যারা সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সঙ্গে বা একান্তে সময় কাটাতে ভালোবাসেন, তাদের জন্য আজকের দিন হতে চলেছে দারুণ। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’, ‘প্রাইম ভিডিও’, ‘জি ফাইভ’ ও ‘টেন্টকোট্টায়’ এ সপ্তাহে মুক্তি পাচ্ছে সাতটি নতুন সিনেমা ও ওয়েব সিরিজ। যেগুলোতে রয়েছে অ্যাকশন, থ্রিলার, প্রেম, কমেডি এবং ড্রামার মিশ্রণ।
জুয়েল থিফ [নেটফ্লিক্স]
ধরন: অ্যাকশন থ্রিলার। পরিচালনা: কুকি গুলাটি ও রবি গ্রেওয়াল
অভিনয়ে: সাইফ আলি খান, জয়দীপ আহলাওয়াত, নিকিতা দত্ত, কুনাল কাপুর
গল্প সংক্ষেপে: এ সিনেমায় রয়েছে এক উচ্চাভিলাষী চোরের গল্প; যাকে একটি কুখ্যাত অপরাধচক্র নিয়োগ করে বিশ্বের সবচেয়ে রহস্যময় ও মূল্যবান হীরা ‘আফ্রিকান রেড সান’ চুরির জন্য। প্রথমে সবকিছু নিখুঁত পরিকল্পনায় এগোলেও, একটি অপ্রত্যাশিত মোড় পুরো অপারেশনকেই বিপদের মুখে ফেলে দেয়।
সুপারবয়েজ অব মালেগাঁও [প্রাইম ভিডিও]
ধরন: কমেডি-ড্রামা
পরিচালনা: রীমা কাগতি
অভিনয়ে: আদর্শ গৌরব, বীনীত কুমার সিং, শশাঙ্ক অরোরা, অনুজ সিং দুহান
গল্প সংক্ষেপে: এ সিনেমাটির পটভূমি ছোট শহর মালেগাঁও। এক তরুণ চলচ্চিত্রপ্রেমী ও তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় যে তারা নিজের শহরের জন্য একটা সিনেমা বানাবে। নিজের মতো করে সিনেমা তৈরির লড়াই, স্বপ্নের সংঘর্ষ, আর তাদের জীবনঘনিষ্ঠ হাস্যরস–এ সব মিলিয়ে এটি একটি আবেগপ্রবণ, অনুপ্রেরণামূলক গল্প।
হ্যাভোক [নেটফ্লিক্স]
ধরন: অ্যাকশন-ক্রাইম থ্রিলার
পরিচালনা: গ্যারেথ ইভান্স
অভিনয়ে: টম হার্ডি, ফরেস্ট হুইটেকার, টিমোথি অলিফ্যান্ট
গল্প সংক্ষেপে: একটি ব্যর্থ ড্রাগ ডিলের পর একজন ক্লান্ত ও অভিজ্ঞ গোয়েন্দা জড়িয়ে পড়ে শহরের অপরাধজগতের গভীরে। একজন প্রভাবশালী রাজনীতিবিদের ছেলেকে উদ্ধার করতে গিয়ে সে এক ভয়ংকর রাজনৈতিক ও সামাজিক ষড়যন্ত্রের মুখোমুখি হয়। দুর্নীতির বিরুদ্ধে একক যুদ্ধ, প্রচণ্ড অ্যাকশন ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের দুর্দান্ত মিশেল।
উইক হিরো ক্লাস ২ [নেটফ্লিক্স]
ধরন: স্কুলড্রামা, কোরিয়ান সিরিজ
প্রযোজনা: প্লেলিস্ট স্টুডিও
অভিনয়ে: পার্ক জি হুন, রিয়ো উন, চোই মিন ইয়ং
গল্প সংক্ষেপ: ইয়ন সি-ইউন নামের এক ছাত্র, যে আগের কিছু ট্রমা থেকে মুক্তি পেতে নতুন স্কুলে ভর্তি হয়। সেখানেও সহপাঠীদের হাতে হয়রানির শিকার হয় সে। এরপর সে নিজেই নিজের মতো করে বন্ধু তৈরি করে এবং প্রতিবাদে নেমে পড়ে। সিরিজটিতে দেখানো হয়েছে বন্ধুত্ব, মানসিক শক্তি এবং সহিংসতার বিরুদ্ধে সাহসী প্রতিবাদের এক হৃদয়স্পর্শী গল্প।
তারুণম [টেন্টকোট্টা]
ধরন: রোমান্টিক থ্রিলার
প্রযোজনা: জেন স্টুডিও
অভিনয়ে: কিশেন দাস, স্মৃতি ভেঙ্কট
গল্প সংক্ষেপ: একটি বিয়ের অনুষ্ঠানে পরিচয় হয় অর্জুন ও মীরার। অর্জুন একজন সিআরপিএফ অফিসার। মীরা মানসিকভাবে বিপর্যস্ত এক নারী, যাকে তার প্রতিবেশী রোহিত বিরক্ত করে আসছিল। এক পর্যায়ে মীরা রোহিতকে খুন করে। অর্জুন তার অপরাধ ঢাকার জন্য সাহায্য করে।
আয়্যানা মানে [জি ফাইভ]
ধরন: কন্নড় থ্রিলার ওয়েব সিরিজ
প্রযোজনা: শ্রুতি নাইডু প্রোডাকশনস
গল্প সংক্ষেপ: নববিবাহিত যাজি বুঝতে পারে তার পরিবারে একের পর এক অস্বাভাবিক মৃত্যু ঘটছে এবং তার সঙ্গে জড়িত একটি প্রাচীন কুন্ডাইয়া মূর্তি। সে সত্যের খোঁজে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে। অতিপ্রাকৃত বিশ্বাস, পারিবারিক ইতিহাস এবং আত্ম-উপলব্ধির দুর্দান্ত সংমিশ্রণ ঘটানো হয়েছে এ সিরিজে।
ম্যাড স্কয়ার [নেটফ্লিক্স]
ধরন: তেলেগু কমেডি-ক্রাইম
পরিচালনা: কল্যাণ শঙ্কর
অভিনয়ে: রাম নীতিন, প্রিয়াঙ্কা জাওয়ালকার, নার্নে নীতিন, সঙ্গীত সোবান
গল্প সংক্ষেপ: একদল বন্ধু–যাদের প্রত্যেকের আছে আলাদা সমস্যা ও ব্যস্ততা। এক বন্ধুর বিয়েতে তারা একত্র হয়। কিন্তু বিয়ের আনন্দ উৎসব হঠাৎ বদলে যায় বিশৃঙ্খল এক পরিস্থিতিতে। যখন তারা একটি চুরির মামলায় জড়িয়ে পড়ে।
যারা ঘরে বসে ওটিটি কনটেন্ট উপভোগ করতে ভালোবাসেন, বলা যায় তাদের জন্য এ সপ্তাহটি উপহারস্বরূপ। অ্যাকশন, থ্রিল, হাস্যরস, আবেগ–সব কিছু একসঙ্গে খুঁজে পাবেন এ সাতটি নতুন কাজে। আপনার পছন্দের মুড অনুযায়ী বেছে নিন সিনেমা বা সিরিজ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
একাধিক সুযোগ পেয়েও কেন রাজনীতিতে জাড়াননি প্রীতি জিনতা
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা এখন অভিনয়ে অনিয়মিত। অভিনয়ে তাকে দেখা না গেলেও নিজের ক্রিকেট দলের হয়ে মাঠে তাকে প্রায়ই দেয়া যায়। মাঝে গুঞ্জন উঠেছিলে রাজনীতিতে যোগ দিচ্ছেন তিন। অবশ্য এবিষয়ে টুঁশব্দও করেননি এই অভিনেত্রী।
এদিকে মাস তিনেক আগে কংগ্রেসের পক্ষ অভিযোগ তোলা হয়েছিল, প্রীতি জিনতার ১৮ কোটি টাকার ঋণ নাকি মকুফ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুধু তাই নয়, প্রীতি নাকি তার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বিজেপির হাতে সঁপে দিয়েছেন- এমন অভিযোগও ওঠে। এরপর বলিউড নায়িকার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়।
সম্প্রতি এক্স হ্যান্ডলে প্রীতি জিনতাকে একজন জিজ্ঞেস করেন, ‘আপনি কি ভবিষ্যতে বিজেপিতে যোগ দেবেন? আপনার গত কয়েক মাসের টুইট দেখে তো তেমনটাই মনে হচ্ছে। জবাবে অভিনেত্রী বলেন, ‘সোশাল মিডিয়ায় ব্যবহারকারীদের এটাই একটা সমস্যা। সবাই এত বিচার করতে বসে যান সবকিছু নিয়ে। আমি যেমনটা আগে বলেছি, মন্দিরে, মহাকুম্ভে যাওয়া কিংবা নিজের পরিচয় নিয়ে আমি গর্বিত। তার মানে এই নয় যে এসমস্ত কারণে আমি বিজেপিতে যোগ দেব।’
প্রীতি বলেন, ‘ভারতের বাইরে থাকার ফলে আমি দেশের প্রকৃত মূল্য উপলব্ধি করতে পেরেছি এবং আর পাঁচজন ভারতীয়র মতোই গর্ববোধ করি আমার দেশকে নিয়ে।’
রাজনীতিতে না আসার কারণ গত ফেব্রুয়ারি মাসেও জানিয়েছিলেন প্রীতি জিনতা। সেসময় তিনি বলেন, ‘রাজনীতি আমার দ্বারা হবে না। বিগত কয়েক বছরে একাধিক রাজনৈতিক দল আমাকে টিকিট দিতে চেয়েছে। এমনকি রাজ্যসভার আসনের প্রস্তাবও এসেছিল। তবে আমি বিনম্রভাবে প্রত্যাখ্যান করেছি। কারণ, আমার ইচ্ছে নেই। আর আমাকে ‘সৈনিক’ বললেও অতিরঞ্জিত হবে না। কারণ, আমি একজন আর্মি পরিবারের সন্তান। আমার বাবা সৈনিক এবং আমার দাদাও। আর্মি পরিবারের সন্তান হওয়ায় আমাদের মানসিকতা খানিক আলাদা।’
তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয় কিংবা হিমাচলী বা বাঙালি বলে ভাবি না, আমাদের পরিচয় শুধুমাত্র ভারতীয়। আর হ্যাঁ, দেশভক্তি আমাদের রক্তে।’ সূত্র: সংবাদ প্রতিদিন।