টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে র‍্যাংকিংয়ে ১৩তম অবস্থানে থাকা স্কটল্যান্ডকে ১ উইকেটে হারিয়েছে জার্সি। এই জয়ে ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে খেলার স্বপ্ন টিকে রইলো ২৭তম র‍্যাংকিংয়ে থাকা জার্সি।

শুক্রবার হেগের ভোরবার্গ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। মাত্র ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে দলটি। জার্সির হ্যারিসন কার্লিয়ন নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। তবে ম্যাথিউ ক্রস একপ্রান্তে অবিচল থেকে অপরাজিত ৫৬ রানে দলকে ১৩৩ রানে পৌঁছে দেন। নির্ধারিত ২০ ওভার শেষে স্কটল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৩৩ রান।

জবাবে দুর্দান্ত শুরু পায় জার্সি। ওপেনার নিক গ্রিনউডের ৩৬ বলে ৪৬ রানের ইনিংসে ১১.

১ ওভারে স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৮১ রান। কিন্তু এরপরই ম্যাচে ফেরে স্কটল্যান্ড। জার্সির ইনিংসে ধস নামে। মাত্র ২৯ রানে ৫ উইকেট হারায় তারা। ১৬.৪ ওভারে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১১০ রান।

চাপের মধ্যে ব্যাট হাতে নামেন বেঞ্জামিন ওয়ার্ড। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। দ্বিতীয় বলেই আউট হয়ে যান তিনি। শেষ বলে জয়ের জন্য এক রান দরকার ছিল জার্সির। উত্তেজনাকর সেই মুহূর্তে এক রান নিয়েই ম্যাচ জিতে নেয় তারা। এটি স্কটল্যান্ডের বিপক্ষে জার্সির প্রথম জয়। 

জার্সির এই জয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেছে স্কটল্যান্ড। তবে জার্সির স্বপ্ন এখনো টিকে আছে। কিন্তু তাদের তাকিয়ে থাকতে হবে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। ইতালি-নেদারল্যান্ডস ম্যাচের ফলের ওপর নির্ভর করছে তাদের বিশ্বকাপ ভাগ্য।

উৎস: Samakal

কীওয়ার্ড: স কটল য ন ড আইস স ট ট য় ন ট ব শ বক প স কটল য ন ড ব শ বক প উইক ট

এছাড়াও পড়ুন:

গাংনী সীমান্ত দিয়ে ৩০ জনকে ঠেলে পাঠল বিএসএফ

মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৩০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। বর্ডার গার্ড বিজিবি তাদের আটক করেছে।

বিজিবি সূত্রে জানায়, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানারেখার ১৪০/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ ভেতরে ৩০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ। এসব ব্যক্তি দালালের মাধ্যমে বিভিন্ন সময় ভারতে গিয়েছিলেন। পরবর্তীতে, দেশটির পুলিশের হাতে আটক হয়ে কারাগারে ছিলেন  তারা। ঠেলে পাঠানোদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

আরো পড়ুন:

ভারত গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

উখিয়ায় ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল বলেন, “আইনি প্রক্রিয়া শেষে ঠেলে পাঠানো বাংলাদেশি নাগরিকদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

ঢাকা/ফারুক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ