সুপ্রিম কোর্ট সচিবালয়: সচিবের দায়িত্ব পালন করবেন রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী
Published: 1st, December 2025 GMT
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আপাতত একই সঙ্গে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে খসড়া অনুমোদনের পর গতকাল রোববার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হলে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণসংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো.
তারই ধারাবাহিকতায় আজ সোমবার দেশের প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনসুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি২১ ঘণ্টা আগেঅধ্যাদেশের ৪ ধারায় সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন এবং নিয়ন্ত্রণ বিষয়ে বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাদেশের ৪ ধারার ২ ও ৪ উপধারা মোতাবেক সুপ্রিম কোর্ট সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির ওপর ন্যস্ত থাকবে এবং সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান হিসেবে একজন সচিব নিযুক্ত থাকার বিধান রয়েছে।
আরও পড়ুনঅধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছে সুপ্রিম কোর্ট২০ নভেম্বর ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তরুণ নেতৃত্বসহ নানা বিষয় নিয়ে হয়ে গেল অদম্য ইয়ুথ সামিট
তরুণ নেতৃত্ব, উদ্ভাবন ও জাতীয় উন্নয়ন নিয়ে গতকাল শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত হলো ‘অদম্য ইয়ুথ সামিট ২০২৫’। অনুষ্ঠানটির আয়োজক অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগ ‘মজার ইশকুল’। অনুষ্ঠানে উন্নয়ন সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন পেশার ২৫০ জনের বেশি তরুণ ও যুবনেতা অংশ নেন।
এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যমী তরুণদের নেতৃত্বদক্ষতা, সামাজিক উদ্ভাবন, উদ্যোক্তা মানসিকতা, বৈশ্বিক নাগরিকত্ব ও জাতীয় উন্নয়ন কাঠামোতে যুবসমাজের ভূমিকা নিয়ে দিনব্যাপী আলোচনা, নেটওয়ার্কিং ও অভিজ্ঞতা বিনিময় হয়।
সামিটে মোট চারটি সেশন অনুষ্ঠিত হয়। সেগুলো হলো স্বেচ্ছাসেবাবিষয়ক কর্মশালা, উন্নত বাংলাদেশের জন্য যুবসমাজের অবদান, একবিংশ শতাব্দীতে বিশ্ব নাগরিকত্ব ও নেতৃত্ব এবং যুব উদ্যোক্তা ও সামাজিক উদ্ভাবন।
সেশনগুলোতে আলোচক হিসেবে ছিলেন দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আউয়াল, ইউনাইটেড ট্রাস্টের নির্বাহী পরিচালক এ জে এম ফজলুর রহমান, ‘ব্লাডম্যানে’র প্রতিষ্ঠাতা মো. শাহরিয়ার হাসান, ‘রীতু’র প্রতিষ্ঠাতা শারমিন কবির, আইনজীবী ও রাজনীতিবিদ মঞ্জিলা ঝুমা, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আবদুল কাইউম, ‘এলপি৪ওয়াই’-এর কান্ট্রি হেড আলেক্সান্দ্রে ম্যাগনেনা, বিওয়াইএলসির নির্বাহী পরিচালক তাহসীনা আহমেদ, অর্থনীতিবিদ কে এ এস মুরশিদ, ‘কিরণ’-এর প্রধান পরিচালন কর্মকর্তা তাজদিন হাসান, ‘আলফ্রেস্কো’র সহপ্রতিষ্ঠাতা কাজী মো. রুশদি, ‘সো.এক্সওয়াইজেড’-এর সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলমুল হক এবং ‘কাচ্চি ভাই’-এর প্রতিষ্ঠাতা সোহেল সিরাজ।
তরুণদের দক্ষতা বিকাশ, ক্যারিয়ার রোডম্যাপ, সামাজিক উদ্যোক্তা তৈরি এবং ভবিষ্যৎ উন্নয়ন কাঠামোয় যুবসমাজের নেতৃত্বমূলক ভূমিকা নিয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন আলোচকেরা।
অনুষ্ঠানের শেষে সামিটে অংশগ্রহণকারীদের সনদ ও স্মারক দেওয়া হয়। এ ছাড়া পথশিশুদের নিয়ে প্রান্তিক পর্যায়ে কাজ করা ব্যক্তি ও সংগঠনকে অনুপ্রাণিত করতে আলফ্রেস্কো ও মজার ইশকুল যৌথভাবে প্রদান করে বার্ষিক সম্মাননা ‘ফ্রেন্ড অব স্ট্রিট চিলড্রেন অ্যাওয়ার্ড ২০২৫’। এ বছর সম্মাননা অর্জন করেন মৌলভীবাজার শ্রীমঙ্গলের মাহমুদুল আলম চৌধুরী।