রাইস বাল্ক অংশীদারদের নিয়ে অনুষ্ঠিত হলো আকিজ এসেনসিয়াল পার্টনার্স মিট ২০২৫
Published: 30th, June 2025 GMT
আকিজ রিসোর্স-এর ফাস্ট মুভিং কনজ্যুমার গুডস (এফএমসিজি) ব্র্যান্ড আকিজ এসেনসিয়াল সফলভাবে প্রথমবারের মতো রাইস বাল্ক অংশীদারদের নিয়ে ‘আকিজ এসেনসিয়াল পার্টনার্স মিট ২০২৫’ আয়োজন করে। ইভেন্টটি শনিবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার হল-২-এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা, উদ্ভাবনী উদ্যোগ প্রচার এবং ভবিষ্যতের কৌশলগত সহযোগিতার ভিত্তি স্থাপন। অনুষ্ঠানে আকিজ এসেনসিয়াল-এর শীর্ষ বিক্রেতাদের পাশাপাশি ‘চিনিগুড়া নবান্ন উৎসব ক্যাম্পেইন’-এর বিজয়ীদের পুরস্কার ও সম্মাননাস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্স-এর সিনিয়র কর্মকর্তাবৃন্দ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রাইস বাল্ক অংশীদারগণ। এ সময় এফএমসিজি শিল্পের বর্তমান চাহিদা, বাজারের প্রবণতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং আকিজ এসেনসিয়াল-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন আকিজ এসেনসিয়াল-এর সিইও এম.
আকিজ রিসোর্স-এর ভাইস চেয়ারম্যান এ. কে. জোয়াদ্দার বলেন, “আকিজ এসেনসিয়াল ও এর অংশীদারদের সঙ্গে কাজ করা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। পারস্পরিক সহযোগিতা ও নতুন সম্ভাবনার অন্বেষণই আমাদের যৌথ সফলতার চাবিকাঠি। আমি আশাবাদী, এই সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ হবে।”
আকিজ এসেনসিয়াল-এর সিইও এম. এম. আরসলান বলেন, “আমরা বিশ্বাস করি, ২০২৫ সাল আকিজ এসেনসিয়াল এবং আমাদের অংশীদারদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। আমরা একটি টেকসই ও উদ্ভাবনভিত্তিক ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছি।”
আকিজ রিসোর্স-এর চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মাদ তৌফিক হাসান বলেন, “এই পার্টনার্স মিট কেবল একটি অনুষ্ঠান নয়, বরং সম্পর্ক গড়ার, অভিজ্ঞতা বিনিময়ের এবং সম্মিলিতভাবে সামনে এগিয়ে যাওয়ার এক অসাধারণ সুযোগ। আকিজ এসেনসিয়াল সবসময় গুণমান ও উদ্ভাবনে বিশ্বাসী।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্স-এর ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কাজী মোত্তাকিন হোসাইন, এবং হেড অব অ্যাডমিন লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এম. মুরশেদুল বারি ফাহিম।
উল্লেখ্য, ২০২০ সালে যাত্রা শুরু করা আকিজ এসেনসিয়াল ইতোমধ্যেই দেশের এফএমসিজি খাতে একটি বিশ্বস্ত ও মানসম্পন্ন ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। প্রতিষ্ঠানটি গ্রাহকের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও সেবায় আস্থা অর্জনে সফল হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিস সহায়ক (গ্রেড-২০) পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এই মৌখিক পরীক্ষা ১২ থেকে ১৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রশাসন ও মধ্যপ্রাচ্য অনুবিভাগের (ভবন নম্বর–১০, দ্বিতীয় তলা, রুম নম্বর-২১) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার তারিখ ও সময়:—১২/১০/২০২৫ (রোববার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৩/১০/২০২৫ (সোমবার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৪/১০/২০২৫ (মঙ্গলবার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৫/১০/২০২৫ (বুধবার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৬/১০/২০২৫ (বৃহস্পতিবার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৯/১০/২০২৫ (রোববার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র (রঙিন প্রিন্ট কপি), অনলাইন আবেদনপত্র (রঙিন), সব শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং কোটা–সংক্রান্ত প্রমাণপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। বর্ণিত কাগজপত্র ব্যতীত কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
আরও পড়ুনরংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৫৭ পদে নিয়োগ৩ ঘণ্টা আগে