: একটি বিয়ের অনুষ্ঠানে পরিচয় হয় অর্জুন ও মীরার। অর্জুন একজন সিআরপিএফ অফিসার। মীরা মানসিকভাবে বিপর্যস্ত এক নারী, যাকে তার প্রতিবেশী রোহিত বিরক্ত করে আসছিল। এক পর্যায়ে মীরা রোহিতকে খুন করে। অর্জুন তার অপরাধ ঢাকার জন্য সাহায্য করে। 

 আয়্যানা মানে [জি ফাইভ] 
ধরন: কন্নড় থ্রিলার ওয়েব সিরিজ 
প্রযোজনা: শ্রুতি নাইডু প্রোডাকশনস
গল্প সংক্ষেপ: নববিবাহিত যাজি বুঝতে পারে তার পরিবারে একের পর এক অস্বাভাবিক মৃত্যু ঘটছে এবং তার সঙ্গে জড়িত একটি প্রাচীন কুন্ডাইয়া মূর্তি। সে সত্যের খোঁজে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে। অতিপ্রাকৃত বিশ্বাস, পারিবারিক ইতিহাস এবং আত্ম-উপলব্ধির দুর্দান্ত সংমিশ্রণ ঘটানো হয়েছে এ সিরিজে।

 ম্যাড স্কয়ার [নেটফ্লিক্স]
ধরন: তেলেগু কমেডি-ক্রাইম 
পরিচালনা: কল্যাণ শঙ্কর
অভিনয়ে: রাম নীতিন, প্রিয়াঙ্কা জাওয়ালকার, নার্নে নীতিন, সঙ্গীত সোবান
গল্প সংক্ষেপ: একদল বন্ধু–যাদের প্রত্যেকের আছে আলাদা সমস্যা ও ব্যস্ততা। এক বন্ধুর বিয়েতে তারা একত্র হয়। কিন্তু বিয়ের আনন্দ উৎসব হঠাৎ বদলে যায় বিশৃঙ্খল এক পরিস্থিতিতে। যখন তারা একটি চুরির মামলায় জড়িয়ে পড়ে। 

যারা ঘরে বসে ওটিটি কনটেন্ট উপভোগ করতে ভালোবাসেন, বলা যায় তাদের জন্য এ সপ্তাহটি উপহারস্বরূপ। অ্যাকশন, থ্রিল, হাস্যরস, আবেগ–সব কিছু একসঙ্গে খুঁজে পাবেন এ সাতটি নতুন কাজে। আপনার পছন্দের মুড অনুযায়ী বেছে নিন সিনেমা বা সিরিজ। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অ য কশন র জন য

এছাড়াও পড়ুন:

আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জার মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজের এ মন্তব্যের ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশাল এক পোস্ট দিয়েছেন তিনি।

জেডি ভ্যান্স বলেন, তাঁর যে মন্তব্য নিয়ে কথা হচ্ছে, সেটি মূল বক্তব্য থেকে কেটে নেওয়া একটি অংশ। কোন প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন, সেটা দেখানো হয়নি।

গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তরুণদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে এক তরুণীর প্রশ্নের জবাব দিতে গিয়ে ভ্যান্স তাঁর স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।

স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।

স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়া পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।

জবাব দিতে এক্স পোস্টে ভ্যান্স বলেন, একটি পাবলিক ইভেন্টে তাঁকে তাঁর আন্তধর্মীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তিনি ওই প্রশ্ন এড়িয়ে যেত চাননি, উত্তর দিয়েছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রথমেই বলি, প্রশ্নটি আসে আমার বাঁ পাশে থাকা একজনের কাছ থেকে, আমার আন্তধর্মীয় বিয়ে নিয়ে। আমি একজন পাবলিক ফিগার, লোকজন আমার ব্যাপারে জানতে আগ্রহী এবং আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাচ্ছিলাম না।’

এ বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স

সম্পর্কিত নিবন্ধ

  • বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার
  • প্রতিষ্ঠাবার্ষিকীর দিনগুলোয় প্রথম আলোর জমজমাট আয়োজন
  • ‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
  • যদি ঠিক পথে থাকো, সময় তোমার পক্ষে কাজ করবে: এফ আর খান
  • বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
  • ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ মামলার আসামি নিহত, গুলিবিদ্ধ ৩
  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স