আকিজ এসেনসিয়াল-এর প্রথম ‘পার্টনার্স মিট ২০২৫’ অনুষ্ঠিত হলো ঢাকায়
Published: 30th, June 2025 GMT
দেশের অন্যতম এফএমসিজি ব্র্যান্ড আকিজ এসেনসিয়াল তাদের রাইস বাল্ক অংশীদারদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘আকিজ এসেনসিয়াল পার্টনার্স মিট ২০২৫’। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার হল-২-এ গত শনিবার দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা, উদ্ভাবনী উদ্যোগ প্রচার এবং ভবিষ্যতের কৌশলগত সহযোগিতার ভিত্তি স্থাপন। অনুষ্ঠানে আকিজ এসেনসিয়াল-এর শীর্ষ বিক্রেতাদের পাশাপাশি ‘চিনিগুড়া নবান্ন উৎসব ক্যাম্পেইন’-এর বিজয়ীদের পুরস্কার ও সম্মাননাস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্স-এর সিনিয়র কর্মকর্তাবৃন্দ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রাইস বাল্ক অংশীদারগণ। এ সময় এফএমসিজি শিল্পের বর্তমান চাহিদা, বাজারের প্রবণতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং আকিজ এসেনসিয়াল-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন আকিজ এসেনসিয়াল-এর সিইও এম.
আকিজ রিসোর্স-এর ভাইস চেয়ারম্যান এ. কে. জোয়াদ্দার বলেন, “আকিজ এসেনসিয়াল ও এর অংশীদারদের সঙ্গে কাজ করা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। পারস্পরিক সহযোগিতা ও নতুন সম্ভাবনার অন্বেষণই আমাদের যৌথ সফলতার চাবিকাঠি। আমি আশাবাদী, এই সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ হবে।”
আকিজ এসেনসিয়াল-এর সিইও এম. এম. আরসলান বলেন, “আমরা বিশ্বাস করি, ২০২৫ সাল আকিজ এসেনসিয়াল এবং আমাদের অংশীদারদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। আমরা একটি টেকসই ও উদ্ভাবনভিত্তিক ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছি।”
আকিজ রিসোর্স-এর চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মাদ তৌফিক হাসান বলেন, “এই পার্টনার্স মিট কেবল একটি অনুষ্ঠান নয়, বরং সম্পর্ক গড়ার, অভিজ্ঞতা বিনিময়ের এবং সম্মিলিতভাবে সামনে এগিয়ে যাওয়ার এক অসাধারণ সুযোগ। আকিজ এসেনসিয়াল সবসময় গুণমান ও উদ্ভাবনে বিশ্বাসী।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্স-এর ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কাজী মোত্তাকিন হোসাইন, এবং হেড অব অ্যাডমিন লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এম. মুরশেদুল বারি ফাহিম।
উল্লেখ্য, ২০২০ সালে যাত্রা শুরু করা আকিজ এসেনসিয়াল ইতোমধ্যেই দেশের এফএমসিজি খাতে একটি বিশ্বস্ত ও মানসম্পন্ন ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। প্রতিষ্ঠানটি গ্রাহকের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও সেবায় আস্থা অর্জনে সফল হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
কাশ্মীরের নওগাম থানায় বিস্ফোরণ নিছক দুর্ঘটনা: পুলিশ
ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের নওগাম থানায় বিস্ফোরণের ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে অভিহিত করেছেন জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলিন প্রভাত। আজ শনিবার সকালে তিনি বলেন, থানায় জব্দ করে রাখা বিস্ফোরক পদার্থের কারণে এ ঘটনা ঘটেছে।
দিল্লির লালকেল্লায় সম্প্রতি ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা বিস্ফোরক নওগাম থানায় সংরক্ষণ করে রাখা হয়েছিল।
আরও পড়ুনকাশ্মীরে থানায় বিস্ফোরক ভান্ডারে বিস্ফোরণে নিহত ৯, আহত ২৯৮ ঘণ্টা আগেওই বিস্ফোরক ভান্ডারে গত শুক্রবার গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেন পুলিশ মহাপরিচালক নলিন প্রভাত। তিনি বলেন, ‘নওগাম থানার ২০২৫ সালের ১৬২ নম্বর এফআইআরের তদন্তকালে ৯ ও ১০ নভেম্বর দিল্লির ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও রাসায়নিক পদার্থ জব্দ করা হয়।’
নলিন প্রভাত আরও বলেন, জব্দ করা বিস্ফোরক পদার্থ থানার খোলা জায়গায় রাখা হয়েছিল। নির্ধারিত প্রক্রিয়ার অংশ হিসেবে এগুলোর নমুনা ফরেনসিক ও রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানোর কথা ছিল। বিস্ফোরকের পরিমাণ অনেক বেশি হওয়ায় দুই দিন ধরে এ প্রক্রিয়া চলছিল।
নলিন প্রভাত বলেন, জব্দ করা পদার্থের ‘অস্থিতিশীল এবং সংবেদনশীল প্রকৃতি’ বিস্ফোরণের মূল কারণ। ফরেনসিক দল নমুনা সংগ্রহ ও প্রক্রিয়ার কাজটি অত্যন্ত সতর্কতার সঙ্গে করছিলেন। এরপরও দুর্ভাগ্যবশত বিস্ফোরণ ঘটেছে, দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়।
আরও পড়ুনদিল্লিতে বিস্ফোরণের পর ভারতে আবার ইসলামবিদ্বেষ ছড়ানো হচ্ছে, কাশ্মীরে চলছে ধরপাকড়২০ ঘণ্টা আগেপুলিশপ্রধান স্পষ্ট করে বলেছেন, এই ঘটনার কারণ নিয়ে জল্পনা-কল্পনার দরকার নেই। বিস্ফোরণের ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
বিস্ফোরণে রাজ্যের গোয়েন্দা সংস্থার ১ সদস্য, ফরেনসিক দলের ৩ কর্মী, অপরাধস্থলের ছবি তোলায় নিযুক্ত ২ আলোকচিত্রী, ২ রাজস্ব কর্মকর্তা ও ১ দর্জি নিহত হয়েছেন।
এ ছাড়া ২৭ পুলিশ সদস্য, ২ রাজস্ব কর্মকর্তা এবং আশপাশের এলাকায় ৩ জন সাধারণ মানুষ আহত হয়েছেন।
প্রভাত জানান, আহত ব্যক্তিদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসা চলছে। থানা ভবন ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুনদিল্লির বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন উমরের বাড়ি গুঁড়িয়ে দিল ভারতের নিরাপত্তা বাহিনী১৪ নভেম্বর ২০২৫