বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি পরীক্ষা-২০২৫ সালের ফলাফল পুনর্নিরীক্ষণ, পুনঃপরীক্ষায় অংশগ্রহণের জন্য পুনঃপরীক্ষা ফি জমাদান ও ফলাফল সংশোধনের তারিখ ঘোষণা করেছে। ঘোষিত সময়সূচি অনুসারে ওয়েব আইডি-তে লগইন করে অনলাইনে আবেদন করতে হবে। বাউবির এক নোটিশ এ কথাগুলো বলা হয়েছে।

১.

ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদনের শেষ তারিখ: ১৩ আগস্ট ২০২৫।

২.

পুনঃপরীক্ষায় অংশগ্রহণের জন্য ‘পুনঃপরীক্ষা ফি’ জমাদানের জন্য আবেদনের শেষ তারিখ: ২৪ আগস্ট ২০২৫।

৩.

ফলাফল সংশোধনের জন্য আবেদনের শেষ তারিখ: ২১ আগস্ট ২০২৫।

আরও পড়ুনহার্ভার্ডসহ ১০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশি বংশোদ্ভূত সালমানের, বাবা–মা’র তিন সূত্রেই বাজিমাত১০ ঘণ্টা আগে

দরকারি তথ্য—

১. নির্ধারিত তারিখের পর ওয়েবসাইটে কোনো আবেদন ‘সাবমিট’ করা যাবে না।

২. পুনঃপরীক্ষা অংশগ্রহণের জন্য ফি প্রতি বিষয়ের জন্য ১০০ টাকা হারে পরিশোধ করতে হবে।

৩. পুনঃপরীক্ষা ফি জমাদানের প্রমাণক (Transaction ID) শিক্ষার্থী নিজে সংরক্ষণ করবেন।

৪. যেসব শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষা করাতে ইচ্ছুক তাদের ‘অনলাইনে’ আবেদন করতে হবে।

৫. ফলাফল পুনর্নিরীক্ষা ফি প্রতি বিষয়ের জন্য ৫০০ টাকা হারে প্রদান করতে হবে।

৬. ফলাফল সংশোধনের জন্য অভিযোগের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। পরে অভিযোগ ‘আইডি’ ও  ‘স্টুডেন্ট আইডি’ দিয়ে ওপরের ওয়েবসাইটে অভিযোগের উত্তর জানা যাবে।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bou.ac.bd

আরও পড়ুনঅস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের দিল সুখবর, অগ্রাধিকারে দক্ষিণ–পূর্ব এশিয়া৮ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প ন পর ক ষ র জন য

এছাড়াও পড়ুন:

দ্য হান্ড্রেডে দল পেলেন পাকিস্তানের ইমাদ ও আমির

দ্য হান্ড্রেড টুর্নামেন্টে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে যখন নানা প্রশ্ন উঠছিল, তখন সেই সংশয় কাটিয়ে নতুন মৌসুমে নর্দার্ন সুপারচার্জার্স দলে যুক্ত হলেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম।

দুই তারকাই দলে এসেছেন বদলি খেলোয়াড় হিসেবে। আন্তর্জাতিক দায়িত্বের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার বেন ডোয়ারশুইস ও নিউ জিল্যান্ডের মিচেল স্যান্টনার (তিনি খেলতে পারতেন মাত্র দুইটি ম্যাচ)। সেই জায়গায় দলে অন্তর্ভুক্ত হলেন পাকিস্তানের এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।

এর ফলে পরিষ্কার হলো, হান্ড্রেডে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণে ভারতের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলোর কোনো প্রভাব পড়ছে না। এ বছরের শুরুতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্পষ্ট জানায়, ভারতের বিনিয়োগকারীরা মালিক হলেও, এতে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণে কোনো বাধা থাকবে না। তখন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেছিলেন, “আমরা জানি, অন্য কিছু লিগে এ ধরনের সমস্যা আছে, কিন্তু হান্ড্রেডে সেটা হবে না।”

আরো পড়ুন:

শাস্তি পেলেন টিম ডেভিড

ভারত-ইংল্যান্ড সিরিজে সেঞ্চুরির বৃষ্টিতে ভাঙল ৭০ বছরের রেকর্ড

তবে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন, যখন ২০২৫ মৌসুমের মার্চ মাসে হওয়া ড্রাফটে একজনও পাকিস্তানি ক্রিকেটার দল পাননি। এর পেছনে অবশ্য ব্যাখ্যাও ছিল। সেই সময় ওয়েস্ট ইন্ডিজ সফর ও সংযুক্ত আরব আমিরাতে একটি ত্রিদেশীয় সিরিজের কারণে পাকিস্তানের সাদা বলের স্কোয়াড ছিল ব্যস্ত। সেই সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটে তাদের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স এবং গতবার শহীন আফ্রিদি ও নাসিম শাহের শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করাও ছিল বড় কারণ।

নর্দার্ন সুপারচার্জার্সের নতুন মালিক হচ্ছে ভারতের বিখ্যাত মিডিয়া গ্রুপ ‘সান গ্রুপ’। যারা ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।

দলে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো— বেন স্টোকস। যদিও তিনি খেলার মাঠে থাকবেন না, তবে থাকবেন পরামর্শক ও দলকে উজ্জীবিত করার ভূমিকায়। কাঁধের চোটের কারণে ইংল্যান্ড-ভারত সিরিজের শেষ টেস্টে না খেলা এই অলরাউন্ডার জানালেন, “আমি দ্য হান্ড্রেডে খেলছি না ঠিকই, তবে দলকে সময় দেব। ডায়েরি-কলম নিয়ে কোচিং করব না, তবে পুনর্বাসনের (রিহ্যাব) সময়টায় পাশে থাকব।”

এই মৌসুমে ইংল্যান্ডের বেশিরভাগ টেস্ট ব্যাটারই থাকবেন টুর্নামেন্টে। যদিও পেসারদের অনেকেই বিশ্রামে থাকবেন। লন্ডন স্পিরিট দলের হয়ে প্রথম ম্যাচে খেলবেন উইকেটকিপার জন সিম্পসন। বিশ্রামে থাকায় খেলবেন না অলিভ পোপ ও জেমি স্মিথ। গ্ল্যামরগানের অলরাউন্ডার ড্যান ডাউথওয়েটও স্বল্পমেয়াদে দলে জায়গা পেয়েছেন।

এছাড়া ম্যানচেস্টার অরিজিনালসে রাচিন রবীন্দ্রর পরিবর্তে মার্ক চ্যাপম্যান এবং ইনজুরিতে পড়া মার্চান্ট ডি ল্যাঞ্জের জায়গায় দলে এলেন ফারহান আহমেদ। আর ট্রেন্ট রকেটসে দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডের জায়গায় দু’টি ম্যাচের জন্য খেলবেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন।

দ্য হান্ড্রেড ২০২৫: বদলি খেলোয়াড় তালিকা

লন্ডন স্পিরিট:
- জন সিম্পসন ও ড্যান ডাউথওয়েট (৫ আগস্টের জন্য)

ম্যানচেস্টার অরিজিনালস:
- মার্ক চ্যাপম্যান (৬–১৩ আগস্ট) – রাচিন রবীন্দ্রের পরিবর্তে।
- ফারহান আহমেদ – মার্চান্ট ডি ল্যাঞ্জের পরিবর্তে।
- আমুরুতা সুরেনকুমার – এলা ম্যাককাহানের পরিবর্তে।

নর্দার্ন সুপারচার্জার্স:
- ইমাদ ওয়াসিম (৭–১০ আগস্ট) – মিচেল স্যান্টনারের পরিবর্তে।
- মোহাম্মদ আমির – বেন ডোয়ারশুইসের পরিবর্তে।

ট্রেন্ট রকেটস:
- আকিল হোসেন (১০–১৪ আগস্ট) – জর্জ লিন্ডের পরিবর্তে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • প্রেমে সাড়া না পেয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, আড়াই মাস পর উদ্ধার
  • চট্টগ্রামে নারী শিক্ষার্থীদের কেয়ারগিভিং কোর্স, সম্পূর্ণ বিনা খরচে
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নিয়োগ, ৫ পদে নেবে ১৫৫ জন
  • আজ টিভিতে যা দেখবেন (৬ আগস্ট ২০২৫)
  • অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার সম্মানে ‘রেভফেস্ট-২০২৫’ কনসার্ট
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস: একদিন বন্ধ একাদশের অনলাইন ভর্তি আবেদন
  • বেসরকারি ব্যাংকে নিয়োগ, স্নাতকোত্তর ডিগ্রিতে আবেদন
  • দ্য হান্ড্রেডে দল পেলেন পাকিস্তানের ইমাদ ও আমির
  • ডাচ্‌-বাংলা ব্যাংক দেবে এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি, মাসে আড়াই হাজার টাকা, করুন আবেদন