শ্রীলঙ্কার আরও একটি মাঠ, যেখানে ক্রিকেটের বাইরেও দেখার অনেক বড় জগৎ। রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শ্রীলঙ্কার বিপক্ষে আজ এ মাঠেই টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। আরও নির্দিষ্ট করে বললে শ্রীলঙ্কার টি–টোয়েন্টি সিরিজ জয়ের এবং বাংলাদেশের সিরিজে টিকে থাকার লড়াই। গল, পাল্লেকেলের মতো ডাম্বুলার মাঠেও যদি কেউ ক্রিকেটে মন বসাতে না পারেন, আছে মনটাকে ঘুরিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাওয়ার সুযোগ।

স্টেডিয়ামের ঠিক পাশেই মনোমুগ্ধকর ইব্বানকাটুয়া লেক। প্রেসবক্স থেকেই যা দেখা যায়, দেখা যায় দূরে মাথা তুলে রাখা ডাম্বুলা রক মাউন্টেনসহ আরও কিছু ছোটখাটো পাহাড়ও। পাহাড় আর লেকের মাঝে সবুজে ঘেরা স্টেডিয়ামটি নিয়ে বলার মতো অনেক কিছুই আছে। ২০০০ সালে অভিষেক আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার রণগিরি ডাম্বুলা স্টেডিয়াম নির্মিত হয়েছিল মাত্র ১৬৭ দিনে। উইকেট সকালের দিকে কিছুটা পেসবান্ধব থাকলেও মূলত ব্যাটিং সহায়ক। আজ সন্ধ্যায় শুরু ম্যাচের উইকেট নিয়েও কাল শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ উপুল চন্দনা বলেছেন, পাল্লেকেলের মতো ডাম্বুলার উইকেটও হবে ব্যাটিংবান্ধব। কাজেই শ্রীলঙ্কার সাবেক এই লেগ স্পিনার আজ বড় রানের ম্যাচই আশা করছেন।

ডাম্বুলার উইকেট ব্যাটিংবান্ধবই হবে বলে মনে করা হচ্ছে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

গাংনী সীমান্ত দিয়ে ৩০ জনকে ঠেলে পাঠল বিএসএফ

মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৩০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। বর্ডার গার্ড বিজিবি তাদের আটক করেছে।

বিজিবি সূত্রে জানায়, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানারেখার ১৪০/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ ভেতরে ৩০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ। এসব ব্যক্তি দালালের মাধ্যমে বিভিন্ন সময় ভারতে গিয়েছিলেন। পরবর্তীতে, দেশটির পুলিশের হাতে আটক হয়ে কারাগারে ছিলেন  তারা। ঠেলে পাঠানোদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

আরো পড়ুন:

ভারত গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

উখিয়ায় ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল বলেন, “আইনি প্রক্রিয়া শেষে ঠেলে পাঠানো বাংলাদেশি নাগরিকদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

ঢাকা/ফারুক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ