আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
Published: 10th, May 2025 GMT
ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ করছে।
শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭দিকে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের করিম মিয়ার দোকানে আগুনের সূত্রপাত হয়। রাত ৮ টা ৪০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি মুদি দোকানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিন্তু দোকানে অনেকগুলো গ্যাস সিলিন্ডার থাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আরো পড়ুন:
বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার
বেইলি রোডে রেস্তোরাঁয় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার লিটন বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও জিরাবো ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
ঢাকা/আরিফুল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আগ ন ইউন ট
এছাড়াও পড়ুন:
ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির ‘খুব কাছাকাছি চলে এসেছি’: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) হোয়াইট হাউজে থ্যাঙ্কসগিভিং উপলক্ষে আয়োজিত টার্কি ক্ষমার অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। খবর আনাদোলুর।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি গত ৯ মাসে ৮টি যুদ্ধ শেষ করেছি এবং আমরা এখন সেই শেষ যুদ্ধটি নিয়ে কাজ করছি। এটি সহজ নয়, তবে আমার মনে হয় আমরা সফল হবো।”
আরো পড়ুন:
প্রস্তাবিত শান্তি পরিকল্পনার সংশোধনকে স্বাগত জানালেন জেলেনস্কি
ইউক্রেন ও মিত্রদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
ট্রাম্প বলেন, “আমরা একটি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি। আমি ভেবেছিলাম এটি আরও দ্রুত শেষ হবে। আমরা ৮টি যুদ্ধ শেষ করেছি। ভেবেছিলাম এটি (ইউক্রেন যুদ্ধ) সহজ হবে, তবে আমরা এক বছরেরও কম সময়ে অগ্রগতি করছি।”
এর আগে হোয়াইট হাউজ জানিয়েছিল, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি শান্তি চুক্তি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র ‘অসাধারণ অগ্রগতি’ করেছে। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। অব্যাহত রাখতে হবে।
হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “কিছু সূক্ষ্ম কিন্তু অপ্রতিরোধ্য নয়- এমন বিষয় এখনও বাকি, যা সমাধান করতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরো আলোচনার প্রয়োজন।”
গত রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রাথমিকভাবে দেওয়া ২৮ দফা প্রস্তাব নিয়ে আলোচনা করেন। এরপর উভয় পক্ষই ‘আপডেট ও পরিমার্জিত’ শান্তি কাঠামোর খসড়া প্রস্তুত করার ঘোষণা দেয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার রাতে জানান, আলোচনার পর যুক্তরাষ্ট্রের খসড়া পরিকল্পনায় এখন ‘দফা বা পয়েন্ট কম’ এবং এতে ‘অনেক সঠিক উপাদান’ রয়েছে।
মঙ্গলবার ইউক্রেনের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ নিশ্চিত করেন যে, জেনেভা আলোচনায় যুক্তরাষ্ট্রের পরিকল্পনার মূল শর্তগুলো নিয়ে কিয়েভ ও ওয়াশিংটন ‘সাধারণ সমঝোতায়’ পৌঁছেছে। তিনি আরও জানান, চূড়ান্ত পদক্ষেপ সম্পন্ন করতে এবং ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে নভেম্বরের মধ্যে জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের আয়োজন করতে চায় কিয়েভ।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফকে আগামী সপ্তাহে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন।
ঢাকা/ফিরোজ