জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের জন্য বডি ক্যামেরা আসবে: অর্থ উপদেষ্টা
Published: 18th, November 2025 GMT
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদার করতে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত আগেই হয়েছিল। বডি ক্যামেরার সংখ্যা এখন কমিয়ে আনা হবে। সংসদ নির্বাচনের আগেই এসব বডি ক্যামেরা আসবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনীতিবিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। আমরা পর্যালোচনা করে আসতে বলেছি। বডিক্যামটা আসবে, হয়তো এখন একটু যৌক্তিক হিসেবে আসবে। যেসব সেনসিটিভ (স্পর্শকাতর) জায়গা আছে, ওইখানে আমরা বডি ক্যামেরা সুপারিশ করেছি। সব জায়গায় বডি ক্যামেরা দিতে পারব না। এগুলো তদারক করার ব্যাপার আছে। নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে কেনা হবে।
আগে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা ছিল, এখন সেটা কমবে কেন—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সংখ্যাটা কমবে। তবে কত কমবে, তা এখন বলব না। যখন প্রস্তাব আসবে তখন জানা যাবে।
কবে নাগাদ কেনা হবে জানতে চাইলে তিনি বলেন, শিগগিরই। হয়তো পরের সপ্তাহে প্রস্তাব আসবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘সোলজার’-এ শাকিবের বিপরীতে তানজিন তিশার ফার্স্টলুক প্রকাশ
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। অ্যাকশন-থ্রিলার ঘরানার প্রতীক্ষিত ‘সোলজার’ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সিনেমাটির অফিসিয়াল ফেসবুক পেজে ফার্স্টলুক প্রকাশ করা হয়। পোস্টারে দেখা যায়, হাতে ক্যামেরা, গায়ে গাঢ় রঙের পোশাক, আর চারপাশে ভাসমান দাবার গুটি—সব মিলিয়ে তিশাকে দেখা গেছে এক আত্মবিশ্বাসী, কৌশলী ও নির্ভীক নারীর চরিত্রে। পোস্টারের প্রতীকী উপস্থাপন থেকেই অনুমান করা যাচ্ছে, গল্পে তার চরিত্রটি গুরুত্বপূর্ণ ও বুদ্ধিনির্ভর।
আরো পড়ুন:
ফের বিজ্ঞাপনচিত্রে শাকিব খান
শাকিবের নায়িকা পাকিস্তানের হানিয়া
পোস্টার প্রকাশের পর মুহূর্তেই ভক্তদের প্রতিক্রিয়ায় সরগরম হয়ে ওঠে মন্তব্যের ঘর। অনেকে ধারণা করছেন, সিনেমায় তিশাকে দেখা যেতে পারে সাংবাদিক চরিত্রে। কেউ কেউ লিখেছেন, “পোস্টার দেখে তো মনে হচ্ছে দারুণ ইনভেস্টিগেটিভ চরিত্র!”
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’ পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। তিনি জানিয়েছেন, ঈদকেন্দ্রিক মুক্তির প্রচলিত ধারা থেকে বেরিয়ে অন্য সময়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। তিশা-শাকিব ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশী প্রমুখ।
ঢাকা/রাহাত/শান্ত