শ্রীলঙ্কার আরও একটি মাঠ, যেখানে ক্রিকেটের বাইরেও দেখার অনেক বড় জগৎ। রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শ্রীলঙ্কার বিপক্ষে আজ এ মাঠেই টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। আরও নির্দিষ্ট করে বললে শ্রীলঙ্কার টি–টোয়েন্টি সিরিজ জয়ের এবং বাংলাদেশের সিরিজে টিকে থাকার লড়াই। গল, পাল্লেকেলের মতো ডাম্বুলার মাঠেও যদি কেউ ক্রিকেটে মন বসাতে না পারেন, আছে মনটাকে ঘুরিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাওয়ার সুযোগ।

স্টেডিয়ামের ঠিক পাশেই মনোমুগ্ধকর ইব্বানকাটুয়া লেক। প্রেসবক্স থেকেই যা দেখা যায়, দেখা যায় দূরে মাথা তুলে রাখা ডাম্বুলা রক মাউন্টেনসহ আরও কিছু ছোটখাটো পাহাড়ও। পাহাড় আর লেকের মাঝে সবুজে ঘেরা স্টেডিয়ামটি নিয়ে বলার মতো অনেক কিছুই আছে। ২০০০ সালে অভিষেক আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার রণগিরি ডাম্বুলা স্টেডিয়াম নির্মিত হয়েছিল মাত্র ১৬৭ দিনে। উইকেট সকালের দিকে কিছুটা পেসবান্ধব থাকলেও মূলত ব্যাটিং সহায়ক। আজ সন্ধ্যায় শুরু ম্যাচের উইকেট নিয়েও কাল শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ উপুল চন্দনা বলেছেন, পাল্লেকেলের মতো ডাম্বুলার উইকেটও হবে ব্যাটিংবান্ধব। কাজেই শ্রীলঙ্কার সাবেক এই লেগ স্পিনার আজ বড় রানের ম্যাচই আশা করছেন।

ডাম্বুলার উইকেট ব্যাটিংবান্ধবই হবে বলে মনে করা হচ্ছে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় শয়নকক্ষ থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

কুমিল্লায় মিলন আক্তার (৫৪) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরীর উত্তর রেসকোর্সের কাঠেরপুল এলাকায় নিজ শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিলন আক্তারের বাড়ি বুড়িচং উপজেলার নিমসার (শিকারপুর) গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে কাঠেরপুল এলাকায় মজুমদার ভিলার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ বছর আগে মিলন আক্তারের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে। এরপর থেকে তিনি একাই থাকতেন। সম্প্রতি তার মা চিকিৎসার জন্য নোয়াখালী যান। ফলে গত কয়েকদিন ধরে তিনি বাসায় একাই ছিলেন।

নিহতের তিন মেয়ের একজন ইউরোপে স্বামীর সঙ্গে বসবাস করেন। একজন নোয়াখালীতে ও ছোট মেয়ে তানজিনা আক্তার থাকেন রেসকোর্স এলাকারই একটি ভাড়া বাসায়।

তানজিনা জানান, গতকাল থেকে মিলন আক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। শুক্রবার সন্ধ্যায় মায়ের বাসায় আসেন। দরজা খুলে ভেতরে ঢুকে মাকে না পেয়ে খাটের নিচে তাকান। এ সময় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ