ফাইনালের একেবারে দ্বারপ্রান্তে গিয়েও ফিরতে হলো বার্সেলোনাকে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নিতে হলো হ্যান্সি ফ্লিকের দলকে। তবে ব্যর্থতায় মুষড়ে পড়েননি বার্সা কোচ, বরং নজর এখন এল ক্লাসিকোয়।

প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করার পর সান সিরোতে ফিরতি লেগে শুরু থেকেই দাপট দেখায় ইন্টার। লাওতারো মার্তিনেজ ও হাকান কালগানগলু প্রথমার্ধে গোল করে এগিয়ে নেন দলকে। তবে দ্বিতীয়ার্ধে পাল্টা জবাব দেয় বার্সেলোনা। এরিক গার্সিয়া ও দানি অলমোর গোলে সমতায় ফেরার পর ৮৭ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়েও যায় কাতালানরা।

কিন্তু নাটক তখনও বাকি ছিল। ৯১ মিনিটে ফ্রান্সেস্কো অ্যাচারবি এবং ৯৯ মিনিটে দাভিদ ফ্রাত্তেসির গোলে ম্যাচে দারুণভাবে ফিরে আসে ইন্টার। দ্বিতীয় লেগে ৪-৩ গোলের জয় নিশ্চিত করে সিমোন ইনজাঘির দল উঠে যায় ফাইনালে।

ম্যাচ শেষে হতাশ হলেও খেলোয়াড়দের প্রশংসা করেন বার্সেলোনা কোচ ফ্লিক। বলেন, ‘আমি হতাশ, তবে পারফরম্যান্স নিয়ে নয়। ছেলেরা সর্বোচ্চ চেষ্টাই করেছে। আমরা তরুণ দল, রক্ষণ ও অন্যান্য দিক নিয়ে আরও কাজ করতে হবে।’

চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শেষ হলেও লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সামনে এখন আরেকটি বড় লড়াই—রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো। ১১ মে সেই ম্যাচেই ঘুরে দাঁড়াতে চান কোচ ফ্লিক, ‘এই মৌসুমে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। ক্লাসিকো সামনে, দলকে জাগিয়ে তুলতে হবে।’

৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। দুই, তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৭৫, ৬৭ ও ৬১। তারাও খেলেছে ৩৪টি করে ম্যাচ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইন ট র ম ল ন ইন ট র

এছাড়াও পড়ুন:

‘সবাই সাবধান, শহরে নাগিন আজমেরী হক এসেছে’

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যত্থানের মুখে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আন্দোলনের শুরু থেকে জোরোলো ভূমিকা পালন করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কখনো ফেসবুকে, কখনো দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের ব্যানারে রাজপথে দাঁড়িয়েছেন এই শিল্পী। 

চব্বিশের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ঘিরে তৈরি হওয়া মতপার্থক্য এখনো দূর হয়নি। ফলে বাঁধনকে নানাভাবে নানাজন কটাক্ষ করেছেন, আক্রমণ করেছেন। এ ধারা এখনো অব্যাহত রয়েছে। অন্তত, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে পরিষ্কার বোঝা যায়। এবার বাঁধন জানালেন, গালি হিসেবে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘নাগিন’ শব্দটি। 

আরো পড়ুন:

গায়ক জুবিনের প্রেম জীবন

‘ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন শিমুল খান

সোমবার (২৩ সেপ্টেম্বর) বাঁধন তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এই অভিনেত্রী বলেন, “আমি এখন জীবনের দুর্দান্ত সময় পার করছি (বিস্তারিত পরে বলব)। এরই মাঝে আমার ‘গালি’ সংগ্রহে নতুন এক সংযোজন হয়েছে, তা হলো— ‘নাগিন’।” 

খানিকটা ব্যাখ্যা করে বাঁধন বলেন, “মানুষ আমাকে অনেক কিছুই বলেছেন। কিন্তু এই নামটা একদম নতুন, স্টাইলিশ…। সত্যি বলতে, এটি আমার ভীষণ পছন্দ হয়েছে। তাই সবাই সাবধান—শহরে নাগিন আজমেরী হক এসেছে।” 

বাঁধনের এই স্যাটায়ার পোস্ট নিয়ে নেটিজেনদের অনেকে রসিকতা করছেন। কেউ কেউ মানসিক সমর্থন জানিয়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। 

লাক্স তারকা থেকে রুপালি পর্দা, তারপর বিশ্ব মঞ্চ ও বলিউডে দেশের প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে তার এই চলার পথ মোটেও মসৃণ ছিল না। কারণ পেশাগত নানা সংকটের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সংগ্রামটা একাই করতে হয়েছে তাকে। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ