এক ঘণ্টার মধ্যে দাবি না মানলে যমুনা অভিমুখে মার্চ: হাসনাত
Published: 10th, May 2025 GMT
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এক ঘণ্টার মধ্যে মেনে না নিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে মার্চ করবে আন্দোলনকারীরা।
শনিবাার সন্ধ্যা পৌনে ৮টার দিকে শাহবাগ চলমান আন্দোলনের মধ্যে এই ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।
বিস্তারিত আসছে...
আরো পড়ুন:
ঝিনাইদহে আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত
ঢাকা/রায়হান/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
মালবাহী লরি বিকলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
মালবাহী লরি বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে প্রায় ৬ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চালক ও যাত্রীরা দীর্ঘক্ষণ চরম ভোগান্তি পোহাচ্ছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে এখন পর্যন্ত যানজট রয়েছে।
জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মদনপুরের এশিয়ান হাইওয়ে অংশে একটি বড় মালবাহী লরি বিকল হয়। বিকল গাড়িটি সড়কে পড়ে থাকায় চলাচলরত যানবাহনগুলো আটকা পড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এদিকে হাইওয়ে পুলিশ দীর্ঘ একঘন্টা যাবত রেকার দিয়ে গাড়িটি সরানোর চেষ্টা করা সত্বেও এখনো সরানো সম্ভব হয়নি।
মেঘনা যাবার পথে যানজটের ফলে কাঁচপুরে আটকে গেছেন ব্যবসায়ী শহিদ মিয়া। তিনি জানান, দীর্ঘ ১ ঘন্টা ধরে এক স্থানে থেকে আছেন তারা। গাড়ি চালকের বরাতে জানতে পেরেছে যে গাড়ি বিকলে যানজট সৃষ্টি হয়েছে।
মাজারুল ইসলাম নামের এক যাত্রী বলেন, গুলিস্তান থেকে মোগরাপাড়া যাওয়ার জন্যে সাড়ে ১২ টায় গাড়িতে উঠেছি। কাঁচপুর আসতেই আড়াই ঘন্টা লেগে গেছে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী খবরের কাগজকে জানিয়েছেন, এশিয়ান হাইওয়ের দিকে একটি মালবাহী লড়ি বিকল হয়ে এই যানজট সৃষ্টি হয়েছে।
আমরা দীর্ঘক্ষণ ধরে রেকার দিয়ে গাড়িটি সরানোর চেষ্টা করছি কিন্তু এখনো সম্ভব হয়নি। বর্তমানে কাঁচপুর হতে মদনপুর পর্যন্ত যানজট আছে। আমরা চেষ্টা করছি।