Risingbd:
2025-12-07@20:40:23 GMT

কী অপেক্ষা করছে মিরপুরে?

Published: 23rd, October 2025 GMT

কী অপেক্ষা করছে মিরপুরে?

যদি এভাবেও বলা হয় নিজেদের পাতা ফাঁদে বাংলাদেশ! তাহলে ভুল হবে না নিশ্চয়ই। স্পিনে ওয়েস্ট ইন্ডিজকে নাকাল করার ভাবনা থেকে মিরপুরের ২২ গজকে বাংলাদেশ চেনা রূপে সাজিয়েছিল। কিন্তু ড‌্যারেন স‌্যামির মস্তিষ্ক খেল দেখাল। 

স্পিনের বদলায় স্পিন দিয়েই ঘায়েল করলো প্রতিপক্ষ শিবিরকে। তাইতো প্রথম ম‌্যাচে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম‌্যাচে ঘুরে দাঁড়িয়ে তিন ম‌্যাচের সিরিজে ১-১ সমতা আনতে পারে ক‌্যারিবীয়নারা। আজ সিরিজে শেষ ম‌্যাচ একই মাঠ মিরপুরে। দুপুর দেড়টা থেকে শুরুর অপেক্ষায় থাকা সিরিজ নির্ধারণী ম‌্যাচকে ঘিরে একটাই প্রশ্ন, উৎকণ্ঠা আজ কী অপেক্ষা করছে মিরপুরে?

একদিনে আগেই বাংলাদেশ ম‌্যাচ হারলেও শেষ পর্যন্ত লড়াই করেছে। ম‌্যাচ টাইয়ের পর প্রথমবার সুপার ওভার খেলতে পারে। সুপার ওভারে অবশ‌্য সুপার ফ্লপ ছিল স্বাগতিকরা। ম‌্যাচ পরিস্থিতি বোঝার ঘাটতি,  বোলিং পরিবর্তনে আনাড়িপনা, সুপার ওভারে ভুল ব‌্যাটসম‌্যান নির্বাচন- সর্বোপরি অতীতের সকল ব্যর্থতা আর বিতর্ককেই ছাপিয়ে গেছে মেহেদি হাসান মিরাজের দল। তবুও আশা দেখিয়েছেন অধিনায়ক, ‘‘আমরা পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি।’’ দু’দলেরই সামনে সুযোগ সিরিজ নিশ্চিতের, পাশাপাশি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগের।

ওয়ানডেতে বাংলাদেশ এখন পর্যন্ত ৩৫টি ওয়ানডে সিরিজ জিতেছে। ১৮টিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে। জয় পাওয়া সিরিজে তিন ম‌্যাচের সিরিজ আছে ২৪টি। এর বাইরে ৫, ৪, ২ ও ১ ম‌্যাচের সিরিজ আছে ১১টি। 

তিন ম‌্যাচের সিরিজে বাংলাদেশ ২-১ ব‌্যবধানে জিতেছে এগারবার। ৩-০ ‌ব‌্যবধানে হোয়াইটওয়াশও আছে ১১টি। এছাড়া তিন ম‌্যাচ সিরিজে ২-০ ব‌্যবধানে জিতেছে দুইটি।

বাংলাদেশ আজ জিতলে জিতবে ৩৬তম ওয়ানডে সিরিজ। ১-১ সমতায় থাকা সিরিজের পারফরম‌্যান্স, অতীত রেকর্ড একেবারেই খারাপ নয়। তিন ম‌্যাচের সিরিজের শেষ ম‌্যাচ হেরে সিরিজ খোয়ানোর রেকর্ড আছে ৬টি। সিরিজ জয়ের কীর্তি ৫টি। এছাড়া পিছিয়ে থেকে সিরিজ জয়ের রেকর্ড আছে ২টি, সিরিজ নিশ্চিতের পর শেষ ম‌্যাচ হেরেছে ৪টি।

অতীতেও বলা, পরিসংখ‌্যান কেবলই একটি সংখ‌্যা। যা শুধু আত্মবিশ্বাস দিতে পারে। বাংলাদেশের জন‌্য এই মুহূর্তে এসব পরিসংখ‌্যান খুব একটা মাইনে রাখবে না। মাঠের ২২ গজে পারফরম‌্যান্সই এখন বড় বিষয়। বছরের শেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নেমে দল কতটা জয়ের জন‌্য লড়তে পারেন, জান দিয়ে খেলতে পারেন সেটাই দেখার। এ বছর ওয়ানডেতে রেকর্ড খুবই বাজে। ১০ ম‌্যাচে মাত্র ২ জয় পেয়েছে।  

ওয়েস্ট ইন্ডিজকে হারাতে আজ নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে। বিশেষ করে ব‌্যাটসম‌্যানদের রান করতে হবে। স্পিনাররা আবার কঠিন পরীক্ষা নেবে বলার অপেক্ষা রাখে না। দেখার বিষয়, স্পিন-স্পিন আক্রমণে শেষ হাসিটা কারা হাসতে পারে?

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র কর ড

এছাড়াও পড়ুন:

বছর শেষে রণবীরের ‘ধুরন্ধর’ সিনেমার হালচাল কী?

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’। লাদাখে শুটিং করতে গিয়ে সিনেমাটির শতাধিক ক্রু সদস্য অসুস্থ হয়ে পড়েন, ট্রেইলার মুক্তির পর রণবীরের মারকাটারি উপস্থিতিও আলোচনার জন্ম দিয়েছিল। ফলে আদিত্য ধর নির্মিত এ সিনেমার জন্য অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। অপেক্ষার ইতি টেনে সিনেমাটি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন রণবীর সিং। গত ৫ ডিসেম্বর ৪ হাজার পর্দায় মুক্তি পায় এটি। চলতি বছরে রণবীর সিংয়ের এটিই প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা।  

প্রিয় তারকার সিনেমার জন্য বছরজুড়ে অপেক্ষায় ছিলেন রণবীরের ভক্ত-অনুরাগীরা। বছর শেষে পর্দায় এসে ভক্তদের হতাশ করেননি এই তারকা। চলচ্চিত্র সমালোচক, বক্স অফিস রিপোর্ট অন্তত তেমনই খবর দিয়েছে। 

আরো পড়ুন:

সঞ্জয় দত্তর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, মুখ খুললেন বিদ্যা

স্ত্রীকে সঞ্জয়ের ‘মা’ সম্বোধন, নেপথ্যে কী?

দ্য টাইমস অব ইন্ডিয়ার রেণুকা ‘ধুরন্ধর’ সিনেমার রেটিং পাঁচে সাড়ে তিন দিয়েছেন। ‘ধুরন্ধর’ সিনেমাকে ‘শক্তিশালী করাচি মাফিয়া থ্রিলার’ বলেও আখ্যা দিয়েছেন তিনি। তার মতে, “সিনেমাটির প্রধান অভিনেতা রণবীর সিং ‘সংযত কিন্তু জ্বলন্ত’ পারফরম্যান্স করেছেন; যা চলচ্চিত্রের সামগ্রিক প্রভাবকে দৃঢ়ভাবে ধারণ করে। সিনেমাটি প্রায় সাড়ে ৩ ঘণ্টা দৈর্ঘ্যের হলেও বিরক্তিকর মনে হয়নি। কারণ এতে রয়েছে ‘স্টাইলিশ, নিবিড় গাঁথুনির গল্প। আর নির্মাণশৈলী বিশ্বমানের।”  

হিন্দুস্তান টাইমসের ঋষভ সুরি পাঁচে রেটিং দিয়েছেন ৩। ‘দীর্ঘ কিন্তু উপাদানে ভরপুর স্পাই ড্রামা’ বলে বর্ণনা করেছেন তিনি। রণবীর সিং ও অক্ষয় খান্নার অভিনয়, পাশাপাশি পরিচালক আদিত্য ধরের কাজের প্রশংসা করেছেন। তবে সমালোচক রেণুকার সঙ্গে খানিকটা দ্বিমত পোষণ করেছেন ঋষভ। কারণ চলচ্চিত্রটির দৈর্ঘ্য অতিরিক্ত ও উপ-কাহিনি কম বলে বর্ণনা করেছেন এই সমালোচক।  

এনডিটিভির রাধিকা শর্মা পাঁচে রেটিং দিয়েছেন ৩। অভিনয়শিল্পীদের পারফরম্যান্স ও সাউন্ডট্র্যাকের প্রশংসা করেছেন তিনি। তবে দ্বিতীয়ার্ধের সমালোচনা করে সিনেমাটিকে ‘একেবারে ভিন্ন আরেকটি চলচ্চিত্রের মতো’ বলে মন্তব্য করেছেন রাধিকা। পিঙ্কভিলার গায়ত্রী নির্মল চলচ্চিত্রটিকে পাঁচে রেটিং দিয়েছেন ৪। তিনি চলচ্চিত্রটির দ্বিতীয়ার্ধ, চিত্রনাট্য, ব্যাকগ্রাউন্ড স্কোরের প্রশংসা করেছেন। যদিও চলচ্চিত্রটির দৈর্ঘ্য নিয়ে সমালোচনা করেছেন রাধিকা। 

বক্স অফিসে শুরুটা মন্দ হয়নি। বলি মুভি রিভিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত বলিউডের ৪৪টি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সিনেমার শীর্ষে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি)। এ তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ‘ধুরন্ধর’ সিনেমা। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ২৪ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৩০ কোটি রুপি। দুই দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৭.৭৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০৫ কোটি ৬৭ লাখ টাকা)।     

তবে স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘ধুরন্ধর’ সিনেমার আয় খানিকটা বেশি। মুক্তির দুই দিনে শুধু ভারতে আয় করেছে ৭২ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৯.৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০৮ কোটি ৭ লাখ টাকা)।     

ভারতীয় একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। পাকিস্তানের লিয়ারি শহরের ভেতরে ঢুকে অপারেশন চালান তিনি। সত্য-মিথের সীমানা মিলিয়ে সিনেমাটিতে উঠে এসেছে বাস্তব চরিত্রও। অক্ষয় খান্না অভিনয় করেছেন আলোচিত গ্যাংস্টার রেহমান ডাকাতের চরিত্রে আর সঞ্জয় দত্তকে দেখা গেছে এসপি চৌধুরী আসলামের ভূমিকায়। 

এ সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করেছেন সারা অর্জুন। এ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। তাছাড়াও অভিনয় করেছেন—অর্জুন রামপাল, রাজেশ বেদি, আর. মাধবন, মানব গোহিল প্রমুখ। ২৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য ধর, লোকেশ ধর, জ্যোতি দেশপান্ডে। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টিতে এগিয়েছে, ওয়ানডেতে সময় প্রয়োজন:
  • সালাহ বললেন, ‘আমাকে বলির পাঁঠা বানানো হচ্ছে’
  • বছর শেষে রণবীরের ‘ধুরন্ধর’ সিনেমার হালচাল কী?