ফাইনালের একেবারে দ্বারপ্রান্তে গিয়েও ফিরতে হলো বার্সেলোনাকে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নিতে হলো হ্যান্সি ফ্লিকের দলকে। তবে ব্যর্থতায় মুষড়ে পড়েননি বার্সা কোচ, বরং নজর এখন এল ক্লাসিকোয়।

প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করার পর সান সিরোতে ফিরতি লেগে শুরু থেকেই দাপট দেখায় ইন্টার। লাওতারো মার্তিনেজ ও হাকান কালগানগলু প্রথমার্ধে গোল করে এগিয়ে নেন দলকে। তবে দ্বিতীয়ার্ধে পাল্টা জবাব দেয় বার্সেলোনা। এরিক গার্সিয়া ও দানি অলমোর গোলে সমতায় ফেরার পর ৮৭ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়েও যায় কাতালানরা।

কিন্তু নাটক তখনও বাকি ছিল। ৯১ মিনিটে ফ্রান্সেস্কো অ্যাচারবি এবং ৯৯ মিনিটে দাভিদ ফ্রাত্তেসির গোলে ম্যাচে দারুণভাবে ফিরে আসে ইন্টার। দ্বিতীয় লেগে ৪-৩ গোলের জয় নিশ্চিত করে সিমোন ইনজাঘির দল উঠে যায় ফাইনালে।

ম্যাচ শেষে হতাশ হলেও খেলোয়াড়দের প্রশংসা করেন বার্সেলোনা কোচ ফ্লিক। বলেন, ‘আমি হতাশ, তবে পারফরম্যান্স নিয়ে নয়। ছেলেরা সর্বোচ্চ চেষ্টাই করেছে। আমরা তরুণ দল, রক্ষণ ও অন্যান্য দিক নিয়ে আরও কাজ করতে হবে।’

চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শেষ হলেও লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সামনে এখন আরেকটি বড় লড়াই—রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো। ১১ মে সেই ম্যাচেই ঘুরে দাঁড়াতে চান কোচ ফ্লিক, ‘এই মৌসুমে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। ক্লাসিকো সামনে, দলকে জাগিয়ে তুলতে হবে।’

৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। দুই, তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৭৫, ৬৭ ও ৬১। তারাও খেলেছে ৩৪টি করে ম্যাচ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইন ট র ম ল ন ইন ট র

এছাড়াও পড়ুন:

গ্যাস অনুসন্ধানে দুটি কূপ খননে পেট্রোবাংলার সঙ্গে চীনের কোম্পানির চুক্তি

গ্যাস অনুসন্ধানে দুটি কূপ খননে চীনের একটি কোম্পানির সঙ্গে আজ বৃহস্পতিবার চুক্তি করেছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

চুক্তি অনুসারে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস ও কুমিল্লার বাখরাবাদ গ্যাসক্ষেত্রে এ দুটি কূপ খনন করবে চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির (সিএনপিসি) সহযোগী কোম্পানি সিএনপিসি চুয়াংইং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিসিডিসি)।

পেট্রোবাংলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ চুক্তির কথা জানানো হয়। এতে বলা হয়েছে, দেশের বিরাজমান জ্বালানিঘাটতি পূরণের লক্ষ্যে ভূগর্ভস্থ গভীরতম স্তর থেকে গ্যাস অনুসন্ধানে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) দুটি গ্যাসক্ষেত্রে কূপ দুটি খনন করছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত সিসিডিসি ৫৯৪ কোটি ২৫ লাখ টাকায় কূপ দুটি খনন করবে।

পেট্রোবাংলা বলছে, সফলভাবে খনন সম্পন্ন হলে দেশের গ্যাস খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং বর্তমানের চেয়ে গ্যাসের মজুত বৃদ্ধি পাবে। কূপ খনন শেষে তিতাস-৩১ কূপ থেকে দিনে প্রায় দেড় কোটি ঘনফুট গ্যাস এবং বাখরাবাদ-১১ কূপ থেকে দিনে প্রায় ১ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছে পেট্রোবাংলা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস-৩১ কূপে ৫ হাজার ৬০০ মিটার এবং বাখরাবাদ-১১ কূপে ৪ হাজার ৩০০ মিটার খনন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কূপ খনন, ভূমি অধিগ্রহণ ও গ্যাস পাইপলাইন নির্মাণসহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় হবে ৭৯৮ কোটি টাকা। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে। গভীর কূপ দুটি খননের মাধ্যমে তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ৩ হাজার ৭০০ মিটার থেকে ৫ হাজার ৬০০ মিটার ভূ-অভ্যন্তরে গ্যাসের উপস্থিতি, বিস্তৃতি ও গ্যাস মজুত নিশ্চিত হওয়া যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান। বিজিএফসিএলের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন কোম্পানি সচিব মো. মোজাহার আলী এবং সিসিডিসির পক্ষে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা লি জিয়াওমিং।

সম্পর্কিত নিবন্ধ