স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখলো জার্সি
Published: 11th, July 2025 GMT
টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে র্যাংকিংয়ে ১৩তম অবস্থানে থাকা স্কটল্যান্ডকে ১ উইকেটে হারিয়েছে জার্সি। এই জয়ে ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে খেলার স্বপ্ন টিকে রইলো ২৭তম র্যাংকিংয়ে থাকা জার্সি।
শুক্রবার হেগের ভোরবার্গ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। মাত্র ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে দলটি। জার্সির হ্যারিসন কার্লিয়ন নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। তবে ম্যাথিউ ক্রস একপ্রান্তে অবিচল থেকে অপরাজিত ৫৬ রানে দলকে ১৩৩ রানে পৌঁছে দেন। নির্ধারিত ২০ ওভার শেষে স্কটল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৩৩ রান।
জবাবে দুর্দান্ত শুরু পায় জার্সি। ওপেনার নিক গ্রিনউডের ৩৬ বলে ৪৬ রানের ইনিংসে ১১.
চাপের মধ্যে ব্যাট হাতে নামেন বেঞ্জামিন ওয়ার্ড। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। দ্বিতীয় বলেই আউট হয়ে যান তিনি। শেষ বলে জয়ের জন্য এক রান দরকার ছিল জার্সির। উত্তেজনাকর সেই মুহূর্তে এক রান নিয়েই ম্যাচ জিতে নেয় তারা। এটি স্কটল্যান্ডের বিপক্ষে জার্সির প্রথম জয়।
জার্সির এই জয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেছে স্কটল্যান্ড। তবে জার্সির স্বপ্ন এখনো টিকে আছে। কিন্তু তাদের তাকিয়ে থাকতে হবে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। ইতালি-নেদারল্যান্ডস ম্যাচের ফলের ওপর নির্ভর করছে তাদের বিশ্বকাপ ভাগ্য।
উৎস: Samakal
কীওয়ার্ড: স কটল য ন ড আইস স ট ট য় ন ট ব শ বক প স কটল য ন ড ব শ বক প উইক ট
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
গ্লোবাল সুপার লিগ
গায়ানা-সেন্ট্রাল ডিস্ট্রিক্টস
সরাসরি, ভোর ৫টা
টি স্পোর্টস টিভি ও অ্যাপস
লর্ডস টেস্ট
ইংল্যান্ড-ভারত
তৃতীয় দিন
সরাসরি, বিকেল ৪টা
সনি টেন ৫
টেনিস
উইম্বলডন
নারী এককের ফাইনাল
শিয়াতেক-অ্যানিসিমোভা
সরাসরি, রাত ৯টা
স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২।
ঢাকা/ইয়াসিন