মেয়ের বউভাত অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবার
Published: 6th, August 2025 GMT
ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশায় ড্রাম ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বুধবার (৬ আগস্ট) দুপুরে গফরগাঁও-হোসেনপুর সড়কের নূর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মুঞ্জু মিয়া (৪০) ও যশরা ইউনিয়নের যশরা গ্রামের ওয়াহেদুল্লার ছেলে আলাউদ্দিন (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার মুঞ্জু মিয়ার মেয়ে মীম আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বুধবার দুপুরে মীমের শ্বশুরবাড়ি বউভাত অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশে আত্মীয়স্বজন নিয়ে বের হন মুঞ্জু মিয়া। অটোরিকশা দিয়ে যাওয়ার পথে বালুবাহী একটি ড্রাম ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মুঞ্জু মিয়া ও আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন
ঘরে ৭টি লাশ, পাশে শুয়ে বৃদ্ধ বাবা
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/মিলন/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
গফরগাঁওয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে আশরাফুল ইসলাম সরকার (২৮) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ওই গ্রামের মোহাম্মদ কামাল উদ্দিন সরকারের ছেলে। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ ৩ জনের ফাঁসি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে অটোরিকশা দিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন আশরাফুল। সেই সময় বৃষ্টি হচ্ছিল। অটোরিকশা থেকে নামার পরপরই বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঢাকা/মিলন/রাজীব