শাকিবের সঙ্গে হঠাৎ এক ফ্রেমে দুই দেশের তিন নায়িকা, কেন...
Published: 25th, May 2025 GMT
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিভিন্ন সময় অভিনয় করেছেন বাংলাদেশের পাশাপাশি ভারতের একাধিক নায়িকা। তাঁদের মধ্য থেকে তিনজনকে আজ রোববার শাকিবের সঙ্গে দেখা গেল। সকাল থেকেই চলচ্চিত্রের বিভিন্ন পেজ ও গ্রুপে ঘুরছে শাকিব খানের সঙ্গে তিন নায়িকার একটি স্থিরচিত্র, যেখানে আছেন জয়া আহসান, শ্রাবন্তী চ্যাটার্জি ও শুভশ্রী গাঙ্গুলি। আরও আছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। একই ফ্রেমে আছেন পরিচালক রায়হান রাফী, বাংলাদেশের প্রযোজক শাহরিয়ার শাকিল ও ভারতের মহেন্দ্র সোনিকে। দুজনের দুই প্রতিষ্ঠান মিলে এখন এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড নামে ছবি নির্মাণ করছেন। জানা গেছে, মহেন্দ্র সোনির নিমন্ত্রণেই এই পুনর্মিলন। তবে ছবি দেখে নেটিজেনরা আশায় বুক বাঁধছেন হয়তো বড় কিছু অপেক্ষা করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘তাণ্ডব’ সিনেমার ডাবিংয়ের কাজে এখন কলকাতায় আছেন শাকিব খান ও জয়া আহসানরা। ডাবিংয়ের ফাঁকে প্রযোজক মহেন্দ্র সোনির কলকাতার বাড়িতে গতকাল শনিবার সন্ধ্যায় দাওয়াতে অংশ নেন শাকিব খান, জয়া আহসান, রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং কলকাতার অভিনয়শিল্পীরা। সেখানেই নৈশভোজের পাশপাশি আড্ডায় মেতে ওঠেন তাঁরা। এরপর মুহূর্ত ধরে রাখতে ফ্রেমবন্দীও হন তাঁরা।
টালিউডের প্রায় সব জনপ্রিয় নায়িকা শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। অনেকেই বলে থাকেন যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’ দিয়ে নতুন অধ্যায়ের শুরু হয় শাকিবের। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘শিকারি’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেন শ্রাবন্তী। সিনেমাটির পর দেশের গণ্ডি পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গেও শাকিবের ভক্ত-অনুরাগীর সংখ্যা বাড়তে থাকে। পরের বছর টালিউডের আরেক জনপ্রিয় নায়িকা শুভশ্রীর সঙ্গে শাকিবের ‘নবাব’ সিনেমাও ব্যবসায়িক সফলতা পায়। এর পরের বছর ফের শাকিব-শুভশ্রীকে দেখা যায় ‘চালবাজ’ সিনেমায়। শ্রাবন্তীর সঙ্গে ‘ভাইজান এলোরে সিনেমায়’ও দেখা গেছে শাকিবকে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ র বন ত
এছাড়াও পড়ুন:
তারাগঞ্জে ভাতার কার্ড না পেয়ে ঘুষের টাকা ফেরত চাওয়ায় মারধরের অভিযোগ
স্ত্রীর মাতৃত্বকালীন ভাতার কার্ডের আশায় দেড় বছর আগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আট হাজার টাকা ঘুষ দিয়েছিলেন এক অটোরিকশাচালক। দীর্ঘদিনেও কার্ড না হওয়ায় সেই টাকা ফেরত চাওয়ায় তাঁকে মারধরের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে আহত ভুক্তভোগী মো. রশিদুল কাজী (৩৭) ওই ইউপির চেয়ারম্যান আল ইবাদত হোসেনসহ তিনজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সয়ার ইউনিয়নের দামোদরপুর সরকারপাড়ার অটোরিকশাচালক মো. রশিদুল কাজী তাঁর স্ত্রী রাবেয়া বেগমের মাতৃত্বকালীন ভাতার কার্ড করার জন্য দেড় বছর আগে ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেনকে আট হাজার টাকা দেন। তবে দীর্ঘদিনেও ভাতার কার্ড না করায় রশিদুল টাকা ফেরত চাইলে চেয়ারম্যান নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।
রশিদুল কাজীর অভিযোগ, গত মঙ্গলবার বিকেল চারটার দিকে চেয়ারম্যান টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে তাঁকে ইউনিয়ন পরিষদে ডেকে নেন। সেখানে উপস্থিত হলে চেয়ারম্যান আল ইবাদত হোসেন, আকবার হোসেন ও সাদেকুল মিলে ইউনিয়ন পরিষদের কক্ষে তাঁকে বেদম মারধর করেন। এ সময় ইউনিয়ন পরিষদের কিছু চৌকিদারও মারধরে অংশ নেন বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
ভুক্তভোগী রশিদুল কাজী বলেন, ‘আমি একজন অটোচালক। স্ত্রীর জন্য মাতৃত্বকালীন ভাতার কার্ড করতে গেলে আট হাজার টাকা নেন চেয়ারম্যান। কিন্তু দীর্ঘদিনেও কার্ড করে দেননি। টাকা চাওয়ায় আমাকে মারধর করেছেন। প্রাণনাশের হুমকি দিয়েছেন।’
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন বলেন, ‘মঙ্গলবার ইউনিয়ন পরিষদের কোর্ট চলছিল, সেখানে হুট করে ঢুকে রশিদুল আমার চেয়ারের কাছে দাঁড়ায়। আমি তাকে পরে ডেকে নেব বলে বসতে বলি। এরপর সে উত্তেজিত হয়ে আমাকে গালিগালাজ করে। সহ্য করতে না পেরে একটা থাপ্পড় মেরেছি। এরপর চৌকিদাররা তাকে নিয়ে যাওয়ার সময় সিঁড়িতে পড়ে আঘাত পায়। তাকে চিকিৎসকও দেখিয়েছি। সে ও চিকিৎসক দুজনই বলেছে, কোনো সমস্যা নেই। ঝামেলা সেদিনই মিটে গেছে। আর টাকা নেওয়ার যে অভিযোগ করেছে, তা ঠিক নয়।’
এ বিষয়ে তারাগঞ্জের ইউএনও রুবেল রানা বলেন, অভিযোগ পেয়েছেন। চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ভুক্তভোগী চাইলে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়িত্বরত কর্মকর্তার কাছে এনেছিলেন ওই ব্যক্তি। অভিযোগটি ইউএনও বরাবর হওয়ায়, সেটি ইউএনওকে দিতে বলা হয়। থানায় অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।