সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শ.ম রেজাউল করিমের ছোট ভাই নওশের করিম বাদসা শামীমকে গ্রেপ্তার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানী গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন তারাবুনিয়া গ্রামের আব্দুল খালেক শেখের চতুর্থ ছেলে নওশের করিম বাদসা শামীম। তিনি একটি বেসরকারি ব্যাংকের রাজধানীর গুলশান-১ শাখার ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত।

আরো পড়ুন:

‘আউট’ লিখে ভিডিও দেওয়া ছাত্রদল কর্মীকে আসামি করে মামলা 

মাকে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে ২০ বছর পর গ্রেপ্তার 

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মাহমুদ ফরিদ ভুইয়া জানান, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নওশের করিম বাদসা শামীম। তিনি দীর্ঘদিন ধরে পালাতাক ছিলেন। সোমবার গ্রেপ্তারের পর রাতেই তাকে ঢাকা থেকে পিরোজপুরে নিয়ে আসা হয়।” 

ঢাকা/তাওহিদুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের জন্য বডি ক্যামেরা আসবে: অর্থ উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদার করতে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত আগেই হয়েছিল। বডি ক্যামেরার সংখ্যা এখন কমিয়ে আনা হবে। সংসদ নির্বাচনের আগেই এসব বডি ক্যামেরা আসবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনীতিবিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। আমরা পর্যালোচনা করে আসতে বলেছি। বডিক্যামটা আসবে, হয়তো এখন একটু যৌক্তিক হিসেবে আসবে। যেসব সেনসিটিভ (স্পর্শকাতর) জায়গা আছে, ওইখানে আমরা বডি ক্যামেরা সুপারিশ করেছি। সব জায়গায় বডি ক্যামেরা দিতে পারব না। এগুলো তদারক করার ব্যাপার আছে। নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে কেনা হবে।

আগে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা ছিল, এখন সেটা কমবে কেন—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সংখ্যাটা কমবে। তবে কত কমবে, তা এখন বলব না। যখন প্রস্তাব আসবে তখন জানা যাবে।

কবে নাগাদ কেনা হবে জানতে চাইলে তিনি বলেন, শিগগিরই। হয়তো পরের সপ্তাহে প্রস্তাব আসবে।

সম্পর্কিত নিবন্ধ