১৪ মাস আগে ‘অমীমাংসিত’ সিনেমাটি প্রদর্শনযোগ্য নয় বলে জানিয়েছিল তৎকালীন সেন্সর বোর্ড। এরপর আপিল করা হয়। কিন্তু তারপরও মুক্তির অনুমতি পায়নি সিনেমাটি। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন হওয়ার পর ‘অমীমাংসিত’ মুক্তির জন্য আপিল করা হয়। সম্প্রতি সিনেমাটিকে প্রদর্শনের অনুমতি দিয়েছেন বোর্ডের সদস্যরা। প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক সূত্রে এমনটাই জানা গেছে। তাঁরা জানিয়েছেন, খুব শিগগির মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।

বলা হচ্ছে, এক সাংবাদিক দম্পতির মৃত্যুরহস্য নিয়ে ‘অমীমাংসিত’ বানিয়েছেন রায়হান রাফী। ‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তির পরপরই এই সিনেমার শুটিং শুরু করেছিলেন পরিচালক রাফী। জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে গত বছরের ২৯ ফেব্রুয়ারি মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির মুখে মুক্তি আটকে যায়। মুক্তির অনুমতি পাওয়ার মধ্য দিয়ে প্রায় দেড় বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে ‘অমীমাংসিত’।

রায়হান রাফী.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সাবসিডিয়ারি কোম্পানিতে মূলধন দেবে ব্যাংক এশিয়া

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসির পরিচালনা পর্ষদ তাদের সাবসিডিয়ারি কোম্পানি ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডে ১২০ কোটি টাকার মূলধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ তার সম্পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডকে মূলধন যোগানের অনুমোদন দিয়েছে। পরবর্তীতে, বাংলাদেশ ব্যাংক ১২০ কোটি টাকা মূলধন যোগানের অনুমোদন দিয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ