ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো বুন্দেসলিগা জিতিয়েছেন, জিতিয়েছেন জার্মান কাপ, রানার্সআপ করেছেন ইউরোপা লিগে—সর্বশেষ মৌসুমে বায়ার লেভারকুসেনকে এমনই সাফল্যে ভরিয়েছেন জাবি আলোনসো। ৪৩ বছর বয়সী স্প্যানিশ কোচের অধীনে এ বছরও খুব একটা খারাপ খেলেনি লেভারকুসেন।

বুন্দেসলিগায় দ্বিতীয়, সুপার কাপে চ্যাম্পিয়ন, জার্মান কাপে সেমিফাইনাল আর উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো খেলেছে দলটি। লেভারকুসেন ইতিহাসের সফলতম কোচ হয়ে ওঠা আলোনসো মৌসুম শেষেই ক্লাব ছাড়তে চলেছেন। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন। গুঞ্জন আছে, রিয়াল মাদ্রিদের কোচ হতে চলেছেন আলোনসো। প্রশ্ন হচ্ছে, আলোনসোর ছেড়ে যাওয়া জায়গায় কাকে কোচের দায়িত্ব দিচ্ছে আলোনসো?

লেভারকুসেনের পরবর্তী কোচ হিসেবে দুজনের নাম বিবেচনায় আছে বলে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম কিকার। এর মধ্যে এগিয়ে আছেন এরিক টেন হাগ। ৫৫ বছর বয়সী এই ডাচ কোচ সর্বশেষ ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে ছিলেন। গত অক্টোবরে দলের খারাপ পারফরম্যান্সের জেরে চাকরি ছাড়তে হয়েছিল তাঁকে।

এর পর থেকে বেকার টেন হাগ। কিকারের খবরে বলা হয়, ইউনাইটেডকে লিগ কাপ ও এফএ কাপ জেতানো এই কোচ কোথাও যুক্ত না থাকায় তাঁকে দলে ভেড়ানো সহজই হবে। যদিও বেতনের দিক থেকে বেশিই খরচ করতে হতে পারে লেভারকুসেনকে।

এরিক টেন হাগ যখন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টাকা সরিয়ে ধরা পড়ায় দুই খালাকে খুন করে কিশোর: ডিবি

পুরোনো বাইসাইকেল কিনতে ৩ হাজার টাকা দরকার ছিল ১৫ বছর বয়সী কিশোরের। এ জন্য রাজধানীর যাত্রাবাড়ী থেকে মিরপুরে খালার বাসায় টাকা চাইতে যায় সে। ভাগনের জন্য শরবত বানাতে ডাইনিংরুমে যান খালা মরিয়ম বেগম। এ সময় খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে কিশোরটি। খালা তার মাকে বলে দেবেন বলে ভয় দেখান। তখন তাকে ছুরিকাঘাত করে সে। চিৎকার শুনে অন্য কক্ষ থেকে আরেক খালা সুফিয়া বেগম এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করে ওই কিশোর।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, ছুরিকাঘাতের পর ওই কিশোর বাসার রান্নাঘরে গিয়ে পাটা এনে দুই খালার মাথায় আঘাত করে।

গত শুক্রবার রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তাঁর ছোট বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাত, শিলনোড়ার আঘাতে হত্যা করা হয়। সেদিন রাত ১১টার দিকে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।

ওই কিশোরকে আইনের সংস্পর্শে আনা হয়েছে বলে জানান ডিবি কর্মকর্তা নাসিরুল ইসলাম। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, শুক্রবার বেলা ১২টা ৪৭ মিনিটে খালার বাসায় যায় ওই কিশোর। দুই খালাকে হত্যার পর বেলা ১টা ৫৭ মিনিটে বাসা থেকে বেরিয়ে যায় সে। বাসায় যখন যায়, তখন তার পরনে ছিল লাল টি–শার্ট, মাথায় ক্যাপ ও জিনস প্যান্ট। হত্যার পর পরনের টি–শার্ট পরিবর্তন করে বাসা থেকে বেরিয়ে যায় ওই কিশোর।

ডিবি কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণে ওই কিশোরকে শনাক্ত করা হয়। গতকাল গভীর রাতে ঝালকাঠির সদর উপজেলার আছিয়ার গ্রাম থেকে তাকে পরিবারসহ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর এই হত্যায় জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করে।’

আরও পড়ুনশেওড়াপাড়ায় দুই বোনকে হত্যায় সিসিটিভিতে দেখতে পাওয়া ব্যক্তি গ্রেপ্তার: পুলিশ৩ ঘণ্টা আগে

ডিবি জানায়, এই কিশোর শুরু থেকেই পুলিশের তৎপরতার ওপর নজর রাখছিল। তদন্তের কাজে পুলিশ যেখানে যায়, সেখানে গিয়ে পুলিশের পাশে দাঁড়িয়ে কথা শুনছিল। পুলিশকে সে নানা তথ্য দিয়ে সহযোগিতা করছিল।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনার পেছনে জমি-সম্পদ নিয়ে কোনো বিরোধ ছিল কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ