চবির প্রথম বর্ষের ক্লাস শুরু ১ জুলাই
Published: 23rd, June 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস আগামী ১ জুলাই (মঙ্গলবার) থেকে শুরু হবে।
সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এসএম আকবর হোছাইন।
তিনি বলেন, “২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ/ইনস্টিটিউটের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হবে। এর আগে, ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রাথমিকভাবে ভর্তিকৃত শিক্ষার্থীরা অনলাইনে স্টুডেন্ট ইনফরমেশন ফরম (এসআইএফ) পূরণ করবেন। ২৯ ও ৩০ জুন শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে ধার্যকৃত ভর্তি ফি দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করবেন।”
আরো পড়ুন:
চবির মায়া লেকে প্রবেশে বাধা, শিক্ষার্থীদের ক্ষোভ
মিডিয়া অ্যাওয়ার্ড দিল চবিসাস
এবারের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেন ২ লাখ ৭১ হাজার ২৩৮ জন। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৬ জন। পরীক্ষা অনুষ্ঠিত হয় ১ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত।
ঢাকা/মিজান/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৩ জানুয়ারি শুরু হবে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবিপ্রবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫জানতে চাইলে রেজিস্ট্রার বলেন, ‘শিগগিরই ভর্তি কমিটি গঠিত হবে। এরপর আবেদনপ্রক্রিয়া থেকে শুরু করে যাবতীয় কিছু ভর্তি কমিটি শিক্ষার্থীদের অবগত করবে।’
এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ভর্তি–ইচ্ছুকদের ভোগান্তি কমাতে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র নেওয়া হয়েছিল। মূল কেন্দ্র শাবিপ্রবি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পরীক্ষা নেওয়া হয়।
আরও পড়ুনগ্লোবাল চায়না ফেলোশিপ, গবেষণার সুযোগ যুক্তরাষ্ট্রে৬ ঘণ্টা আগেএ ছাড়া ২০২০-২১ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত গুচ্ছের অধীন ভর্তি কার্যক্রম নিয়েছিল শাবিপ্রবি কর্তৃপক্ষ। তবে নানা সমস্যা ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এককভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।