গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘সন অব সরদার ২’ ও ‘ধড়ক ২’ বক্স অফিসে এখনো ধুঁকছে, তবে এখনো দুর্বার গতিতে এগিয়ে চলছে মোহিত সুরির ‘সাইয়ারা’। কিন্তু বক্স অফিসে সিনেমাটির দাপট আর কত দিন থাকবে?
১৮ জুলাই মুক্তি পায় মোহিত সুরির রোমান্টিক ড্রামা ‘সাইয়ারা’। একদিকে নতুন মুখ আহান পান্ডে ও অনীত পাড্ডা, অন্যদিকে ঝলসে ওঠা পপ–কালচার মুহূর্ত—সব মিলিয়ে ছবিটি জেন–জেড প্রজন্মের এক দারুণ পছন্দ হয়।
মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করে চলেছে। ৮ আগস্ট তিন সপ্তাহ পূর্ণ করতে চলেছে ‘সাইয়ারা’। এরই মধ্যে গতকাল সোমবার সিনেমাটি ঢুকে পড়েছে ৩০০ কোটির ক্লাবে। একই সময়ে মুক্তি পাওয়া বড় তারকা অজয় দেবগনের ‘সন অব সরদার ২’ কিংবা ধর্ম প্রোডাকশনের ‘ধড়ক ২’–এর মতো ছবিকে রীতিমতো চাপে ফেলেছে দুই নবীন তারকার ‘সাইয়ারা’।
‘সাইয়ারা’ সিনেমার দৃশ্য। ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাসদাইরে মশক নিধনে বিএনপি নেতারা
ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় মশক নিধনে স্থানীয় জনপ্রতিনিধিদের দেখা না গেলেও বিএনপি নেতারা মাঠে নেমেছেন। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এলাকার বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে মশা মারার ওষধ দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় ইউনিয়ন পরিষদের মেম্বাররা থাকলেও তারা মশক নিধনে কোন রকম ভূমিকা রাখেনি। এতে করে মশার উৎপাত যেমন বেড়েছে তেমনি ঘরে ঘরে জ¦র, ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে।
ইতিমধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বেশ কয়েকজন। গতকাল মশক নিধনে বিএনপি নেতারা এগিয়ে আসায় স্থানীয়রা তাদের সাধুবাদ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা থেকে মশক নিধন কর্মসূচী শুরু হয়।
বেশ রাত পর্যন্ত এলাকার প্রধান সড়ক, শাখা রাস্তা, বিভিন্ন বাড়ির রাস্তা-গলি, জলাশয়ে ওষধ দেয়া হয়।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সহ সভাপতি রোজিনা মেম্বার, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হক আলমগীর, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইয়াসিন আরাফাত সহ অনেকে ।