ওয়ানডে লড়াইয়ে প্রস্তুত ক্যারিবীয়রা, পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা
Published: 7th, August 2025 GMT
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে ঘিরে শক্তিমত্তার প্রমাণ দিতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ১৫ সদস্যের স্কোয়াড, যেখানে এসেছে বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন।
দলে নেই দলের নির্ভরযোগ্য পেসার আলজারি জোসেফ। ওয়ার্কলোড ব্যবস্থাপনার আওতায় তাকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে, যেমনটি করা হয়েছিল সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও। তবে এই শূন্যস্থান পূরণে আনা হয়েছে তরুণ ও প্রতিভাবান বাঁহাতি পেসার জেডিয়াহ ব্লেডসকে। ২৩ বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত একটি ওয়ানডে ও চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। বল হাতে নতুন বলে সুইং করাতে পারার ক্ষমতাই তাকে জায়গা এনে দিয়েছে জাতীয় দলে।
ফেরার তালিকায় আরও একটি বড় নাম অলরাউন্ডার রোমারিও শেফার্ডের। দীর্ঘ প্রায় ৮ মাস পর ওয়ানডে দলে ফিরছেন তিনি। যিনি শেষবার দেশের জার্সিতে ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে।
আরো পড়ুন:
পাকিস্তান নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়লো ৫০ শতাংশ
পাকিস্তানের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই: পররাষ্ট্র উপদেষ্টা
যদিও টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ, তবে ৫০ ওভারের ফরম্যাটে দলটি রয়েছে দুর্দান্ত ছন্দে। ইংল্যান্ড, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ তিনটি ওয়ানডে সিরিজেই জয় পেয়েছে তারা। বিশেষ করে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ক্রিকেট বিশ্বে আবার নিজেদের জানান দেয় শেই হোপের নেতৃত্বাধীন দলটি।
সেই ধারাবাহিকতা ধরে রাখতে এবার ঘরের মাঠেই পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে, যথাক্রমে ৮, ১০ ও ১২ আগস্ট।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড:
শেই হোপ (অধিনায়ক), জোয়েল অ্যান্ড্রু, জেডিয়াহ ব্লেডস, কেসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উইন ড জ ক র ক ট
এছাড়াও পড়ুন:
বিএনপি ইতিবাচক, জামায়াতের কমিটি গঠন, উদ্যোগী ৯ দল
জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকার সাত দিনের যে সময়সীমা দিয়েছে, তা দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দলগুলোর দিক থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে গতকাল বুধবার এ বিষয়ে আলোচনার জন্য দুই সদস্যের কমিটি গঠন করার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। আলোচনার বিষয়ে বিএনপির দিক থেকেও ইতিবাচক মনোভাবের কথা জানা গেছে।
এদিকে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে মতপার্থক্য কমিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে দল দুটির সঙ্গে পৃথক বৈঠকে বসার চিন্তা করছে ছয়দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, এবি পার্টিসহ ৯টি দল। বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকের পর তারা সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে গতকাল বিকেলে ৯ দলের শীর্ষ স্থানীয় নেতারা নিজেদের মধ্যে বৈঠক করে একমত হয়েছেন।
এই ৯ দলের মধ্যে একটি দলের শীর্ষস্থানীয় একজন নেতা প্রথম আলোকে বলেন, তাঁদের চেষ্টা থাকবে গণভোটের সময়ের প্রশ্নে জামায়াতকে সম্মত করা, অন্যদিকে জুলাই সনদে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) কমিয়ে এনে বিএনপিকে একটা মাঝামাঝি জায়গায় আনা।
আরও পড়ুনসংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ঘোচাতে আলোচনায় ৯ দল১৪ ঘণ্টা আগেবিএনপি দলগুলোর সঙ্গে প্রয়োজনীয় আলাপ-আলোচনার বিষয়ে সব সময় উদার। এ বিষয়গুলোতে আমাদের কথা বলার প্রয়োজন হলে বলব।সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য, বিএনপিগতকাল জামায়াতে ইসলামী সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নির্বাচনী কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে একটি ‘সমঝোতামূলক রূপরেখা’ তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য তারা দুই সদস্যের কমিটি করেছে। তাঁরা হলেন সংগঠনের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। গত মঙ্গলবার সন্ধ্যায় দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোচনার পর এই কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে গতকাল বিকেলে মুঠোফোনে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ‘বিএনপি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রয়োজনীয় আলাপ-আলোচনার বিষয়ে সব সময় উদার। এ বিষয়গুলোতে আমাদের কথা বলার প্রয়োজন হলে বলব।’
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতভেদের প্রেক্ষাপটে গত সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি সভায় সরকার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনা করে দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়।আরও পড়ুনঐকমত্য কমিশনের সুপারিশ রাজনীতিতে অনৈক্য ও বিভক্তি বাড়িয়েছে: রাশেদ আল মাহমুদ তিতুমীর০৪ নভেম্বর ২০২৫রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে বুধবার আলোচনা করে ৯টি রাজনৈতিক দল