চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ইলেকট্রিক সিগারেট, রিফিল, কার্টিজ, কয়েলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)।

রবিাবর (২২ জুন) সকালে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আইয়ুবের কাছ থেকে এসব পণ্য জব্দ হয়। শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, লাগেজ নিয়ে বিমান বন্দরের কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই সদস্যরা যাত্রী আইয়ুবের ব্যাগেজ তল্লাশি করেন। তার লাগেজের ভেতর থেকে ২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০টি সিগারেট কার্টিজ এবং ৩০টি সিগারেট কয়েল পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৭৩ হাজার টাকা। 

আরো পড়ুন:

কভার্ডভ্যানে মিলল ১৬০ বোতল ভারতীয় মদ

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, নৌকা জব্দ

তিনি জানান, এ ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ঢাকা/রেজাউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাজধানীতে এনএসআই কর্মকর্তা পরিচয়ে তুরস্কের নাগরিকের কাছে অর্থ দাবি করে গ্রেপ্তার

রাজধানীতে তুরস্কের এক নাগরিকের কাছে নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ দাবি করার অভিযোগে মো. রুবেল হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুলশান থানা–পুলিশ। গতকাল শনিবার দুপুরে মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

পুলিশ জানায়, গত ৩১ আগস্ট সকালে টার্কিশ এয়ারলাইনসের কর্মকর্তা সেরকান আকানের কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে নিজেকে এনএসআই গুলশান জোনের এডি পরিচয় দেন প্রতারক রুবেল হোসেন। পাসপোর্ট ভেরিফিকেশনের কথা বলে তিনি প্রথমে পাঁচ হাজার টাকা এবং পরে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সেরকানকে ভয়ভীতি দেখানো হয়।

টার্কিশ এয়ারলাইনস কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় মামলা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি মোবাইল সিম ও বিভিন্ন লোকের পাসপোর্ট–সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • রাজধানীতে এনএসআই কর্মকর্তা পরিচয়ে তুরস্কের নাগরিকের কাছে অর্থ দাবি করে গ্রেপ্তার