চট্টগ্রাম নগরের খাজা রোড এলাকার বাসিন্দা রুবি আক্তারের বাসায় আজ বৃহস্পতিবার দুপুরে রান্না হয়নি। গতকাল বুধবার সন্ধ্যা থেকেই তাঁদের বাসায় গ্যাস নেই। বেলা দুইটার দিকে তিনি এই প্রতিবেদককে বলেন, গ্যাসের জন্য অপেক্ষা করছেন। দুপুরে হোটেল থেকে খাবার এনে খেয়েছেন। রাতেও গ্যাস না এলে একই অবস্থা হবে।

শুধু রুবি আক্তার নন, চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। নগরের ফিলিং স্টেশনগুলোয়ও গ্যাস নেই। এতে গ্যাসের জন্য যানবাহনের লম্বা লাইন দেখা গেছে। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে দুই দিন ধরে গ্যাসবাহী জাহাজ ভিড়তে পারছে না। এ কারণে চট্টগ্রামসহ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। পেট্রোবাংলাও বিজ্ঞপ্তি প্রকাশ করে গতকাল এ তথ্য জানিয়েছে।

আমদানি করা এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি। অন্যটি সামিট এলএনজি টার্মিনাল। এই দুটি টার্মিনালের মাধ্যমে বিতরণ কোম্পানিগুলোকে দিনে প্রায় এক হাজার মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হয়। টার্মিনাল থেকে গ্যাস বিতরণের দায়িত্বে রয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়ে কোম্পানির উপমহাব্যবস্থাপক শফিউদ্দিন মো.

ফরহাদ ওমর প্রথম আলোকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত দুই দিন দুটি টার্মিনালে কার্গো ভিড়তে পারেনি। তবে আজ সকালে সামিট এলএনজি টার্মিনালে একটি কার্গো যুক্ত হয়েছে। আজ সন্ধ্যার মধ্যে গ্যাস সরবরাহ করা যাবে। শফিউদ্দিন মো. ফরহাদ ওমর জানান, দুটি টার্মিনালে ১৮০ থেকে ১৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। সব গ্যাসই আসছে চট্টগ্রামে। ঢাকায় কোনো গ্যাস যাচ্ছে না।

জানতে চাইলে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকায় আপাতত আনা যাচ্ছে না। তবে এরই মধ্যে একটি কার্গো টার্মিনালে ভিড়তে পেরেছে। সন্ধ্যার মধ্যেই গ্যাসের চাপ বেড়ে যাবে। আরেকটি কার্গো সন্ধ্যায় যুক্ত হওয়ার কথা রয়েছে। আবহাওয়া ঠিক থাকলে আজকের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।

দুর্ভোগ নগরজুড়ে

গ্রাহক ও কেজিডিসিএল সূত্র জানায়, চট্টগ্রাম নগরের হালিশহর, পাহাড়তলী, আগ্রাবাদ, চটেশ্বরী, লালখান বাজার, জামালখান, চেরাগীপাহাড়, আন্দরকিল্লাসহ বিভিন্ন এলাকায় এখনো গ্যাস নেই। অন্যান্য এলাকায় গ্যাস থাকলেও চাপ একেবারে কম।

হালিশহরের বাসিন্দা রোকেয়া বেগমের বাসায় গতকাল বিকেল থেকে গ্যাস নেই। আজ বেলা আড়াইটায় তিনি এই প্রতিবেদককে জানান, গ্যাস না আসায় রান্না হয়নি। হোটেল থেকে কিনে এনেছেন খাবার। এদিকে নগরের ফিলিং স্টেশনগুলোয়ও গ্যাস পাওয়া যাচ্ছে না। এ কারণে গ্যাসচালিত যানবাহনগুলো স্টেশনের সামনে দাঁড়িয়ে ছিল।

জিইসি এলাকার বাসিন্দা মোহাম্মদ নূরে আলমের বাসায়ও গ্যাস নেই। তাঁরা কেরোসিন তেলের চুলায় রান্না করে কোনোমতে দিন পার করছেন। মোহাম্মদ নূরে আলম বলেন, ‘গ্যাস চলে যাবে জানতাম না। এ কারণে দুর্ভোগটা বেশি পোহাতে হলো। আগে জানলে রান্না করে রাখতে পারতাম।’

চট্টগ্রামে গ্যাস সরবরাহের দায়িত্বে রয়েছে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মহাব্যবস্থাপক মো. শফিউল আজম খান প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে চাহিদা ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। গতকাল পাওয়া গেছে ২০০ মিলিয়ন। এ কারণে শিল্প ও বাসাবাড়িতে সরবরাহ ব্যাহত হচ্ছে। এ ছাড়া নগরের ফিলিং স্টেশনেও গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। তবে সার ও বিদ্যুতে গ্যাস যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার কার্যালয় জানিয়েছে, গত মঙ্গলবার বেলা তিনটা থেকে গতকাল বেলা তিনটা পর্যন্ত কক্সবাজারে ১১২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর পর থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি কিছুটা কম ছিল। ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দুপুরের পর থেকে আবার বৃষ্টি বাড়তে থাকে। বর্তমানে সাগর প্রচণ্ড উত্তাল। দমকা হাওয়া বইছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ য স সরবর হ সরবর হ ব নগর র গতক ল

এছাড়াও পড়ুন:

৭০ শতাংশ নির্বাচন সামগ্রী কেনাকাটা সম্পন্ন

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন সামগ্রীর ৭০ শতাংশ কেনাকাটা এরইমধ্যে সম্পন্ন হয়েছে।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সিনিয়র সচিব জানান, মার্কিং সিল, গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, হেসিয়ান ব্যাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচন সামগ্রী এরইমধ্যে ইসির গুদামে পৌঁছেছে। চলতি সেপ্টেম্বরের মধ্যেই অবশিষ্ট সামগ্রী সরবরাহ সম্পন্ন হবে বলে আশা করছি।”

তিনি বলেন, “প্রায় ৭০ শতাংশ কেনাকাটার কাজ শেষ হয়েছে। সেপ্টেম্বরে অবশিষ্ট কেনাকাটাও শেষ হবে। চাহিদা অনুযায়ী সব সামগ্রী সময়মতো পৌঁছে যাবে।”

তিনি জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) থেকে দুটি গুরুত্বপূর্ণ সামগ্রী— স্ট্যাম্প প্যাড ও অমোচনীয় কালি সরবরাহ করা হবে। ১৫ অক্টোবরের মধ্যে এই সামগ্রী হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে ইউএনডিপি। এর একটি অংশ চলতি মাসেই আসবে এবং বাকিটা আগামী মাসে।

তিনি বলেন, “স্থানীয় বাজার থেকে আট ধরনের সামগ্রী সংগ্রহ করা হচ্ছে, যেগুলোর মধ্যে রয়েছে- গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ ও গানি ব্যাগ।

সচিব আশ্বস্ত করে বলেন, “নির্বাচন সামগ্রী নিয়ে আমাদের কোনো সংশয় নেই। আমরা যে সময়সীমা নির্ধারণ করেছিলাম, সেই সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করতে পারব। নির্বাচনের আগে মাঠ পর্যায়ে সব নির্বাচনী সামগ্রী পৌঁছে যাবে।”

ইসির ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে মাঠ পর্যায়ে নির্বাচন সামগ্রী বিতরণ সম্পন্ন হবে। এর মধ্যে থাকবে- ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, কালি ও ভোট গ্রহণের প্রয়োজনীয় সব উপকরণ।

সচিব বলেন, “সময়মতো সামগ্রী পৌঁছানো গেলে নির্বাচন পরিচালনায় কোনো ধরনের বাধা তৈরি হবে না। এতে নির্বাচনের সুষ্ঠুতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।”

ঢাকা/এএএম/এস

সম্পর্কিত নিবন্ধ

  • সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ
  • বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
  • বেনাপোল দিয়ে দুই দিনে ভারতে গেল ৫৬.২৫ মেট্রিকটন ইলিশ
  • ৭০ শতাংশ নির্বাচন সামগ্রী কেনাকাটা সম্পন্ন
  • যেসব এলাকায় শুক্রবার রাতে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
  • গাজীপুরে মুখ থুবড়ে পড়েছে ২৪ কোটি টাকার পানি প্রকল্প
  • প্রথম চালানে ৩৭ হাজার ৪৬০ কেজি ইলিশ গেল ভারতে