ডি পল-সুয়ারেজে কোয়ার্টার ফাইনালে মেসিহীন মায়ামি
Published: 7th, August 2025 GMT
লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে লিগস কাপে পুমাসকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। গোলের পাশাপাশি সতীর্থদের দুটি গোলেও সহায়তা করেছেন উরুগুইয়ান এই তারকা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (০৭ আগস্ট) ভোরে অনুষ্ঠিত ম্যাচে পাওয়া এই জয়ে লিগস কাপের নকআউট পর্ব তথা কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ডেভিড বেকহ্যামের দল।
তবে এই ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। ডান পায়ের হালকা চোটের কারণে তিনি আপাতত মাঠের বাইরে। গত শনিবার নেকাক্সার বিপক্ষে ম্যাচের শুরুতেই চোট পেয়েছিলেন আর্জেন্টাইন জাদুকর। যদিও স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। তবে মাঠের বাইরে থেকে ম্যাচটি উপভোগ করেছেন দর্শক গ্যালারির স্যুট থেকে।
আরো পড়ুন:
অবশেষে সংশয়ই সত্যি হলো, মাঠের বাইরে মেসি
ইনজুরির শঙ্কা, উত্তেজনার ঝড়: শেষ হাসি হাসল মেসিহীন মায়ামি
এই জয়ের ফলে ইন্টার মায়ামি প্রথম এমএলএস ক্লাব হিসেবে লিগস কাপের এবারের আসরের নকআউট পর্বে জায়গা করে নিলো। বর্তমানে তাদের পয়েন্ট সংখ্যা ৮।
এদিন ম্যাচের ৩৪ মিনিটে পুমাসের জর্জে রুভালকাবা গোল করে দলকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৫তম মিনিটে) সুয়ারেজের অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করে ম্যাচে সমতা ফেরান ডি পল। এটি ছিল ইন্টার মায়ামির হয়ে ডি পলের প্রথম গোল।
ডি পল, যিনি মূলত লিওনেল মেসির সঙ্গে খেলার লক্ষ্যেই এমএলএসে এসেছেন। ক্লাবটির হয়ে অভিষেক করেছিলেন গত সপ্তাহে আটলাসের বিপক্ষে। নেকাক্সার বিপক্ষে ম্যাচে তিনি দুটি অ্যাসিস্ট করেছিলেন।
৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইন্টার মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সুয়ারেজ। পেনাল্টিটি এসেছিল পুমাস ডিফেন্ডার হোসে কাইসেদোর হ্যান্ডবলের কারণে। গত ২৩ জুন ক্লাব বিশ্বকাপে পামেইরাসের বিপক্ষে গোলের পর এটিই সুয়ারেজের প্রথম গোল।
এরপর ৬৯ মিনিটে সুয়ারেজের আরেকটি দারুণ অ্যাসিস্ট থেকে গোল করেন তাদেও অ্যালেন্দে। ম্যাচের বাকি সময়টায় আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে ও শেষ আট নিশ্চিত করে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ইন ট র ম য় ম গ ল কর প রথম
এছাড়াও পড়ুন:
মেসির জোড়া গোলে মায়ামির জয়
লিওনেল মেসি যেন আবারও প্রমাণ করলেন মঞ্চ যেটাই হোক, যত বড়ই হোক; আলো তার চারপাশেই ঘোরে। আর্জেন্টাইন মহাতারকার দুই গোল ও এক অ্যাসিস্টে ইন্টার মায়ামি বাংলাদেশ সময় রোববার (২১ সেপ্টেম্বর) সকালে ডি.সি. ইউনাইটেডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে। এই জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল।
ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ম্যাচের ৩৫ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন তাদেও অ্যালেন্দে। মেসির নিখুঁত এক উঁচু পাস ডি.সি. রক্ষণভাগ ভেদ করে পৌঁছায় অ্যালেন্দের পায়ে। আর তিনি ঠান্ডা মাথায় বল জালে পাঠান।
আরো পড়ুন:
মায়ামিতেই থাকছেন মেসি, নতুন চুক্তি চূড়ান্ত
মেসির গোলে, অ্যাসিস্টে মায়ামির জয়
দ্বিতীয়ার্ধের শুরুতেই বেলজিয়ামের সাবেক স্ট্রাইকার ক্রিশ্চিয়ান বেন্টেকে গোল করে সমতায় ফেরান ডি.সি. কে। কিন্তু এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নেন মেসি।
৬৬ মিনিটে জর্ডি আলবার পাস দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জালের দূর কোণে বল পাঠান আর্জেন্টাইন জাদুকর। এরপর আসে আসল মাস্টারক্লাস। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোলবারের শীর্ষ কোণ খুঁজে নেন তিনি। মায়ামি পায় ৩-১ গোলে নিরাপদ লিড।
৭২ মিনিটে সুযোগ ছিল হ্যাটট্রিকেরও। পেনাল্টি জিতেও স্পট কিকে দাঁড়াননি মেসি। দায়িত্ব দিলেন তরুণ স্বদেশি মাতেও সিলভেত্তিকে। কিন্তু তিনি শট পাঠালেন ক্রসবারে। ইনজুরি টাইমে ডি.সি. ইউনাইটেডের জ্যাকব মুরেল একটি সান্ত্বনার গোল করলেও ম্যাচের ভাগ্য তখন অনেক আগেই নির্ধারিত হয়ে গেছে।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্স প্লে-অফের লড়াইয়ে আরও শক্ত অবস্থান নিল মায়ামি। পাশাপাশি সাপোর্টার্স শিল্ড রেসেও তারা পিছিয়ে আছে শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নের চেয়ে মাত্র ৮ পয়েন্ট। হাতে আছে আরও তিনটি ম্যাচ। গত মৌসুমে প্রথমবারের মতো শিরোপা জেতা মায়ামির জন্য তাই আবারও ট্রফি ধরে রাখার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে।
মেসির এই জোড়া গোলের সুবাদে তিনি উঠে গেছেন এমএলএসের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে, মোট ২২ গোল তার ঝুলিতে। শুধু তাই নয়, এবার ২২ ম্যাচে গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেছেন ১২টি।
কোচ হাভিয়ের মাসচেরানো ম্যাচশেষে প্রশংসায় ভাসান মেসিকে। তিনি বলেন, “লিওর জন্য এ যেন আরেকটা সাধারণ রাত। অথচ অন্য যে কোনো ফুটবলারের জন্য এটি একেবারেই অস্বাভাবিক। যখনই আমাদের দরকার হয়, তখনই সে পুরো দলকে কাঁধে তুলে নেয়। সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, আমাদের দলে মেসি আছে।”
ঢাকা/আমিনুল