ময়মনসিংহের ফুলপুরে দুর্ঘটনাকবলিত বাসটি আসনের অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে ছোটার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেছেন এক যাত্রী। তাঁর ভাষ্য, বাসটি দাঁড়ানো যাত্রী দিয়ে ঠাসাঠাসি অবস্থা ছিল। এ অবস্থায় চালকের এক সহকারী এটি চালাচ্ছিলেন।

শ্যামলী বাংলা পরিবহনের দুর্ঘটনাকবলিত বাসে ময়মনসিংহ শহরে আসছিলেন হালুয়াঘাটের জুগলি এলাকার বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত। গতকাল শুক্রবার রাতে তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘বৃষ্টি থাকায় রাস্তা স্যাঁতসেঁতে ছিল। বেপরোয়া গতিতে আসা মাহিন্দ্রা, বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন ও অদক্ষ চালক দিয়ে বাস চালানোয় দুর্ঘটনাটি ঘটেছে বলে আমি মনে করেছি।’

আরও পড়ুনময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮১ ঘণ্টা আগে

ইয়াসিন আরাফাত বলেন, ‘ঢাকাগামী বাসটিতে সিটে যাত্রী নিলেও ২০ থেকে ২৫ জন দাঁড়িয়ে ছিলেন। আর এটি চালাচ্ছিলেন ১৮ থেকে ২০ বছর বয়সী এক তরুণ। তাঁকে দেখে হেলপার (চালকের সহকারী) মনে হয়েছে। যাত্রীতে ঠাসাঠাসি অবস্থায় আমি বাসের মাঝামাঝি দাঁড়িয়ে ছিলাম। ফুলপুরের কাজিয়াকান্দা এলাকায় বাসটি যখন পৌঁছায়, তখন সামনে দ্রুতগতিতে আসছিল মাহিন্দ্রা গাড়িটি। মুহূর্তেই এই দুই গাড়ির সংঘর্ষ হয়। আমি খুব শক্ত করে হাতল ধরে রাখলেও প্রায় তিন হাত সামনের দিকে চলে যাই। যখন নিজে স্থির হই, আমার সামনে কাউকে আর দাঁড়ানো দেখিনি। সবাই আহত অবস্থায় গড়িয়ে নিচের দিকে যাচ্ছিলেন। তখন দ্রুত বাস থেকে নেমে যাই। আশপাশের লোকজনও ছোটাছুটি করে উদ্ধারে এগিয়ে আসেন। বাসের সঙ্গে সংঘর্ষে মাহিন্দ্রাটি ছিটকে বিদ্যুতের খুঁটিতে গিয়ে চ্যাপটা হয়ে যায়। আর বাসটি রাস্তার বিপরীত দিকে একটি গাছে ধাক্কা দিয়ে আটকে যায়।’

এ প্রসঙ্গে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, বাসটি চালক নাকি তাঁর সহকারী চালাচ্ছিলেন, তা তদন্তে বের হবে। তাঁদের ধরতে পুলিশ কাজ করছে। আপাতত বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

এদিকে ওই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। তিনি বলেন, দুর্ঘটনায় কারও গাফিলতি ছিল কি না, তা বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনময়মনসিংহে দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১০১৪ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ য় দ র ঘটন স ঘর ষ

এছাড়াও পড়ুন:

মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল

মজিদের সেঞ্চুরি ও হায়দারের ঝড়ে ময়মনসিংহের ৫৫৫

জাতীয় ক্রিকেট লিগে নবাগত ময়মনসিংহ দারুণভাবে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। প্রথম ইনিংসে মোহাম্মদ নাঈম ও মাহফিজুল ইসলামের পর এবার সেঞ্চুরি পেয়েছেন আবদুল মজিদ। অধিনায়ক শুভাগত হোম ও আবু হায়দারও খেলেছেন ঝোড়ো ইনিংস। তিনজনের ব্যাটে ভর করে ময়মনসিংহ ৬ উইকেটে ৫৫৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে বল হাতে শুরুও করেছে ভালো—প্রতিপক্ষ রংপুর দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৮ রান তুলে ফিরেছে ড্রেসিংরুমে।

২ উইকেটে ২৮১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ময়মনসিংহ। তবে ২২ রান যোগ করতেই পড়ে যায় আরও দুটি উইকেট। এরপর মজিদ ও শুভাগত গড়েন ১৩০ রানের জুটি। ৮৬ বলে ৬৫ রান করে শুভাগত আউট হওয়ার পর মজিদ জুটি গড়েন তাহজিবুল ইসলামের সঙ্গে (২১)। ষষ্ঠ উইকেটে আসে ৩৪ রান। এরপর হায়দারকে সঙ্গে নিয়ে মাত্র ৪২ বলেই সপ্তম উইকেটে তোলেন ৭৭ রান। ৩৪ বলে ৫ ছক্কায় ৬০ রান করেন হায়দার। অপর প্রান্তে ১৮৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১১৯ রানে অপরাজিত থাকেন মজিদ। ১১০ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তাঁর ১৪তম সেঞ্চুরি।

সেঞ্চুরি হাতছাড়া মুমিনুলের৯২ রানে আউট হয়েছেন চট্টগ্রামের মুমিনুল হক

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহ-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ
  • ছাত্রলীগের সহ-সভাপতি রুমা গ্রেপ্তার
  • ময়মনসিংহে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
  • সেঞ্চুরির অপেক্ষায় মুশফিকুর, তিন দিনেই জয় রাজশাহীর
  • পা পিছলে ট্রেনের নিচে সবজি বিক্রেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
  • পা পিছলে ট্রেনের নিচে, অলৌকিকভাবে বেঁচে গেলেও পরে মৃত্যু
  • নভেম্বরে বৃষ্টি ফসলের জন্য কতটা ক্ষতির
  • মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল
  • মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
  • দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস