যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে নতুন আমদানি শুল্ক আরোপ করেছেন। ধারাবাহিকভাবে  বাণিজ্য ঘাটতির কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতি হুমকির মুখে পড়েছে জানিয়ে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প।

নতুন আদেশ অনুযায়ী, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক এখনো অসম তাদের পণ্যের ওপর অতিরিক্ত (মূল্যভিত্তিক) শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পণ্যগুলোর ওপর শুল্ক হারের একটি নির্দিষ্ট নিয়ম প্রযোজ্য হবে।

যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে  অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছে, তাদের জন্য কিছু ছাড় থাকছে, তবে তারা চুক্তি সম্পন্ন না করা পর্যন্ত পূর্ববর্তী শুল্কই কার্যকর থাকবে।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে নতুন এই নির্বাহী আদেশ অনুসারে কোন দেশে কত শুল্ক আরোপ করা হয়েছে তার একটি তালিকা দেওয়া হয়েছে। তালিকা অনুসারে দেখে নেওয়া যাক কোন দেশে কত শুল্ক আরোপ করা হয়েছে।

বাংলাদেশ ২০%

আফগানিস্তানে ১৫ %
আলজেরিয়ায় ৩০%
অ্যাঙ্গোলা ১৫%
বলিভিয়া  ১৫%
বসনিয়া ও হার্জেগোভিনা ৩০%
বতসোয়ানা ১৫%
ব্রাজিলে ১০%
ব্রুনেই ২
কম্বোডিয়া - ১৯%
ক্যামেরুন - ১৫%
চাদ - ১৫%
কোস্টারিকা - ১৫%
কোট দিভোয়ার (আইভরি কোস্ট) - ১৫%
কঙ্গো গণপ্রজাতন্ত্রী - ১৫%
ইকুয়েডর - ১৫%
ইকুয়েটোরিয়াল গিনি - ১৫%
ভারত - ২৫%
ইন্দোনেশিয়া - ১৯%
ইরাক - ৩৫%
ইসরায়েল - ১৫%
জাপান - ১৫%
জর্ডান - ১৫%
কাজাখস্তান - ২৫%
লাওস - ৪০%

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ - ১০%
ফিজি - ১৫%
ঘানা - ১৫%
গায়ানা - ১৫%
আইসল্যান্ড - ১৫%
লেসোথো - ১৫%
লিবিয়া - ৩০%
লিচেনস্টেইন - ১৫%
মাদাগাস্কার - ১৫%
মালাউই - ১৫%
মালয়েশিয়া - ১৯%
মরিশাস - ১৫%
মল্ডোভা - ২৫%
মোজাম্বিক - ১৫%
মিয়ানমার (বার্মা) - ৪০%
নামিবিয়া - ১৫%
নাউরু - ১৫%
নিউজিল্যান্ড - ১৫%
নিকারাগুয়া - ১৮%
নাইজেরিয়া - ১৫%
নর্থ মেসেডোনিয়া - ১৫%
নরওয়ে - ১৫%
পাকিস্তান - ১৯%

আরও পড়ুন১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ ২ ঘণ্টা আগে

পাপুয়া নিউগিনি - ১৫%
ফিলিপাইন - ১৯%
সার্বিয়া - ৩৫%
দক্ষিণ আফ্রিকা - ৩০%
দক্ষিণ কোরিয়া - ১৫%
শ্রীলঙ্কা - ২০%
সুইজারল্যান্ড - ৩৯%
সিরিয়া - ৪১%
তাইওয়ান - ২০%
থাইল্যান্ড - ১৯%
ত্রিনিদাদ ও টোবাগো - ১৫%
তিউনিসিয়া - ২৫%
তুরস্ক - ১৫%
উগান্ডা - ১৫%
যুক্তরাজ্য - ১০%
ভানুয়াতু - ১৫%
ভেনেজুয়েলা - ১৫%
ভিয়েতনাম - ২০%
জাম্বিয়া - ১৫%
জিম্বাবুয়ে - ১৫%

আরও পড়ুনরপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব: বাণিজ্য উপদেষ্টা৩৬ মিনিট আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র র

এছাড়াও পড়ুন:

দাপুটে জয়ে ক্যাম্প ন্যুতে বার্সেলোনার প্রত্যাবর্তন

ফেরান তোরেসের দুর্দান্ত জোড়া গোল আর শুরুর দিকেই রবার্ট লেভানদোভস্কির আঘাত; সব মিলিয়ে দুই বছর পর ন্যু ক্যাম্পে ফিরে এসে একেবারে রাজকীয় ভঙ্গিতেই নিজেদের উপস্থিতি জানান দিল বার্সেলোনা। ১০ জনের বিলবাওকে ৪-০ গোলে বিধ্বস্ত করে লা লিগায় টানা তিন জয়ের আনন্দে ভাসল কাতালানরা।

নবায়ন কাজের কারণে দীর্ঘ বিরতির পর ন্যু ক্যাম্পে এটি ছিল বার্সার প্রথম ম্যাচ। শুরুতেই যেন সেই অপেক্ষার সব ক্ষত মুছে দিলেন লেভানদোভস্কি। ম্যাচের মাত্র চার মিনিটে প্রতিপক্ষের বক্সের বাইরে বল কাড়ার পর নিচু শটে উনাই সিমোনকে পরাস্ত করেন তিনি।

আরো পড়ুন:

দ্রুততম ৪৪ গোলে রোনালদোর রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারাল রিয়াল

এরপর দানি ওলমোর প্রচেষ্টা ঠেকিয়ে দেয় বিলবাওয়ের রক্ষণ দেয়াল। লামিন ইয়ামালের শটও রুখে দেন সিমোন। অন্যদিকে আক্রমণে উঠেও সুযোগ নষ্ট করেন উনাই গোমেজ ও নিকো উইলিয়ামস। আয়েরিক লাপোর্তের হেডও পোস্টের বাইরে দিয়ে যায়।

এরপর ফেরান তোরেস ও ফিরমিন লোপেজও গোলের খোঁজে সক্রিয় হন। গার্সিয়া চোট কাটিয়ে একাদশে ফিরেই বিলবাওয়ের নিশ্চিত গোল ঠেকান।

হাফটাইমের ঠিক আগে ইয়ামালের দারুণ বাঁকানো পাসে সুযোগ পান তোরেস। নিচু শটে সিমোনকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। সিমোন ছুঁয়ে দিলেও গোল ঠেকাতে পারেননি।

বিরতির পর মাত্র তিন মিনিটের মাথায় লোপেজ দারুণ এক প্রচেষ্টায় সোজা শটে তৃতীয় গোলটি করেন। ৫৪ মিনিটে লোপেজের ওপর বিপজ্জনক ট্যাকল করে ওইহান সানসেট লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বিলবাওয়ের দুর্ভাগ্য আরও ঘনীভূত হয়।

এরপর ডানি ভিভিয়ান হুমকি তৈরি করলেও লক্ষ্যভেদ করতে পারেননি। পাল্টা আক্রমণে ওলমোর শটও অল্পের জন্য বাইরে যায়। ভিভিয়ান পরে আরেকবার হেডে গোল করতে উদ্যত হয়েছিলেন, তবে গার্সিয়ার গ্লাভসে আটকে যায় বল।

অবশেষে ৯০ মিনিটে ইয়ামালের সূক্ষ্ম পাস ধরে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ম্যাচের শেষ শব্দটি লিখে দেন ফেরান তোরেস।

দুই বছর পর ঘরের মাঠে ফিরল বার্সেলোনা। আর তোরেস-ইয়ামালরা যেন সেই আনন্দকে ফুটিয়ে তুললেন মাঠজুড়ে গোলের আতশবাজিতেই।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ