ফাইনালের একেবারে দ্বারপ্রান্তে গিয়েও ফিরতে হলো বার্সেলোনাকে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নিতে হলো হ্যান্সি ফ্লিকের দলকে। তবে ব্যর্থতায় মুষড়ে পড়েননি বার্সা কোচ, বরং নজর এখন এল ক্লাসিকোয়।

প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করার পর সান সিরোতে ফিরতি লেগে শুরু থেকেই দাপট দেখায় ইন্টার। লাওতারো মার্তিনেজ ও হাকান কালগানগলু প্রথমার্ধে গোল করে এগিয়ে নেন দলকে। তবে দ্বিতীয়ার্ধে পাল্টা জবাব দেয় বার্সেলোনা। এরিক গার্সিয়া ও দানি অলমোর গোলে সমতায় ফেরার পর ৮৭ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়েও যায় কাতালানরা।

কিন্তু নাটক তখনও বাকি ছিল। ৯১ মিনিটে ফ্রান্সেস্কো অ্যাচারবি এবং ৯৯ মিনিটে দাভিদ ফ্রাত্তেসির গোলে ম্যাচে দারুণভাবে ফিরে আসে ইন্টার। দ্বিতীয় লেগে ৪-৩ গোলের জয় নিশ্চিত করে সিমোন ইনজাঘির দল উঠে যায় ফাইনালে।

ম্যাচ শেষে হতাশ হলেও খেলোয়াড়দের প্রশংসা করেন বার্সেলোনা কোচ ফ্লিক। বলেন, ‘আমি হতাশ, তবে পারফরম্যান্স নিয়ে নয়। ছেলেরা সর্বোচ্চ চেষ্টাই করেছে। আমরা তরুণ দল, রক্ষণ ও অন্যান্য দিক নিয়ে আরও কাজ করতে হবে।’

চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শেষ হলেও লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সামনে এখন আরেকটি বড় লড়াই—রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো। ১১ মে সেই ম্যাচেই ঘুরে দাঁড়াতে চান কোচ ফ্লিক, ‘এই মৌসুমে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। ক্লাসিকো সামনে, দলকে জাগিয়ে তুলতে হবে।’

৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। দুই, তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৭৫, ৬৭ ও ৬১। তারাও খেলেছে ৩৪টি করে ম্যাচ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইন ট র ম ল ন ইন ট র

এছাড়াও পড়ুন:

৫ দাবিতে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে ৮ দল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে  যমুনা অভিমুখে যাচ্ছেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আট দলের নেতারা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকার পুরানা পল্টন মোড় থেকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় আট দ‌লের শীর্ষস্থানীয় নেতারা নেতৃত্ব দি‌চ্ছেন। এর আগে দলগু‌লো পল্টন‌ মো‌ড়ে পৃথক মি‌ছিল নি‌য়ে জ‌ড়ো হয়।

শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে পুরানা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন জামায়াত নেতাকর্মীরা। ইসলামী আন্দোলন, খেলাফত মজ‌লি‌সের দুই অংশসহ অন‌্যদলগু‌লোর নেতাকর্মীরা আগ থে‌কেই পল্টন‌ মো‌ড়ে অবস্থান নেন।

পদযাত্রা শুরুর আগে পল্টন‌ মো‌ড়ে সংক্ষিপ্ত সমাবেশে দলগুলোর শীর্ষ নেতারা গণভোট, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও জাতীয় নির্বাচন ঘিরে সারা দেশে লেভেল প্লেয়িং ফিল্ড তথা নির্বাচনি পরিবেশ তৈরিসহ নানা বিষয়ে জোরা‌লো বক্তব‌্য রা‌খেন।

দলগুলোর পাঁচ দফা দাবি হলো—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম–নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

আটটি দলের মধ্যে রয়েছে—জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ